বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আমার এ ঘরে
আপনার করে
গৃহদীপখানি
জ্বালো হে।
পাঠ ও পাঠভেদ:
আমার এ ঘরে আপনার করে গৃহদীপখানি জ্বালো হে।
সব দুখশোক সার্থক হোক লভিয়া তোমারি আলো হে।
কোণে কোণে যত লুকানো আঁধার মিলাবে ধন্য হয়ে,
তোমারি পুণ্য-আলোকে বসিয়া সবারে বাসিব ভালো হে॥
পরশমণির প্রদীপ তোমার, অচপল তার জ্যোতি
সোনা ক’রে লবে পলকে আমার সকল কলঙ্ক কালো।
আমি যত দ্বীপ জ্বালিয়াছি তাহে শুধু জ্বালা, শুধু কালী—
আমার ঘরের দুয়ারে শিয়রে তোমারি কিরণ ঢালো হে ॥
পাণ্ডুলিপির পাঠ: রবীন্দ্রনাথের পাণ্ডুলিপিতে গানটি পাওয়া যায় নি।
পাঠভেদ:
পাঠভেদ আছে।
স্বরবিতান ষড়বিংশ-এর
৭১ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচে দেখানো হলো।
অচপল
তার জ্যোতি
:
ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি
৬ (জ্যৈষ্ঠ
১৩১৮)
অচপল
তার আলো :
গান (১৯০৯
খ্রিষ্টাব্দ)
:
গীতবিতান (আশ্বিন
১৩৩৮)
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। প্রভাতকুমার তাঁর
'গীতবিতান কালানুক্রমিক সূচি' গ্রন্থে উল্লেখ করেছেন- '১৩০৭ সালের পৌষ মাসের
মাঝামাঝি হইতে ফাল্গুন মাসের ১৫ তারিখের মধ্যে নৈবেদ্যের ৯০টি গান ও ও কবিতা
লিখিত হয়।' এই বিচারে নৈবেদ্যের এই গানটিকে এই সময়ের ভিতরে রচিত বলে অনুমান
করেছেন।
এই সময়ে রবীন্দ্রনাথের বয়স ছিল ৩৯ বৎসর।
[রবীন্দ্রনাথের
৩৯ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮)। নৈবেদ্য (১৩০৮ বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৯৭-১৯৮] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), পর্যায়: পূজা, উপবিভাগ: প্রার্থনা ১৫, পৃষ্ঠা: ৪৫। [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), পূজা ১০৬, উপ-বিভাগ : প্রার্থনা ১৫, পৃষ্ঠা: ৪৮-৪৯।
গীতি-চর্চ্চা । (বিশ্বভারতী, পৌষ ১৩৩২), গান সংখ্যা ৭৯, পৃষ্ঠা: ৬০। [নমুনা]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। ধর্ম্মসঙ্গীত। পৃষ্ঠা: ৯১] [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (জ্যৈষ্ঠ ১৩১৮ বঙ্গাব্দ)। দেশ মল্লার-কাওয়ালি। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান ষড়বিংশ (২৬) (বিশ্বভারতী, চৈত্র ১৪১৩) খণ্ডের দ্বিতীয় গান। পৃষ্ঠা ৭-৮।
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৮২৫ বঙ্গাব্দ ১৩১০)। দেশমল্লার -কাওয়ালি। পৃষ্ঠা: ১৮১। [নমুনা]
সঙ্গীত প্রকাশিকা (মাঘ ১৩১০ বঙ্গাব্দ)। দেশ-মল্লার কাওয়ালি। পৃষ্ঠা: ৮৭-৮৮।
রেকর্ডসূত্র:
রেকর্ডসূত্র পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম: গানটি নৈবেদ্য
কাব্যগ্রন্থের জন্য রচিত হয়েছিল ১৩০৭ বঙ্গাব্দে। এরপর যে সকল গ্রন্থে গানটি
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
নৈবেদ্য প্রথম সংস্করণ (১৩০৮),
সঙ্গীত প্রকাশিকা (মাঘ
১৩১০)
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১০)
কাব্যগ্রন্থ ষষ্ঠ খণ্ড
(১৩১০),
গান;
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬),
কাব্যগ্রন্থ
সপ্তম খণ্ড
(১৩২৩),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ষষ্ঠ ভাগ (১৩১৮),
ধর্ম্মসঙ্গীত (১৩২১) ও
গীতি-চর্চ্চা
(১৩৩২)।
এ সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
- গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১০৬
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ
প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
গ.
সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
রাগ:
দেশ। তাল:
ত্রিতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১],
পৃষ্ঠা ৫৫।
কাঙ্গালীচরণ সেন-কৃত
স্বরলিপিটি
স্বরবিতান ষড়বিংশ-এর
৬৩ পৃষ্ঠায় সুরভেদ হিসাবে দেখানো হয়েছে। স্বরবিতান-২৬-এ
গৃহীত মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
[কাঙ্গালীচরণ
সেন-কৃত স্বরলিপির তালিকা]
[দেশ
রাগে নিবদ্ধ গানের তালিকা]
[ত্রিতাল
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
গ্রহস্বর: রা।