বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম:
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা :
৫০৯
কেমনে রাখিবি তোরা তাঁরে লুকায়ে
চন্দ্রমা তপন
তারা আপন আলোকছায়ে
॥
হে বিপুল সংসার ,
সুখে দুখে আঁধার ,
কত কাল রাখিবি
ঢাকি তাঁহারে কুহেলিকায় !
আত্মা-বিহারী
তিনি ,
হৃদয়ে তাঁর-
নব নব মহিমা জাগে ,
নব নব কিরণ ভায়
॥
- পাণ্ডুলিপির
পাঠ:
রবীন্দ্রনাথের পাণ্ডুলিপি পাওয়া যায়
নি।
- পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান
-
ক.
রচনাকাল ও স্থান:
১৩০৬ বঙ্গাব্দের ১১ মাঘ [ বুধবার , ২৪ জানুয়ারি ১৯০০ খ্রিষ্টাব্দ] তারিখে,
সপ্ততিতম
সাংবৎসরিক মাঘোৎসবের
অনুষ্ঠিত হয়েছিল। এই উৎসবে সকাল ও
সন্ধ্যায় অনুষ্ঠিত উপাসনায় রবীন্দ্রনাথের রচিত মোট ২৩টি গান পরিবেশিত
হয়েছিল। এর ভিতরে 'মহাবিশ্বে মহাকাশে মহাকালে' গানটি পূর্বে রচিত। বাকি
২২টি গান এই উৎসব উপলক্ষে রচিত। এর ভিতরে এই গানটি সান্ধ্যাকালীন অধিবেশনে
পরিবেশিত হয়েছিল। এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৮ বৎসর ৮-৯ মাস।
[রবীন্দ্রনাথের
৩৮ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] -
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থ
-
গান
-
প্রথম সংস্করণ [ সিটি বুক সোসাইটি, ১৩১৫
বঙ্গাব্দ]।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী সিন্ধুড়া-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩১৬-১৭
[নমুনা
প্রথমাংশ
শেষাংশ]
-
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান
প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ , ১৩১৬
বঙ্গাব্দ)।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী সিন্ধুড়া-তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩১৭-১৮। [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।
১৩১০ বঙ্গাব্দে প্রকাশিত 'মোহিত
সেন সম্পাদিত কাব্যগ্রন্থের ৮ম ভাগের 'গান' অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
২১৯-২২০]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)।
পূজা ৫০৯।
উপ-বিভাগ : বিবিধ-১৩৩।
-
ধর্ম্মসঙ্গীত
(ইন্ডিয়ান
পাবলিশিং হাউস, ১৩২১)।
পৃষ্ঠা: ১৩২। [নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)
।
সিন্ধুরা-ঝাঁপতাল । কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
স্বরবিতান
ষড়্বিংশ (২৬) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ২৫।
[নমুনা]
- পত্রিকা:
-
তত্ত্ববোধিনী (ফাল্গুন
১৩০৬ বঙ্গাব্দ)। সিন্ধুড়া-ঝাঁপতাল। পৃষ্ঠা ১৮৮।
-
সঙ্গীত প্রকাশিকা পত্রিকা।
(অগ্রহায়ণ ১৩১৭ বঙ্গাব্দ)। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
-
পরিবেশনা:
১১ মাঘ ১৩০৬ বঙ্গাব্দের
সপ্ততিতম
সাংবাৎসরিক মাঘোৎসবের
সায়ংকালীন
উপাসনায় গানটি পরিবেশিত হয় ।
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
- সুর ও
তাল:
-
রাগ-সিন্ধুড়া।
তাল-ঝাঁপতাল। স্বরবিতান-২৫
-
রাগ:
সাহানা। তাল: ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৭]
-
রাগ:
সিন্ধুড়া। তাল: ঝাঁপতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৫।]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ
-
গ্রহস্বর: মা ।
-
লয়: মধ্যলয়।