বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে
পাঠ ও পাঠভেদ:

 

আমার এ ঘরে আপনার করে  গৃহদীপখানি জ্বালো হে

সব দুখশোক সার্থক হোক   লভিয়া তোমারি আলো হে

কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে,

তোমারি পুণ্য-আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে

পরশমণির প্রদীপ তোমার, অচপল তার জ্যোতি

সোনা ক’রে লবে পলকে আমার  সকল কলঙ্ক কালো

আমি যত দ্বীপ জ্বালিয়াছি তাহে  শুধু জ্বালা, শুধু কালী—

আমার ঘরের দুয়ারে শিয়রে   তোমারি কিরণ ঢালো হে