বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী
পাঠ ও পাঠভেদ:
জানি হে যবে প্রভাত হবে তোমার কৃপা-তরণী
লইবে মোরে ভবসাগর-কিনারে হে প্রভু।
করি না ভয়, তোমারি জয় গাহিয়া যাব চলিয়া,
দাঁড়াব আসি তব অমৃতদুয়ারে হে প্রভু ॥
জানি হে তুমি যুগে যুগে তোমার বাহু ঘেরিয়া,
রেখেছ মোরে তব অসীম ভুবনে হে-
জনম মোরে দিয়েছ তুমি আলোক হতে আলোকে,
জীবন হতে নিয়েছ নব জীবনে হে প্রভু ॥
জানি হে নাথ, পুণ্যপাপে হৃদয় মোর সতত
শয়ান আছে তব নয়নসমুখে হে প্রভু।
আমার হাতে তোমার হাত রয়েছে দিনরজনী,
সকল পথে-বিপথে সুখে-অসুখে হে প্রভু।
জানি হে জানি জীবন মম বিফল কভু হবে না,
দিবে না ফেলি বিনাশভয়পাথারে হে-
এমন দিন আসিবে যবে করুণাভরে আপনি
ফুলের মতো তুলিয়া লবে তাহারে হে প্রভু
॥
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
অষ্টম খণ্ড
[মজুমদার লাইব্রেরি, ১৩১০
বঙ্গাব্দ)।
রাগিণী
ভৈরবী- তাল ঝাঁপতাল।
পৃষ্ঠা
২৭৫-৭৫৬][নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
প্রথম সংস্করণ
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, বৈশাখ ১৩০৭ বঙ্গাব্দ
। পরিণাম। ভৈরবী-ঝাঁপতাল। পৃষ্ঠা: ১২৪] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী সপ্তম
খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২০২।
প্রথম সংস্করণ
[সিটি
বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ।
ভৈরবী-ঝাঁপতাল।
পৃষ্ঠা
৩১৭-৩১৮] [নমুনা
প্রথমাংশ,
শেষাংশ]
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬
বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
ভৈরবী-ঝাঁপতাল। পৃষ্ঠা:
২৫৫-২৫৬
[নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত
'কল্পনা' নামক
কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৬]
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ৬৫]
[নমুনা]
স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)
৩০ সংখ্যক গান।
পৃষ্ঠা ৭১-৭৪। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৬
বঙ্গাব্দ)। ভৈরবী -ঝাঁপতাল। পৃষ্ঠা: ১৭৮। [নমুনা]
সঙ্গীত প্রকাশিকা
(শ্রাবণ ১৩০৯ বঙ্গাব্দ)।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি:
[নমুনা]
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ-ভৈরবী।
তাল-ঝাঁপতাল। [স্বরবিতান
চতুর্থ (৪) খণ্ডের (মাঘ ১৪১২)]
রাগ: ভৈরবী। তাল:
ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৫২]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: ধ্রুপদ
গ্রহস্বর: সা।
লয়: মধ্য
[ইন্ডিয়ান প্রেস, ১৩২২ বঙ্গাব্দ। কল্পনা। শিরোনাম: পরিণাম।
ভৈরবী-ঝাঁপতাল।
পৃষ্ঠা ২২১]
[নমুনা]
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
[নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
প্রথম ভাগ (১ মাঘ ১৩১১ বঙ্গাব্দ)।
ভৈরবী-ঝাঁপতাল।
কাঙ্গালীচরণ
সেন-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
১৩০৭ বঙ্গাব্দে প্রকাশিত 'কল্পনা'
থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের নিঃসংশয়
উপবিভাগের দশম
গান হিসেবে। ১৩৭১
বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৯৯ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত
হয়েছিল।
গানটি
একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]