স্বরবিতান-৩৭
 

এই গ্রন্থের ভাদ্র ১৪১৩ মুদ্রণের ৭৭ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।


স্বরবিতান সপ্তত্রিংশ খণ্ড প্রকাশিত হয় আশ্বিন ১৩৬১ সালে। এই গ্রন্থে ‘গীতাঞ্জলি’ কাব্যের অন্তর্গত উনত্রিশটি ও তৎসমসাময়িক একটি, মোট ত্রিশটি, গানের স্বরলিপি সংকলিত। ইহার মধ্যে উনত্রিশটি গানের সুরেন্দ্রনাথ বন্দোপাদ্যায় –কৃত স্বরলিপি ছয় খণ্ড ‘গীতলিপি’র (১৯১০-১৯১৮ খৃস্টাব্দ) কোনো-না-কোনো খণ্ডে মুদ্রিত হইয়াছিল। অবশিষ্ট ‘আজি নির্ভয়নিদ্রিত ভুবনে’ গানটি রচনার দিক দিয়া সমকালীন হইয়াও ‘গীতাঞ্জলি’ বা গীতলিপি’র বহির্‌ভুত, উহার স্বরলিপি তত্ত্ব-বোধিনী পত্রিকায় শক ১৮৩৪ পৌষে প্রকাশিত হইয়াছিল। ‘হেরি অহরহ তোমারি বিরহ’ গানটির ভিন্নছন্দে সুরান্তর-স্বরলিপি দিনেন্দ্রনাথ ঠাকুর –কৃত ও গীতলেখা দ্বিতীয় ভাগ হইহে গৃহীত।

২, ৮ ও ৯ –সংখ্যক গানের গীতরীতি সম্পর্কে বিশেষ অবহিত হওয়া আবশ্যক।

এই গ্রন্থে অন্তর্ভুক্ত গান ও স্বরলিপি সম্পর্কে এ যাবৎ সংগৃহীত তথ্যাদি, এবং উহাদের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বর্তমান সংস্করণে (পৌষ ১৩৭৭) সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।

আশ্বিন ১৩৮৭


এই গ্রন্থে গৃহীত গানের স্বরলিপিগুলির তালিকা নিচে তুলে ধরা হলো।
অমন আড়াল দিয়ে লুকিয়ে গেলে চলবে না [পূজা-৩৬৫] [তথ্য] [নমুনা]
আজি নির্ভয়নিদ্রিত ভুবনজাগে কে জাগে [পূজা-২৬৯] [তথ্য] [নমুনা]
আবার এরা ঘিরেছে মার মন [পূজা-১৬৬] [তথ্য] [নমুনা]
আমার খেলা যখন ছিল তোমার সনে [পূজা-৬৪] [তথ্য] [নমুনা]
আমার মিলন লাগি তুমি [গান-৩৫] [তথ্য] [নমুনা]
আরো আঘাত সইবে আমার [তথ্য] [নমুনা]
আষাঢ়সন্ধ্যা ঘনিয়ে এল [প্রকৃতি-৩৩] [তথ্য] [নমুনা]
উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে [পূজা-১৮৩] [তথ্য] [নমুনা]
এই মলিন বস্ত্র ছাড়তে হবে [পূজা-১৭৫] [তথ্য] [নমুনা]
এবার নীরব করে দাও হে [পূজা-২৫৪] [তথ্য] [নমুনা]
ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব [পূজা-৪৯১] [তথ্য] [নমুনা]
ওই রে তরী দিল খুলে [পূজা-৪৭৭] [তথ্য] [নমুনা]
কবে আমি বাহির হলেম তোমারি গান গেয়ে [পূজা-৩৩] [তথ্য] [নমুনা]
কোথায় আলো, কোথায় ওরে আলো [পূজা-১২৯] [তথ্য] [নমুনা]
জগত জুড়ে উদার সুরে আনন্দগান বাজে [পূজা-১৪৪] [তথ্য] [নমুনা]
জগতে আনন্দযঞ্জে আমার নিমন্ত্রণ [পূজা-৩১৭] [তথ্য] [নমুনা]
জড়ায়ে আছে বাধা, ছাড়ায়ে যেতে চাই [পূজা-১৮২] [তথ্য] [নমুনা]
তব সিংহাসনের আসন হতে এলে তুমি নেমে [পূজা-২৯৫] [তথ্য] [নমুনা]
তাই তোমার আনন্দ আমার পর [পূজা-২৯৪] [তথ্য] [নমুনা]
দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে [পূজা-৪৮৮] [তথ্য] [নমুনা]
দেবতা জেনে দূরে রই দাঁড়ায় [পূজা-১৫৬] [তথ্য] [নমুনা]
ধনে জনে আছি জড়ায়ে হায় [পূজা-১১৮] [তথ্য] [নমুনা]
ধায় যেন মোর সকল ভালোবাসা [পূজা-৯৪] [তথ্য] [নমুনা]
প্রভু আজি তোমার দক্ষিণ হাতে রেখো না ঢাকি [পূজা-২৬৪] [তথ্য] [নমুনা]
বিশ্বসাথে যোগে যেথায় বিহারো [পূজা-৩৬৩] [তথ্য] [নমুনা]
মেঘের পরে মেঘ জমেছে [প্রকৃতি-৩২] [তথ্য] [নমুনা]
যেথায় তোমার লুট হতেছে ভুবন [পূজা-৩৬২] [তথ্য] [নমুনা]
সীমার মাঝে, অসীম, তুমি বাজাও আপন সুর [পূজা-৬৫] [তথ্য] [নমুনা]
হে মোর দেবতা, ভরিয়া এ দেহ প্রাণ [পূজা-৮৫] [তথ্য] [নমুনা]
হেরি অহরহ তোমারি বিরহ ভুবনে [পূজা-১৪০] [তথ্য] [নমুনা]