বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
 
 শিরোনাম:
 আমার মিলন লাগি 
তুমি  আসছ কবে থেকে 
 পাঠ ও পাঠভেদ:
	- 
	গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা : ১২৮ 
 
	
	
 
আমার মিলন লাগি 
তুমি  আসছ কবে থেকে !
তোমার চন্দ্র 
সূর্য তোমায়  রাখবে কোথায় ঢেকে 
?।
কতকালের 
সকাল-সাঁঝে  তোমার চরণধ্বনি বাজে,
গোপনে দূত 
হৃদয়-মাঝে  গেছে আমায় ডেকে 
॥
ওগো পথিক,
আজকে আমার  সকল পরান ব্যেপে
থেকে থেকে হরষ 
যেন  উঠছে কেঁপে কেঁপে।
যেন সময় এসেছে 
আজ  ফুরালো মোর যা ছিল কাজ
—
বাতাস আসে,
হে মহারাজ,
তোমার গন্ধ মেখে 
॥
	
	
	RBVBMS 478
	
	
[নমুনা]
	
	
 
	পাঠভেদ:
	
 ভাবসন্ধান :
	
 তথ্যানুসন্ধান
	
	RBVBMS 478 
	পাণ্ডুলিপিতে লিখিত গানের নিচে লেখা আছে- '১৬ ভাদ্র'।
	উল্লেখ্য, ১৩১৬ বঙ্গাব্দের
	
	৮ ভাদ্র তিনি 
শান্তিনিকেতনে আসেন এবং ১৯শে ভাদ্র পর্যন্ত  শান্তিনিকেতনে কাটান। এই সময় 
তিনি এই গানটিসহ ১৮টি গান রচনা করেন। 
	এই সময় 
	
	রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৮ বৎসর ৪ মাস।
 [রবীন্দ্রনাথের 
	৪৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] 
	
	 
	
	খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
	
	
		- গ্রন্থ:
-  
			
			গীতবিতান
- 
			
			গীতলিপি  প্রথম ভাগ 
			(মাঘ ১৩১৬ বঙ্গাব্দ,
			
			১৬ 
জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ)। 
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ 
মুদ্রিত হয়েছিল।১
- 
			
			
গীতাঞ্জলি
				-  
				
				প্রথম সংস্করণ [ইন্ডিয়ান 
				পাবলিশিং হাউস, ২০ ভাদ্র ১৩১৭ বঙ্গাব্দ
				।
		 ৩৫ 
				সংখ্যক গান। পৃষ্ঠা: ৪১। [নমুনা]
				
-  
				রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী, 
				 
				আশ্বিন ১৩৯৩)। 
				৩৪ সংখ্যক গান। পৃষ্ঠা  
				২৯-৩০।
 
-  
			ধর্ম্মসঙ্গীত[ ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ, গান, 
	 পৃষ্ঠা: ৩৪-৩৫]  [নমুনা:
			প্রথমাংশ
	শেষাংশ]
-  
			
			সঙ্গীত-গীতাঞ্জলি(১৯২৭  খ্রি
			 ষ্টাব্দ ,
			১৩৩৪ বঙ্গাব্দ)। 
			ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।১
 
-   
			
			ষড়বিতান সপ্তত্রিংশ খণ্ড
			(৩৭)
			(বিশ্বভারতী, 
			ভাদ্র ১৪১৩)
			
			খণ্ডের ১৬ সংখ্যক গান। পৃষ্ঠা ৪৭-৪৯।
- 
			
			 
			রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ ইংরেজি গীতাঞ্জলির পাঠ 
			
			
GITANJALI (Song 
			offerings),
		 
			
			৪৬  
			সংখ্যক গান:
			
			
			
  
			
			I know not from what distant time thou art ever coming nearer to meet me. Thy 
sun and can never keep thee hidden from me for aye.
In many a morning and eve thy footstep have been heard and thy messenger has 
come within my heart and called me in secret.
I know not why to-day my life is all astir, and a feeling of tremulous joy is 
passing through my heart.
It is as if the time were come to wind up my work, and I feel in the air a faint 
smell of thy sweet presence.
			
