কাওয়ালি
উত্তর ভারতীয় সঙ্গীত
পদ্ধতির একটি ৮
মাত্রা বিশিষ্ট সমপদী
তাল। তালটির ছন্দোবিভাজন ৪।৪। এতে
একটি তালি ও
একটি ফাঁক আছে। নিচে তালটির একটি ঠেকা দেওয়া হলো।
+ |
|
|
|
|
০ |
|
|
|
ধা |
ধিন্ |
ধাধা |
ধিন্ |
। |
তা |
তিন্ |
ধাধা |
ধিন্ |
১ |
২ |
৩ |
৪ |
|
৫ |
৬ |
৭ |
৮ |
রবীন্দ্রসঙ্গীতে
কাওয়ালি তালে নিবদ্ধ গানের তালিকা
-
আজি নির্ভয়নিদ্রিত ভুবনজাগে কে জাগে [পূজা-২৬৯]
[তথ্য]
- আজি যত তারা তব আকাশে [পূজা-৬৬]
[তথ্য]
- ইচ্ছা যবে হবে লইয়ো পারে [পূজা-৪৪৮ ]
[তথ্য]
- এই যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ [পূজা-৫২৬]
[তথ্য]
- এখনো তারে চোখে দেখি নি [প্রেম-৩৬৭]
[তথ্য]
- এমন আর কতদিন চলে যাবে [পরিশিষ্ট-৩, ১]
[তথ্য]
- ওই আসনতলের মাটির পরে লুটিয়ে রব [পূজা-৪৯১]
[তথ্য]
- কী সুর বাজে আমার প্রাণে [প্রেম-২৯৭]
[তথ্য]
- তোমার পতাকা যারে দাও [পূজা-২৩১]
[তথ্য]
- দাও হে আমার ভয় ভেঙে দাও [পূজা-৩৮২]
[তথ্য]
- প্রভু,আজি তোমার দক্ষিণ হাতে রেখো না ঢাকি[পূজা-৩৬৪]
[তথ্য]
- প্রভু তোমা লাগি আঁখি জাগে[পূজা-১৩৮]
[তথ্য]
- ফিরায়ো না মুখখানি [প্রেম ও প্রকৃতি ৪৫]
[তথ্য]
- বড়ো আশা ক’রে এসেছি গো [পূজা ও প্রার্থনা-১০]
[তথ্য]
- বিরহ মধুর হল আজি [প্রেম-২৬২]
[তথ্য]
- মিটিল সব ক্ষুধা। [পূজা ও প্রার্থনা-৪১]
[তথ্য]
-
যদি বারণ কর তবে গাহিব না। [প্রেম-১২২]
[তথ্য]
- রূপসাগরে ডুব দিয়েছি [পূজা-৬০৭]
[তথ্য]
- সুখহীন নিশিদিন পরাধীন হয়ে ভ্রমিছ দীনপ্রাণ [পূজা-৪৩৯]
[তথ্য]