মাঘোৎসব ৮৫
সোমবার, ১১ মাঘ ১৩২১ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯১৫ খ্রিষ্টাব্দ]


এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৬টি গান পরিবেশিত হয়েছিল। এর ভিতরে প্রাতঃকালীন অধিবেশনে পরিবেশিত হয়েছিল ৬টি গান এবং সায়ংকালীন অধিবেশনে ১০টি গান পরিবেশিত হয়েছিল। নিচে গানগুলি উল্লেখ করা হলো।

প্রাতঃকালীন অধিবেশন: গান সংখ্যা ৬

১. আলো যে যায় রে দেখা [পূজা-২৪২] তথ্য]
২.
আমারে
দিই তোমার হাতে [পূজা-৫২৪] [তথ্য]
৩.
ওই অমল হাতে রজনী প্রাতে [পূজা-৩১১] [তথ্য]
৪. এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২] [তথ্য]
৫.
না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে [পূজা-২০৬] [তথ্য]
৬.
সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি [পূজা-১৮৯] [তথ্য]

সায়ংকালীন অধিবেশন: গান সংখ্যা ১০

১. মোর সন্ধ্যায় তুমি সুন্দরবেশে এসেছ[পূজা-৫১৯] [তথ্য]
২. তুমি যে এসেছ মোর ভবনে[পূজা-৭৬] [তথ্য]
৩. এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১] [তথ্য]
৪. তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩] [তথ্য]
৫. আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ [পূজা-২১২] [তথ্য]
৬. মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [পূজা-৩৯] [তথ্য]
৭. শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয়। [পূজা-৩৭] [তথ্য]
৮. আমার সকল রসের ধারা। [পূজা-৬২] [তথ্য]
৯. মোর মরণে তোমার হবে জয় [পূজা-২০৭] [তথ্য]

১০. শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে [পূজা-৯৮] [তথ্য]