বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওই) আলো যে যায় রে দেখা
পাঠ ও পাঠভেদ:

                                                    ওই) আলো যে যায় রে দেখা

    হৃদয়ের পূব-গগনের সোনার রেখা ॥

এবারে ঘুচল কি ভয়,  এবারে হবে কি জয় ?

    আকাশে হল কি ক্ষয় কালীর লেখা ?

            কারে ওই যায় গো দেখা,

    হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা।

ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্  নয়ন তুলে

         নীরবে চরণমূলে মাথা ঠেকা ॥