ত্রিতালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা
[ত্রিতালের 
পরিচিতি]
এই তালে নিবদ্ধ রবীন্দ্রনাথের গানের সংখ্যা
- 
আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫] 
	[তথ্য]
- আমার সকল  রসের ধারা। [পূজা-৬২]
	[তথ্য]
- এখনো গেল না আঁধার [পূজা-১৫১] 
	[তথ্য]
- তুমি  একলা ঘরে ব'সে ব'সে কী সুর বাজালে [পূজা-৩৬]
	[তথ্য]
- তোমায় কিছু দেব ব'লে [পূজা-৫৯]
	[তথ্য]
-  তোমারি নাম বলব নানা ছলে  [পূজা-১০৫]  
	  [তথ্য]
- দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯]
	[তথ্য]
- মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো [প্রকৃতি-১২৩] 
	[তথ্য]
- রাজপুরীতে বাজায় বাঁশি বেলাশেষের তান [পূজা-২০]
	[তথ্য]
- রাত্রি এসে যেথায় মেশে দিনের পারাবারে [পূজা-৬৩]
	[তথ্য] 
- হৃদয়ে তোমার দয়া যেন পাই [পূজা-১২১]
	[তথ্য]