গীতলিপি
সঙ্গীত সঙ্কলন। গ্রন্থটি মোট
ছয় খণ্ডে সমাপ্ত। এই খণ্ডগুলি বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে। নিচে প্রকাশকালের একটি
তালিকাসহ গানের তালিকাও দেওয়া হলো–
১. গীতলিপি
প্রথম খণ্ড
(মাঘ ১৩১৬ বঙ্গাব্দ,
রবিবার ১৬
জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)।
- আমার মাথা নত করে দাও হে [পূজা-৪৯২]
[তথ্য]
- আমার মিলন লাগি তুমি [পূজা-১২৮]
[তথ]
- ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব [পূজা-৪৯১]
[তথ্য]
- কার মিলন চাও বিরহী[পূজা-৪২৮]
[তথ্য]
- গায়ে আমার পুলক লাগে [পূজা-৩১৮]
[তথ্য]
- জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪]
[তথ্য]
- জাগ’ জাগ’ রে জাগ’ সঙ্গীত[পূজা-২১]
[তথ্য]
- জাগে নাথ জোছনারাতে [পূজা-৫৩৬]
[তথ্য]
- জানি জানি কোন্ আদি কাল হতে[পূজা-২৯৭]
[তথ্য]
- তুমি আমাদের পিতা [পূজা-৩৯২]
[তথ্য]
- দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মাণ্ড-মাঝে [পূজা-২৬১]
[তথ্য]
-
নয়ান ভাসিল
জলে [পূজা-৪০৫]
[তথ্য]
-
নিভৃত
প্রাণের দেবতা
যেখানে জাগেন একা [পূজা-৩০০]
[তথ্য]
-
মহাবিশ্বে মহাকাশে
মহাকাল-মাঝে [পূজা-৩৩৭,
পূজা ও প্রার্থনা-৫৬]
[তথ্য]
- মহারাজ, একি সাজে [পূজা-৫২২]
[তথ্য]
- যদি তোমার দেখা না পাই, প্রভু [পূজা-১৩৯]
[তথ্য]
- যা হারিয়ে যায় তা আগলে ব’সে রইব কত আর [পূজা-২৩৯]
[তথ্য]
২. গীতলিপি
দ্বিতীয় ভাগ
(
সোমবার
৬ আষাঢ় ১৩১৭ বঙ্গাব্দ,
২০
জুন
১৯১০
খ্রিষ্টাব্দ)
- অমৃতের সাগরে আমি যাব যাব রে [পূজা-৪২৭]
[তথ্য]
- আবার এরা ঘিরেছে মার মন [পূজা-১৬৬]
[তথ্য]
- আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান [পূজা-২৩]
[তথ্য]
-
আলোয়
আলোকময় করে হে
[পূজা-৩১৯]
[তথ্য]
এই মলিন বস্ত্র ছাড়তে
হবে [পূজা-১৭৫]
[তথ্য]
এবার নীরব করে দাও হে [পূজা-২৫৪]
[তথ্য]
কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে [পূজা-৫৫৭]
[তথ্য
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি[পূজা-৩৭৬]
[তথ্য]
তিমিরদুয়ার খোলো- এসো [পূজা-৪৬৫]
[তথ্য]
দাও হে আমার ভয় ভেঙে দাও [পূজা-৩৮২]
[তথ্য]
নিশার স্বপন ছুটল রে , এই ছুটল রে [পূজা-২৭১]
[তথ্য]
পারবি না কি যোগ দিতে এই ছন্দে রে [পূজা-৩১৫]
[তথ্য]
প্রভু আজি তোমার দক্ষিণ হাতে রেখো না ঢাকি[পূজা-৩৬৪]
[তথ্য]
প্রভু, তোমা লাগি আঁখি জাগে [পূজা-১৩৮]
[তথ্য]
রাখো রাখো রে জীবনে জীবনবল্লভে [পূজা-৩৭৮]
[তথ্য]
হৃদয়ে তোমার দয়া যেন পাই [পূজা-১২১]
[তথ্য]
হেথা যে গান গাইতে আসা [পূজা-২২]
[তথ্য]
হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে [পূজা-১৪০]
[তথ্য]
৩. গীতলিপি
তৃতীয় ভাগ (বৃহস্পতিবার
৯ ভাদ্র ১৩১৭। ২৫ আগষ্ট
১৯১০ খ্রিষ্টাব্দ)
-
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না [পূজা-৩৬৫]
