বিষয়: রবীন্দ্রসঙ্গীত। শিরোনাম:
ইচ্ছা যবে হবে
লইয়ো পারে
পাঠ ও পাঠভেদ:
ইচ্ছা যবে হবে
লইয়ো পারে,
পূজাকুসুমে রচিয়া অঞ্জলি
আছি ব’সে
ভবসিন্ধু-কিনারে ॥ যত দিন রাখ তোমা মুখ চাহি
ফুল্লমনে রব এ সংসারে
॥
ডাকিবে যখনি
তোমার সেবকে
দ্রুত চলি যাইব ছাড়ি সবারে
॥
পাণ্ডুলিপির পাঠ
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায় নি।
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান: ১৩০৬
বঙ্গাব্দের ১১ মাঘ [বুধবার,
২৪ জানুয়ারি ১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি ২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২১৫][নমুনা]