বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
জানি জানি কোন্ আদি কাল হতে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান
অখণ্ড ( বিশ্বভারতী, কার্তিক ১৪১২ )-এর
পূজা
পর্যায়ের ২৯৭
সংখ্যক গান। উপবিভাগ
নিঃসংশয়
৮,
জানি জানি কোন্ আদি কাল হতে
ভাসালে আমারে জীবনের স্রোতে—
সহসা,
হে প্রিয়,
কত গৃহে পথে
রেখে গেছ প্রাণে কত হরষন
॥
কতবার তুমি মেঘের আড়ালে
এমনি মধুর হাসিয়া দাঁড়ালে,
অরুণকিরণে চরণ বাড়ালে,
ললাটে রাখিলে শুভ পরশন
॥
সঞ্চিত হয়ে আছে
এই চোখে
কত কালে কালে কত
লোকে লোকে
কত নব নব আলোকে
আলোকে
অরূপের কত রূপদরশন।
কত যুগে যুগে কেহ নাহি জানে
ভরিয়া ভরিয়া উঠেছে পরানে
কত সুখে দুখে কত প্রেমে গানে
অমৃতের কত রসবরষন ॥
-
তথ্যানুসন্ধান
RBVBMS
478]
[নমুনা]
ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS
478 পাণ্ডুলিপিতে গানটির
রচনা
তারিখ ও স্থানের উল্লেখ আছে,
১০ই ভাদ্র ১৩১৬/বোলপুর।
উল্লেখ্য,
রবীন্দ্রনাথ
১৩১৬ বঙ্গাব্দের
৮ ভাদ্রে কলকাতা থেকে
শান্তিনিকেতনে আসেন এবং ১৯শে ভাদ্র পর্যন্ত এখানেই কাটান। ১০ই ভাদ্রে তিনি এই
গানটি-সহ দুটি
গান রচনা করেন।
এই সময়
রবীন্দ্রনাথের
বয়স ছিল ৪৮ বৎসর ৪ মাস।
[রবীন্দ্রনাথের
৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:]
[নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ
[বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮। পর্যায়:
পূজা, উপবিভাগ:
নিঃসংশয়
৮,
পৃষ্ঠা: ১২১]
[নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (
বিশ্বভারতী, কার্তিক ১৪১২ ), পর্যায়:
পূজা:
২৯৭,
উপবিভাগ:
নিঃসংশয়
৮।
গীতলিপি
১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬
জানুয়ারি ১৯১০
খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
গীতাঞ্জলি
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ।
গান সংখ্যা ৫০। পৃষ্ঠা ৩৬]
[নমুনা]
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৪৮-৪৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
সঙ্গীত-গীতাঞ্জলি
[১৯২৭ খ্রিষ্টাব্দ,
১৩৩৪ বঙ্গাব্দ। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল]
স্বরবিতান অষ্টাত্রিংশ
(৩৮, বৈশাখ ১৪১৫) খণ্ডের ২৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৬৭-৬৯]
[নমুনা]
পত্রিকা:
(ফাল্গুন ১৩১৬)। মিশ্র কেদারা-কাওয়ালি।
পৃষ্ঠা: ১৭৫]
[নমুনা]
সুপ্রভাত
(কার্তিক ১৩১৬ বঙ্গাব্দ)। শিরোনাম-চিরপরিচয়। কেদারা-কাওয়ালী। পৃষ্ঠা ১৫৪।
[নমুনা]
সঙ্গীত-প্রকাশিকা (চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
প্রকাশের কালানুক্রম:
গানটি প্রথম প্রকাশিত হয়েছিল 'সুপ্রভাত' পত্রিকার 'কার্তিক ১৩১৬
বঙ্গাব্দ' সংখ্যায়।
১৩১৬ বঙ্গাব্দের
৮০তম মঘোৎসবের
সায়ংকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
এই সূত্রে গানটি 'তত্ত্ববোধিনী' পত্রিকার 'ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল পত্রিকা এবং গ্রন্থাদির সাথে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
(ভাদ্র ১৩১৭ বঙ্গাব্দ),
গান দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
গীতলিপি
১ম ভাগ (মাঘ ১৩১৬ বঙ্গাব্দ), সঙ্গীত-প্রকাশিকা
'চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ' সংখ্যা,
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ
অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ), গীতিচর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ)
ও
সঙ্গীত-গীতাঞ্জলি
(১৩৩৪ বঙ্গাব্দ)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতাঞ্জলি'
থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের নিঃসংশয়
উপবিভাগের
অষ্টম
গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৯৭ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:[সঙ্গীত প্রকাশিকা,
গীতলিপি-১]
ভীমরাও শাস্ত্রী।
[সঙ্গীত-গীতাঞ্জলি]
[স্বরবিতান-৩৮'এর
সুরভেদ/ছন্দোভেদ
অংশে
ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপির
(লিপ্যন্তরিত) একটি তালবিন্যাস দেখানো
হয়েছে।
(পৃষ্ঠা ৯৪)]
পর্যায়:
সুরাঙ্গ:
রাগ:
-
মিশ্র কেদারা।
-
[স্বরবিতান-৩৮]
-
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৫২]
-
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১। পৃষ্ঠা:
৯
২।]
[কেদারা রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
তাল:
-
ত্রিতাল।
-
[স্বরবিতান-৩৮]
-
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস,
ডিসেম্বর ২০০৬ । পৃষ্ঠা:
৫২]
-
[রাগ-রাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি,
জুলাই ২০০১। পৃষ্ঠা:
৯
২।]
[ত্রিতাল
তালে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর:
ধা।
লয়: মধ্য।