বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
শিরোনাম: 
হৃদয়ে তোমার দয়া যেন পাই
পাঠ ও পাঠভেদ:
	- 
	গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর পাঠ: 
	পূজা:
	১২১
	
 
হৃদয়ে তোমার 
দয়া যেন পাই।
সংসারে যা 
দিবে মানিব তাই,
     
হৃদয়ে তোমায় যেন পাই॥
তব দয়া 
জাগিবে স্মরণে
নিশিদিন 
জীবনে মরণে,
দুঃখে সুখে 
সম্পদে বিপদে   
তোমারি দয়া-পানে চাই—
তোমার দয়া 
যেন পাই।
তব দয়া 
শান্তির 
নীরে            
অন্তরে নামিবে ধীরে।
          
তব দয়া মঙ্গল-আলো
          
জীবন-আঁধারে জ্বালো—
প্রেমভক্তি 
মম  সকল শক্তি মম   তোমারি দয়ারূপে পাই,
          
আমার ব’লে 
কিছু নাই॥
	
[
	RBVBMS 358]
	
	
	[নমুনা:
	
	প্রথমাংশ,
	
	শেষাংশ]।
	
	 
পাঠভেদ: 
পাঠভেদ আছে।
           
হৃদয়ে তোমায় 
যেন পাই॥
           তব দয়া শান্তির নীরে              
: গীতলিপি ২
 
           
হৃদয়ে দয়া যেন পাই।....
           তব দয়া শান্তিনীরে                : গান (১৯০৯)
                                                   গীতবিতান (আশ্বিন ১৩৩৮)
	
	 
তথ্যানুসন্ধান
	-  
	ক. রচনাকাল ও স্থান: 
	রবীন্দ্রনাথের 
	
RBVBMS 358 
	পাণ্ডুলিপিতে গানটির স্থান ও তারিখের 
	উল্লেখ আছে, 
	 
	'৯ চৈত্র ১৩১৫/বোলপুর'।
	এই সময় 
	রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৭ বৎসর ১১ মাস।
	 
	       
	    
	[রবীন্দ্রনাথের 
	৪৭ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা] 
	
 
	 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
		- গ্রন্থ: 
		 
		
		-  
		কাব্যগ্রন্থ
		- 
		দশম খণ্ড
		(ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ 
		খ্রিষ্টাব্দ\), 
		ধর্ম্মসঙ্গীত, পৃষ্ঠা: ২১৫-১৬।[নমুনা:
		প্রথমাংশ,
		শেষাংশ]
 
-  
		গান 
			- 
		 
			
			দ্বিতীয় সংস্করণ ইন্ডিয়ান প্রেস 
			(১৯০৯ খ্রিষ্টাব্দ, 
			১৩১৬ বঙ্গাব্দ) । 
			ব্রহ্মসঙ্গীত। রাগিণী পরজ বসন্ত- কাওয়ালি। পৃষ্ঠা: ৩৯৪-৩৯৫। 
		
	[নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
 
- 
		গীতবিতান
			-  
			
			প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮), 
			 পৃষ্ঠা: ৩২২।
			[
			 নমুনা]
-  
			
			
			প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, মাঘ ১৩৪৮), 
			পর্যায়:
			পূজা,
			উপবিভাগ: প্রার্থনা 
			৩০, 
			পৃষ্ঠা: ৫১-৫২। 
			 
		
	[নমুনা:
	প্রথমাংশ,
	শেষাংশ]
-  
			অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০), 
			
			পূজা ১২১, 
			উপ-বিভাগ :
			
			প্রার্থনা ৩০, 
 পৃষ্ঠা: ৫৫ ।
 
- 
		গীতলিপি
		 ২য় ভাগ (১৯১০ খ্রিষ্টাব্দ, ১৩১৭ বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ 
		বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
- 
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ), গান,
 পৃষ্ঠা: ১০৪।
 [ নমুনা]
-   
		
		
		স্বরলিপি ষট্স্ত্রিংশ খণ্ড (৩৬) (বিশ্বভারতী, 
		ফাল্গুন ১৪১৩)
		খণ্ড, ১৩ সংখ্যক গান ,
		পৃষ্ঠা ২৯-৩১।  
	[নমুনা]
 
 
-  পত্রিকা:
		
		
		
		
		- 
		
		
		প্রবাসী (ভাদ্র 
		১৩১৬)।
		দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত 
		স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল। 
		পৃষ্ঠা: ৩২৩-৩২৪। 
	
			[নমুনা]
 
- 
		
		রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র নাই।
- 
 প্রকাশের 
		কালানুক্রম: গানটি প্রথম স্বরলিপিসহ প্রকাশিত হয়েছিল প্রবাসী  পত্রিকার ভাদ্র ১৩১৬ সংখ্যায়। এর অন্যান্য যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো হলো- গান দ্বিতীয় সংস্করণ (১৩১৬), গীতলিপি  ২য় ভাগ (১৩১৭), ধর্ম্মসঙ্গীত (১৩২১), ও কাব্যগ্রন্থ দশম খণ্ড (১৩২৩)।
	
 
 এ সকল গ্রন্থাদির পরে, ১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতান -এর প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -  গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এর প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা, পর্যায়ের উপবিভাগ: প্রার্থনা হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ১২১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
 
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		- 
		স্বরলিপি:
		  
			[নমুনা]
-  স্বরলিপিকার:
		
		
- 
		
		সুর ও তাল: 
		
 
			- 
			
		মিশ্র পরজ-কাওয়ালি। [দিনেন্দ্রনাথ 
		ঠাকুর-কৃত স্বরলিপি, প্রবাসী ভাদ্র ১৩১৬]
 
- 
			
		রাগ: মিশ্র 
		পরজ। তাল: 
		ত্রিতাল। 
		[স্বরবিতান 
		ষট্ত্রিংশ 
		(৩৬)  (বিশ্বভারতী, 
		ফাল্গুন ১৪১৩)]
 
- 
			
			রাগ-পরজবসন্ত।
			তাল-কাওয়ালি। [গান, ইন্ডিয়ান প্রেস 
			
			(১৯০৯ খ্রিষ্টাব্দ, 
			১৩১৬ বঙ্গাব্দ)]
 
- 
			
			রাগ : 
		
			পরজ। তাল : 
		
			ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],  
			পৃষ্ঠা: ৮৪।
 
-  
			রাগ: 
		
			পরজ।
			 
			তাল: 
		
			ত্রিতাল।
			[রাগরাগিণীর এলাকায় 
			রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত 
			আকাদেমি, জুলাই ২০০১], 
			পৃষ্ঠা: ১৪৬।
 [পরজ 
			রাগে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 [ত্রিতাল 
			তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
 
- 
		
		বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত
 
- 
		
		সুরাঙ্গ: 
		বাউলাঙ্গ।
 
- 
		
		গ্রহস্বর: দা।
		
 
- 
		
		লয়: মধ্য।