[তথ্য]
- আজ বারি ঝরে ঝরঝর [প্রকৃতি-৩৪]
[তথ্য]
- আমার খেলা যখন ছিল তোমার সনে [পূজা-৬৪]
[তথ্য]
-
আর নাই রে বেলা [প্রেম-৮৪]
[তথ্য]
-
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল [প্রকৃতি-৩৩]
[তথ্য]
- এই-যে
তোমার প্রেম,
ওগো হৃদয়হরণ
[পূজা-৫২৬] [তথ্য]
-
তুমি
এবার আমায় লহো হে
নাথ [পূজা-১২০]
[তথ্য]
- তোরা শুনিস নি কি শুনিস নি তার পায়ের ধ্বনি [পূজা-১৩০]
[তথ্য]
- বিশ্ব যখন নিদ্রামগন, গগন অন্ধকার [পূজা-১৩৬]
[তথ্য]
৪. গীতলিপি
চতুর্থ ভাগ (১৯১১
খ্রিষ্টাব্দ,
১৩১৭ বঙ্গাব্দ)
-
এই করেছ ভালো [পূজা-২২৩]
[তথ্য]
-
ওই রে তরী
দিল খুলে [পূজা-৪৭৭]
[তথ্য]
- কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে [পূজা-৩৩]
[তথ্য]
-
জাগো
নির্মল নেত্রে
রাত্রির পরপারে [পূজা-২৭৫]
[তথ্য]
-
জীবনে যত
পূজা হল না সারা [পূজা-২৯৬]
[তথ্য]
- তাই তোমার আনন্দ আমার 'পর[পূজা-২৯৪]
[তথ্য]
-
দয়া দিয়ে
হবে গো মোর জীবন ধুতে
[পূজা-৪৮৮]
[তথ্য]
-
প্রথম
আদি
তব শক্তি [পূজা-৪৭০]
[তথ্য]
- প্রভু আমার প্রিয় আমার [পূজা-৬৮]
[তথ্য]
-
যতবার আলো
জ্বালাতে চাই [পূজা-১৬৫]
[তথ্য]
-
যেথায় তোমার লুট হতেছে ভুবন [পূজা-৩৬২]
[তথ্য]
- সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর [পূজা-৬৫]
[তথ্য]
- হে মোর দেবতা, ভরিয়া এ 'দেহ প্রাণ [পূজা-৮৫]
[তথ্য]
৫. গীতলিপি পঞ্চম ভাগ (মঙ্গলবার ১২ বৈশাখ ১৩১৮, ২৫ এপ্রিল ১৯১১ খ্রিষ্টাব্দ)
-
ঘোর দুঃখে
জাগিনু,
ঘনঘোরা
যামিনী
[পূজা-৪৩৩]
[তথ্য]
-
জগতের
আনন্দযঞ্জে আমার নিমন্ত্রণ [পূজা-৩১৭]
[তথ্য]
-
জড়ায়ে আছে
বাধা,
ছাড়ায়ে যেতে চাই
[পূজা-১৮২]
[তথ্য]
- জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো[পূজা-৯৫]
[তথ্য]
- ডাকে বার বার ডাক [পূজা-৩৫৩]
[তথ্য]
- তব সিংহাসনের আসন হতে নেমে [পূজা-২৯৫]
[তথ্য]
-
তিমিরবিভাবরী
কাটে
কেমনে [পূজা-৪২৬]
[তথ্য]
-
দেবতা জেনে
দূরে রই দাঁড়ায় [পূজা-১৫৬]
[তথ্য]
- প্রাণের প্রাণ জাগিছে তোমারি প্রাণ [পূজা-২৭৪
[তথ্য]
- বিশ্বসাথে যোগে যেথায় বিহারো [পূজা-৩৬৩]
[তথ্য]
- যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০]
[তথ্য]
৬. গীতলিপি
ষষ্ঠ ভাগ (১৯১৮
খ্রিষ্টাব্দ, ১৩২৫ বঙ্গাব্দ)
-
আরো আঘাত সইবে আমার [পূজা-২২৪]
[তথ্য]
-
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে [পূজা-১৮৩]
[তথ্য]
- এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে ডুবাও [পূজা-৯৩]
[তথ্য]
- কোথায় আলো, কোথায় ওরে আলো [পূজা-১২৯]
[তথ্য]
- ধনে জনে আছি জড়ায়ে হায় [পূজা-১১৮]
[তথ্য]
- ধায় যেন মোর সকল ভালোবাসা [পূজা-৯৪]
[তথ্য]
- রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে [পূজা-৬৩]
[তথ্য]
- হার-মানা হার পরাব তোমার গলে [পূজা-২৪৭]
[তথ্য]