বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
তব
সিংহাসনের
আসন
হতে এলে তুমি নেমে
পাঠ ও পাঠভেদ:
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে-
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে ॥
একলা বসে আপন-মনে গাইতেছিলেম গান ;
তোমার কানে গেল সে সুর, এলে তুমি নেমে-
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ থেমে ॥
তোমার সভায় কত যে গান, কতই আছে গুণী-
গুণহীনের গানখানি আজ বাজল তোমার প্রেমে !
লাগল সকল তানের মাঝে একটি করুণ সুর,
হাতে লয়ে বরণমালা এলে তুমি নেমে-
মোর বিজন ঘরের দ্বারের কাছে দাঁড়ালে, নাথ, থেমে ॥
পাণ্ডুলিপির পাঠ: RBVBMS 478 [নমুনা]
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-৩৭'এর ৯৮ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদটি নিচে তুলে ধরা হলো।
তোমার সভায় কত যে গান,
কতই আছে গুণী .....
লাগল সকল তানের মাঝে : গীতলিপি ৫
তোমার সভায় কত যে গান,
কতই আছেন গুণী .....
লাগ্লো বিশ্বতানের মাঝে : গীতবিতান (আশ্বিন ১৩৫৮)
খ
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২ বঙ্গাব্দ। গান সংখ্যা: ৫৩। পৃষ্ঠা: ৩৮] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ২০-২১] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৭-৫৯। [নমুনা]
GITANJALI (Song offerings)। নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২ খ্রিষ্টাব্দ)। ৪৯ সংখ্যক গান।
ইংরেজী গীতাঞ্জলি'তে রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ :
You came down from your throne and stood
at my cottage door.
I was singing all alone in a corner, and
the melody caught your ear. You came down and stood at
my cottage door.
Masters are many in your hall, and songs are sung there at all hours. But the
simple carol of this novice struck at your love. One plaintive little strain
mingled with the great music of
the world, and with a flower for a prize you come down
and stopped at my cottage door.
পত্রিকা:
সঙ্গীত-প্রকাশিকা (চৈত্র ১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
রেকর্ডসূত্র: ১৯১৬ থেকে ১৯২৫ খ্রিষ্টাব্দের ভিতরে গ্রামোফোন কোম্পানি থেকে এই গানের একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। শিল্পী ছিলেন শরদিন্দু ঘোষ। রেকর্ড নম্বর
প্রকাশের কালানুক্রম:
১৩১৭ বঙ্গাব্দের ১১ই মাঘে অনুষ্ঠিত
৮১তম মাঘোৎসবের প্রাতঃকালীন উপাসনায়
গানটি পরিবেশিত হয়েছিল।
২০ ভাদ্রে প্রকাশিত
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-গীতলিপি পঞ্চম ভাগ
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণে
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতিমাল্য' থেকে গৃহীত হয়েছিল।
এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
নিঃসংশয়
উপবিভাগের
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
ভাঙা গান:
স্বরলিপিকার: সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়।
সুর ও তাল:
রাগ-মিশ্র বারোয়াঁ। তাল-দাদরা [স্বরবিতান-৩৭]
গ্রহস্বর-গা। লয়-মধ্য।