স্বরবিতান-২৬

এই গ্রন্থের চৈত্র ১৪১৩ মুদ্রণের ৬১ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।

 

স্বরবিতান ষড়বিংশ খণ্ড প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৫৯ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। কয়েকটি গানের রাগ-তাল-নির্দেশে রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া যায়।

এই গ্রন্থে পঁচিশটি গানের স্বরলিপি মুদ্রিত। ‘আদি ব্রাহ্মসমাজের অন্যতম গায়ক’ কাঙ্গালীচরণ সেন –প্রণীত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’ (ছয় ভাগ : ১৩১১-১৩১৮) গ্রন্থের ষষ্ঠ ভাগে গানগুলির স্বরলিপি পূর্বে প্রকাশিত হইয়াছিল।

বর্তমান গ্রন্থের অন্তর্ভুক্ত গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
আষাঢ় ১৩৮৬

আজি রাজ-আসনে তোমারে বসাইব [পূজা ও প্রার্থনা-৫৪] [তথ্য] [নমুনা]
আমার এ ঘরে আপনার করে  [তথ্য]  [নমুনা]
আমার বিচার তুমি করো তব আপন করে [পূজা-১১২] [তথ্য] [নমুনা]
ইচ্ছা যবে হবে লইয়ো পারে [পূজা-৪৪৮] [তথ্য] [নমুনা]
একমনে তোর একতারাতে একটি যে তার [পূজা-২৫৫] [তথ্য] [নমুনা]
এত আনন্দধ্বনি উঠিল কোথায় [পূজা-৩২৯] [তথ্য] [নমুনা]
এসেছে সকলে কত আশে [পূজা-৩০২] [তথ্য] [নমুনা]
কত অজানারে জানাইলে তুমি [পূজা-৩৬৬] [তথ্য] [নমুনা]
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা [পূজা-৪৮৪] [তথ্য] [নমুনা]
কেন জাগে না জাগে না অবশ পরান [পূজা-৪০২] [তথ্য] [নমুনা]
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে [পূজা-৫০৯] [তথ্য] [নমুনা]
কোথা হতে বাজে প্রেমবেদনা রে [পূজা-৪৩১] [তথ্য] [নমুনা]
কোন্‌ শুভখনে উদিবে নয়নে [পূজা-১৪৫] [তথ্য] [নমুনা]
জননী, তোমার করুণ চরণখানি [পূজা-৪৬৪] [তথ্য] [নমুনা]
জীবনে আমার যত আনন্দে পেয়েছি দিবস-রাত [পূজা-৪৯৮] [তথ্য]  [নমুনা]
ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে [পূজা ও প্রার্থনা-৩০] [তথ্য] [নমুনা]
তব অমল পরশরস, তব শীতল শান্ত [পূজা-৪০৮] [তথ্য] [নমুনা]
তব প্রেম সুধারসে মেতেছি [পূজা ও প্রার্থনা-৪৩] [তথ্য] [নমুনা]
তুমি জাগিছ কে [পূজা-৪৬৬] [তথ্য] [নমুনা]
তুমি নব নব রূপে এসো প্রাণ [পূজা-১৬৭] [তথ্য] [নমুনা]
তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০] [তথ্য] [নমুনা]
তোমার দেখা পাব বলে এসেছি-যে সখা [পূজা-৪৩৩] [তথ্য] [নমুনা]
পাদপ্রান্তে রাখ সেবকে [পূজা-১২৫] [তথ্য] [নমুনা]
প্রেমে প্রাণে গানে গন্ধে আলোকে পুলকে [পূজা-৩১৬] [তথ্য] [নমুনা]
বরিষ ধরা-মাঝে শান্তির বারি [পূজা-১২৬] [তথ্য] [নমুনা]