			
 
			সূত্র: 
		
			
		
			
				-  Gitanjali, 
				Rabindranath Tagore, Visva-Bharati and UBSPD, Thirteenth Reprint 
				2008, Page 100-101. 
			
				
				
				 
				
 নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি −
  রবীন্দ্রনাথ 
				ঠাকুর। সম্পাদনা : আবদার রশীদ। বাংলা একাডেমী ঢাকা। 
				(ফেব্রুয়ারি ১৯৯৩ সংস্করণ)।
			
		
		
		 
		 পত্রিকা:
			-  
			
			তত্ত্ববোধিনী (ফাল্গুন 
১৮৩১ শকাব্দ ১৩১৬ বঙ্গাব্দ)।
			
			বাহার 
বাগেশ্রী-তেওরা। 
পৃষ্ঠা ১৭৫-৭৬। [নমুনা: 
	প্রথমাংশ,
	শেষাংশ]
-  
			
			সঙ্গীত প্রকাশিকা (ফাল্গুন 
১৩১৬ বঙ্গাব্দ)।
			বাহার বাগেশ্রী-তেওরা। 
			সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ 
মুদ্রিত হয়েছিল।
পরিবেশনা: আদি ব্রাহ্মসমাজের বাৎসরিক  
		 
		 
		৮০তম মাঘোৎসবে
		[সোমবার,
		 ১১ 
		মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ২৪ জানুয়ারি ১৯১০ 
		খ্রিষ্টাব্দ]-এর সান্ধ্যাকলীন 
		অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল।
		
		রেকর্ডসূত্র: সিদ্ধার্থ ঘোষের রচিত
		রেকর্ডে রবীন্দ্রসংগীত (ইন্দিরা সংগীত-শিক্ষায়তন। নভেম্বর ১৯৮৯) 
		গ্রন্থ থেকে আলোচ্য গানের যেসকল রেকর্ডসূত্রের তথ্য পাওয়া যায়। তা হলো-
			
			- ১৯২৬-১৯৩৫ খ্রিষ্টাব্দের 
			ভিতরে 'গ্রামোফোন রেকর্ড কোম্পানি' এই গানের একটি রেকর্ড প্রকাশ 
			করেছিল। গানটির শিল্পী ছিলেন দিনেন্দ্রনাথ ঠাকুর। রেকর্ড নম্বর 
			
 			 
			 
			
P 8435
			। 
			[সূত্র পৃষ্ঠা: ৫০]
		 
		 প্রকাশের 
		কালানুক্রম: তত্ত্ববোধিনী  পত্রিকার 'ফাল্গুন ১৩১৬' ও সঙ্গীত প্রকাশিকা  'ফাল্গুন ১৩১৬' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এরপর এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-  গান দ্বিতীয় সংস্করণ (১৩১৬), গীতলিপি প্রথম ভাগ (১৩১৬), গীতাঞ্জলি প্রথম সংস্করণ (১৩১৭), ধর্ম্মসঙ্গীত(১৩২১), কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (১৩২৩) ও সংগীত-গীতাঞ্জলি (১৩৩৪ )।
		
এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১২৮ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে। 
		
 
	
	
 
	গ. 
	সঙ্গীতবিষয়ক তথ্যাবলী: 
	
	
		- স্বরলিপি: [নমুনা]
 
- স্বরলিপিকার:
 
- সুর 
	ও তাল:
 
-  পর্যায়: 
			- বিষয়াঙ্গ: পূজা, বিরহ,  ব্রহ্মসঙ্গীত)
			
- সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ।
 
 
- গ্রহস্বর:
		র্সর্রর্স।  
		
 
- লয়: 
		 দ্রুত।