বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কী ভয় অভয়ধামে
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক
১৪১২)-এর পাঠ:
পূজা ৪৮৪। বিবিধ ১০৯।
কী ভয় অভয়ধামে,
তুমি মহারাজা- ভয়
যায় তব নামে
॥
নির্ভয়ে
অযুত সহস্র লোক ধায় হে,
গগনে গগনে সেই অভয়নাম গায় হে
॥
তব বলে কর বলী যারে,
কৃপাময়,
লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে,
সব বন্ধন ঘুচে,
নিত্য অমৃতরস পায় হে
॥
- পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি
Ms.n 434
-এ গানটি
পাওয়া যায়।
তথ্যানুসন্ধান
- ক.
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথ এই গানটিসহ ২৬টি
নতুন গান পরিবেশিত হয়েছিল। ধারণা করা হয়, রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান উপলক্ষে
এই গানগুলো রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ২৫ বৎসর ৯ মাস।
[রবীন্দ্রনাথের
২৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ:
-
কাব্যগ্রন্থাবলী
[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্কর- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৮]
[নমুনা]
- গান
-
প্রথম সংস্করণ
[সিটি বুক সোসাইটি,
১৩১৫ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্কর- তাল
ঝাঁপতাল।
পৃষ্ঠা ২৫০][নমুনা]
-
দ্বিতীয় সংস্করণ
[ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ।
ব্রহ্মসঙ্গীত।
রাগিণী শঙ্কর- তাল
ঝাঁপতাল। পৃষ্ঠা:
২৭৪।
[নমুনা]
-
তৃতীয় সংস্করণ [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ]।
-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [
৮ বৈশাখ ১৩০০ বঙ্গাব্দ] গান সংখ্যা: ৩৪৭। রাগিণী শঙ্কর- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৩৪৮-৩৪৯ [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গীতবিতান
-
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮।
কাব্য-গ্রন্থাবলী (১৩০৩
বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৮-১৪৯]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪৮৪
উপবিভাগ:
বিবিধ-১০৯।
-
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১]। গান।
পৃষ্ঠা: ১৭১। [নমুনা]
-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)।
শঙ্করা-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
-
রবীন্দ্রগ্রন্থাবলী (হিতবাদী ১৩১১)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী
শঙ্কর- তাল ঝাঁপতাল। গান সংখ্যা ৩৪৮। পৃষ্ঠা: ১০৪০
-
স্বরবিতান ষড়্বিংশ
(২৬) খণ্ডের নবম সংখ্যক গান। পৃষ্ঠা ২০-২১।
[নমুনা]
- পরিবেশনা: ১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩ জানুয়ারি ১৮৮৬ তারিখে
সপ্তপঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের
প্রাতঃকালীন অধিবেশনে গানটি
প্রথম পরিবেশিত
হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- ভাঙা গান:
এটি একটি ভাঙা
গান। মূল গানটি সুরতসেন-এর রচিত।
বেহাগ
। ঝাঁপতাল (মধ্যগতি)
নিডর ডর নমাই,
শাহে জহাঙ্গীর
বল বীর রাজা রাম ॥
ঐসী অটিল সহস্র
কোস
ধাবে ;
আবর
নয়ন কো
খঞ্জন-নাচাবে
॥
আপবলী
তপবলী,
শাহে মার্দন
ওর ন কো
শির ধর খপ্প
ভরত বাঁচাবে ।
শাহে জহাঁকু নন্দ,
জগবনন্দন,
য়া কা গীত সুরতসেন গাবে
॥
সূত্র
গীতসূত্রসার ২
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪৯-৫০।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী
চৌধুরানী। গান সংখ্যা-৫৯।
-
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ষষ্ঠ ভাগ
থেকে স্বরবিতান
-২৬-এর
৬৫ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
-
সুর ও তাল:
-
রাগ-বেহাগ।
তাল-ঝাঁপতাল। স্বরবিতান-২৬
-
রাগ-শঙ্কর।
তাল-ঝাঁপতাল। তত্ত্ববোধিনী
-
রাগ: শঙ্করা। তাল: ঝাঁপতাল।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
-
রাগ: বেহাগ। তাল:
ঝাঁপতাল
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮১।]
-
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত
-
সুরাঙ্গ:
ধ্রুপদাঙ্গ
-
গ্রহস্বর: র্সা।
-
লয়-মধ্য।