গীতবিতানের পূজা পর্যায়ের অন্তর্গত 
'নিঃসংশয়' 
উপবিভাগ 
[গীতবিতানের 
পূজা পর্যায়ের উপবিভাগ পরিচিতি]
এই উপবিভাগের গানের সংখ্যা গান সংখ্যা ১০। 
গীতবিতানের ২৯০ থেকে ২৯৯ সংখ্যক গান এই বিভাগের অন্তর্ভুক্ত। 
 
এই উপবিভাগের গানের তালিকা
	১. ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০] [তথ্য]
	[নমুনা]
	২. 
	জানি নাই গো সাধন তোমার বলে কারে [পূজা-২৯১] [তথ্য] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
	৩. আমায় ভুলতে 
	দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২] [তথ্য]
	[নমুনা]
	৪. আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩] [তথ্য]
	[নমুনা]
	৫. তাই তোমার আনন্দ আমার পর [পূজা-২৯৪] [তথ্য] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
	৬. তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে [পূজা-২৯৫] [তথ্য] 
	[নমুনা]
	৭. জীবনে যত পূজা হল না সারা[পূজা-২৯৬] [তথ্য] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
	৮. জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭] [তথ্য] 
	[নমুনা]
	৯. তুমি যে আমারে চাও আমি সে জানি [পূজা-২৯৮] [তথ্য] [নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
	১০. জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী[পূজা-২৯৯] [তথ্য] 
	[নমুনা]