বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কী ভয় অভয়ধামে
পাঠ ও পাঠভেদ:
৪৮৪
কী ভয় অভয়ধামে, তুমি মহারাজা- ভয় যায় তব নামে ॥
নির্ভয়ে অযুত সহস্র লোক ধায় হে,
গগনে গগনে সেই অভয়নাম গায় হে ॥
তব বলে কর বলী যারে, কৃপাময়,
লোকভয় বিপদ মৃত্যুভয় দূর হয় তার।
আশা বিকাশে, সব বন্ধন ঘুচে, নিত্য অমৃতরস পায় হে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্র পাণ্ডুলিপি Ms.n 434-এ গানটি পাওয়া যায়।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টমখণ্ড (মজুমদার লাইব্রেরি, ১৩১০)
কাব্যগ্রন্থ ১০ম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্কর- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ৪৫৮] [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্কর- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা ২৫০][নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস। ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। রাগিণী শঙ্কর- তাল ঝাঁপতাল। পৃষ্ঠা: ২৭৪। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (৮ বৈশাখ ১৩০০ বঙ্গাব্দ)
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-এর ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৪৮-১৪৯] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা: ৪84 উপবিভাগ: বিবিধ-১০৯।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। শঙ্করা-ঝাঁপতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ষড়্বিংশ (২৬) খণ্ডের নবম সংখ্যক গান। পৃষ্ঠা ২০-২১।
পরিবেশনা:
১ মাঘ ১২৯৩ বঙ্গাব্দ শনিবার ২৩
জানুয়ারি
১৮৮৬ তারিখে সপ্তপঞ্চাশ সাংবৎসরিক
মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের
প্রাতঃকালীন অধিবেশনে গানটি
প্রথম পরিবেশিত
হয়েছিল।
বেহাগ । ঝাঁপতাল (মধ্যগতি)
নিডর ডর নমাই, শাহে জহাঙ্গীর
বল বীর রাজা রাম ॥
ঐসী অটিল সহস্র কোস ধাবে ;
আবর নয়ন কো খঞ্জন-নাচাবে ॥
আপবলী তপবলী, শাহে মার্দন
ওর ন কো শির ধর খপ্প ভরত বাঁচাবে ।
শাহে জহাঁকু নন্দ, জগবনন্দন,
য়া কা গীত সুরতসেন গাবে ॥
সূত্র
গীতসূত্রসার ২
দ্র:
রবীন্দ্রসংগীত-গবেষণা-গ্রন্থমালা,
৩য় খণ্ড/শ্রীপ্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৪৯-৫০।
দ্র: রবীন্দ্রসংগীতের ত্রিবেণীসংগম/ইন্দিরাদেবী
চৌধুরানী। গান সংখ্যা-৫৯।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি ষষ্ঠ ভাগ থেকে স্বরবিতান -২৬-এর ৬৫ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা জানা যায় না।
সুর ও তাল:
রাগ-বেহাগ। তাল-ঝাঁপতাল। স্বরবিতান-২৬
রাগ-শঙ্কর। তাল-ঝাঁপতাল। তত্ত্ববোধিনী
রাগ: শঙ্করা। তাল: ঝাঁপতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৪৫]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
সুরাঙ্গ: ধ্রুপদাঙ্গ
গ্রহস্বর: র্সা।
লয়-মধ্য।