বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
এই-যে তোমার
প্রেম,
ওগো হৃদয়হরণ
পাঠ ও পাঠভেদ:
এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ,
এই-যে পাতায় আলো নাচে সোনার বরন ॥
এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ'পরে,
এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ ॥
প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।
এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।
তোমারি মুখ নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে,
আমার হৃদয় আজ
ছুঁয়েছে তোমারি চরণ
॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি MS. NO 478 -এ গানটি পাওয়া যায়। [পাণ্ডুলিপি]
পাঠভেদ: পাঠভেদ আছে। স্বরবিতান-৩৮-এর ৯৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচে পাঠভেদ দেখানো হলো।
এই তো তোমার প্রেম : গীতলিপি ৩ (১৯১০-১৮)
এই-যে তোমার প্রেম : গীতলেখা ২ (১৩২৫)
: গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: ১৬ ভাদ্র ১৩১৬। বোলপুর। গানটি রবীন্দ্রনাথের ৪৮ বৎসর ৪ মাস বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বিভাস। পৃষ্ঠা: ৩৯৬। [নমুনা: ৩৯৬]
গীতবিতান
গীতলিপি তৃতীয় ভাগ (১৯১০ খ্রিষ্টাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ)
গীতাঞ্জলি (শ্রাবণ ১৩১৭ বঙ্গাব্দ)। ৩০ সংখ্যক গান। রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২৭।
বৈতালিক (চৈত্র ১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ-মুদ্রিত হয়েছিল।
সঙ্গীত-গীতাঞ্জলি (১৯২৭ খ্রিষ্টাব্দ)। ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ-মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান অষ্টাত্রিংশ (৩৮) খণ্ডের ২০ সংখ্যক গান। পৃষ্ঠা ৫৭-৫৯। সুরভেদ ও ছন্দোভেদ : পৃষ্ঠা ৫৯-৬১।
GITANJALI (Song offerings) । নোবেল পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২ খ্রীষ্টাব্দ)। ৫৯ সংখ্যক গান।
ইংরেজী গীতাঞ্জলি'তে রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ :
Yes, I know, this is nothing but thy love,
O beloved of my heart- this golden light that dances upon the
leaves, these idle clouds sailing across the sky, this passing breeze
leaving its coolness upon my forehead.
The morning light has flooded my eyes- this is thy message to my heart. Thy face
is bent above, thy eyes look down on my eyes, and my heart has
touched thy feet.
পত্রিকা: তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ। মিশ্র বিভাস-ঠুংরি। পৃষ্ঠা: ১৭২] [নমুনা]
পরিবেশনা:
১১ মাঘ ১৩১৬ বঙ্গাব্দ [২৪
জানুয়ারি ১৯১০ খ্রিষ্টাব্দ]-এ অনুষ্ঠিত
৮০তম মাঘোৎসবের প্রাতঃকালীন
অধিবেশনে গানটি পরিবেশিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
স্বরবিতান-৩৮
-এ
গানটির দুটি স্বরলিপি মুদ্রিত আছে। প্রথম স্বরলিপিটির স্বরলিপিকার- সুরেন্দ্রনাথ
বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় স্বরলিপিটির স্বরলিপিকার- দিনেন্দ্রনাথ ঠাকুর।
[নমুনা]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: কীর্তনাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: দ্রুত।