বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার সকল রসের ধারা
পাঠ ও পাঠভেদ:
আমার সকল রসের ধারা
তোমাতে আজ হোক না হারা ॥
জীবন জুড়ে লাগুক পরশ, ভুবন ব্যেপে জাগুক হরষ,
তোমার রূপে মরুক ডুবে আমার দুটি আঁখিতারা ॥
হারিয়ে যাওয়া মনটি আমার
ফিরিয়ে তুমি আনলে আবার ।
ছড়িয়ে-পড়া আশাগুলি কুড়িয়ে তুমি লও গো তুলি,
গলার হারে দোলাও তারে গাঁথা তোমার ক’রে সারা
॥
RBVBMS 229]
[নমুনা]
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 229-তে
লিখিত এই গানের শেষে সময় ও স্থান লেখা আছে- '১০ই ভাদ্র/ সুরুল'।
উল্লেখ্য,
১৩২১ বঙ্গাব্দের ভাদ্র মাসে
রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার
জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল
বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের
এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
রবীন্দ্রনাথের এই যাতায়াত
শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে আশ্বিন
পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি তিনি ১০ ভাদ্র
[বৃহস্পতিবার, ২৭ আগষ্ট]-এ সুরুলে রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩
বৎসর ৪ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)।
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতালি' থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা:
৪৭৭।
[নমুনা]
প্রথম খণ্ড,
দ্বিতীয় সংস্করণ
(বিশ্বভারতী,
মাঘ ১৩৪৮
বঙ্গাব্দ)।
গান
সংখ্যা ৩০।
পৃষ্ঠা: ২৭-২৮। [নমুনা:
২৭,
২৮]
অখণ্ড সংস্করণ,
তৃতীয় সংস্করণ
(বিশ্বভারতী,
পৌষ ১৩৮০
বঙ্গাব্দ)। পর্যায়:
পূজা ৬২।
উপবিভাগ:
বন্ধু ৩০।
পৃষ্ঠা: ৩১।
গীতলেখা দ্বিতীয় ভাগ (১৩২৫ বঙ্গাব্দ)। দিনেন্দ্রনাথ ঠাকুর-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ। ১৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১৮] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী,
আশ্বিন ১৩৯৩)।
১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ২২৮।
[গীতালিতে
গৃহীত গানের তালিকা]
গীতিচর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২)। গান সংখ্যা ৬৯। পৃষ্ঠা: ৫১-৫২।] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
পত্রিকা:
আনন্দ-সঙ্গীত
পত্রিকার
ভাদ্র ১৩২৪ সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। কিন্তু
মুদ্রণ-বিভ্রাটের কারণে এই গানটি এই পত্রিকার আশ্বিন-কার্তিক
১৩২৪ সংখ্যায় পুনরায় মুদ্রিত হয়েছিল।
[আনন্দ-সঙ্গীত
পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
ফাল্গুন ১৮৩৬ শকাব্দ, ১৩২১ বঙ্গাব্দ। পঞ্চাশীতিতম সাম্বৎসরিক ব্রহ্মোৎসবের সায়ংকালীন অধিবেশনের অষ্টম গান। পৃষ্ঠা ১৯৪-১৯৫
পরিবেশনা:
সোমবার,
১১ মাঘ ১৩২১ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯১৫
খ্রিষ্টাব্দ]-এ
পঞ্চাশীতম (৮৫) সংবৎসরিক
মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের
১৬টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত
হয়েছিল ৬টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ১০টি গান পরিবেশিত হয়েছিল।
এই গানটি পরিবেশিত হয়েছিল
সায়ংকালীন অধিবেশনে।
[দেখুন:
মাঘোৎসব]
প্রকাশের
কালানুক্রম:
তত্ত্ববোধিনী পত্রিকার
'অগ্রহায়ণ
১৩২১' সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়। এরপর
১১ মাঘ ১৩২১ বঙ্গাব্দে অনুষ্ঠিত
পঞ্চাশীতম (৮৫) সংবৎসরিক
মাঘোৎসব গানটি প্রথম পরিবেশিত হয়।
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন
১৩২১'
সংখ্যায় গানটি পুনরায় প্রকাশিত হয়।
১৩২১ বঙ্গাব্দে প্রকাশিত 'গীতালি' নামক গ্রন্থে
প্রথম গ্রন্থভুক্ত । এরপর গানটি
১৩২৩ বঙ্গাব্দে প্রকাশিত
কাব্যগ্রন্থ, নবম খণ্ড অন্তর্ভুক্ত হয় এর 'গীতালি'
অংশে। ১৩২৪ বঙ্গাব্দে আনন্দসঙ্গীত পত্রিকার ভাদ্রসংখ্যায় প্রকাশিত
হয়। কিন্তু মুদ্রণ বিভ্রাটের কারণে গানটি পুনরায় ওই পত্রিকার
'আশ্বিন-কার্তিক ১৩২৪' সংখ্যায় প্রকাশিত হয়। ১৩২৫ বঙ্গাব্দে
গানটি গীতলেখার দ্বিতীয় ভাগে অন্তর্ভুক্ত হয় দিনেন্দ্রনাথ ঠাকুরের
স্বরলিপি সহ। ১৩৩২ বঙ্গাব্দে 'গীতি-চর্চ্চা'য় অন্তর্ভুক্ত হয়।
১৩৩৮ বঙ্গাব্দের
আশ্বিন মাসে প্রকাশিত গীতবিতানের দ্বিতীয় খণ্ডের প্রথম
সংস্করণে অন্তর্ভুক্ত হয়।
১৩৪৮
খ্রিষ্টাব্দে প্রকাশিত গীতবিতানের প্রথম খণ্ডের দ্বিতীয় সংস্করণে এই গানটি
গৃহীত হয় পূজা পর্যায়ে। ১৩৮০ বঙ্গাব্দে প্রকাশিত গীতবিতানের অখণ্ড সংস্করণে
পূজা পর্যায়ের ৬২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে।
রাগ-ইমন। তাল-ত্রিতাল। গানটির সুর চার্চ-সংগীতের আদর্শে রচিত। [রবীন্দ্রসংগীতের ক্রমবিকাশ ও বিবর্তন/ডঃ দেবজ্যোতি দত্ত মজুমদার। পৃষ্ঠা ১০৯।]
রাগ: ইমন। তাল: ত্রিতাল। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।, পৃষ্ঠা: ৩১]।
রাগ: ইমনকল্যাণ। তাল: ত্রিতাল। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই ২০০১।] পৃষ্ঠা: ৫৯। [ইমন রাগে নিবদ্ধ গানের তালিকা]
গ্রহস্বর: গা।
লয়: মধ্য।