বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ

পাঠ ও পাঠভেদ:

এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ,

এই-যে পাতায় আলো নাচে সোনার বরন

এই-যে মধুর আলসভরে মেঘ ভেসে যায় আকাশ'পরে,

এই-যে বাতাস দেহে করে অমৃতক্ষরণ

প্রভাত-আলোর ধারায় আমার নয়ন ভেসেছে।

   এই তোমারি প্রেমের বাণী প্রাণে এসেছে।

তোমারি মুখ নুয়েছে, মুখে আমার চোখ থুয়েছে,

আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারি চরণ