বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
ওই) আলো যে যায় রে দেখা
পাঠ
ও পাঠভেদ:
হৃদয়ের পূব-গগনের সোনার রেখা ॥
এবারে ঘুচল কি ভয়, এবারে হবে কি জয় ?
আকাশে হল কি ক্ষয় কালীর লেখা ?।
কারে ওই যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে দাঁড়ায় একা।
ওরে তুই সকল ভুলে চেয়ে থাক্ নয়ন তুলে—
নীরবে চরণমূলে মাথা ঠেকা ॥
তথ্যানুসন্ধান
পাণ্ডুলিপির পাঠ:
পাঠভেদ:
পাঠভেদ
নেই।
ক. রচনাকাল ও স্থান: RBVBMS 229
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
নবম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ। গীতালি
দ্বিতীয় খণ্ড, প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ।
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পর্যায়: পূজা, আশ্বাস-২। পৃষ্ঠা: ১০২ [নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা (আশ্বাস-২) পর্যায়ের ২৪২ সংখ্যক গান।
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ। পঞ্চম গান। পৃষ্ঠা: ৯] [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পঞ্চম গান। পৃষ্ঠা ২২৩।
স্বরবিতান চতুশ্চত্বারিংশ (৪৪)স্বরবিতান ত্রয়শ্চত্বারিংশ খণ্ডের (চৈত্র ১৪১৩) ৫ম গান। পৃষ্ঠা ১৩-১৪।
পত্রিকা:
তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮৩৬ শকাব্দ, ১৩২১ বঙ্গাব্দ। পঞ্চাশীতিতম সাম্বৎসরিক ব্রহ্মোৎসবের প্রাতঃকালীন অধিবেশনের প্রথম গান । পৃষ্ঠা ১৮৭]
প্রকাশের কালানুক্রম: ১৩২১ বঙ্গাব্দের প্রকাশিত গীতালির গানটি প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছিল। ১৩২১ বঙ্গাব্দের পঞ্চাশীতিতম সাম্বৎসরিক ব্রহ্মোৎসবের প্রাতঃকালীন অধিবেশনের প্রথম গান এ গানটি প্রথম গীত হয়েছিল। এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল, সেগুলো হলো- প্রবাসী 'কার্তিক ১৩২১ বঙ্গাব্দ
' ও কাব্যগ্রন্থ নবম খণ্ড (১৩২৩)গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার। [স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪-এ গৃহীত হয়েছে]