কাব্যগ্রন্থ নবম খণ্ড
নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের তালিকা বর্ণানুক্রমে দেওয়া হলো।
- অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [পূজা-১৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- অচেনাকে ভয় কী আমার ওরে [পূজা-৫৯০]
[তথ্য]
[নমুনা]
- অনেক কালের যাত্রা আমার
[নমুনা: ৩০১, ৩০২ ]
- অন্ধকারের উৎস হতে [পূজা-৩৫৪ ]
[তথ্য]
[নমুনা]
- অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে [পূজা-৮৪ ]
[তথ্য]
[নমুনা]
- অসীম ধন তো আছে তোমার [ পূজা-৭৯]
[তথ্য]
[নমুনা]
- আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি ২০৫ ]
[তথ্য]
[নমুনা: ৫৭২, ৫৭৩]
- আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে [পূজা-৩৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ [পূজা-২১২ ]
[তথ্য]
[নমুনা]
- আঘাত করে নিল জিনে [পূজা-২১ ৪ ]
[তথ্য]
[নমুনা]
- আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে [পূজা-১৪৬ ]
[তথ্য]
[নমুনা]
- আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি [প্রকৃতি-১৪৯]
[তথ্য]
[নমুনা: ২৭৫ ]
- আজ ফুল ফুটেচে মোর আসনের
[নমুনা: ৪০৯ ]
- আজ যেমন ক'রে গাইছে আকাশ [প্রেম-৩৭৪]
[তথ্য]
[নমুনা: ২০৭, ২০৮ ]
- আজি কমলমুকুলদল খুলিল [প্রকৃতি-২৭২ ]
[তথ্য]
[নমুনা]
- আজি বসন্ত জাগ্রত দ্বারে [প্রকৃতি-১৯০]
[তথ্য]
[নমুনা]
- আজি দখিন-দুয়ার খোলা [প্রকৃতি-২০২]
[তথ্য]
[নমুনা]
- আজিকে এই সকালবেলাতে [পূজা-৩৩৪ ]
[তথ্য]
[নমুনা]
- আপন হ'তে বাহির হয়ে বাইরে দাঁড়া [পূজা-৩৫৬ ]
[তথ্য]
[নমুনা]
- আপনাকে এই জানা আমার ফুরাবে না। [পূজা-৭৫ ]
[তথ্য]
[নমুনা]
- আপনারে তুমি সহজে ভুলিয়া থাক [নমুনা: ৬৪১ ]
- আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে [পূজা-৫৯১]
[তথ্য]
[নমুনা:৫১৫ ]
- আবার শ্রাবণ হয়ে এলে ফিরে [প্রকৃতি-১০১]
[তথ্য]
[নমুনা: ৪৩২ ]
- আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫]
[তথ্য ]
[নমুনা: ৫৯২, ৫৯৩ ]
- আমাদের পাকবে না চুল গো [বিচিত্র-১১৬ ]
[তথ্য]
[নমুনা: ৫৮২, ৫৮৩ ]
- আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫]
[তথ্য]
[নমুনা: ৫৮৭ ]
- আমরা খুঁজি খেলার সাথি [বিচিত্র-১২৬]
[তথ্য]
[নমুনা: ৫৮৮ ]
- আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০]
[তথ্য]
[নমুনা: ১৮৬, ১৮৭ ]
-
আমরা তারেই জানি তারেই জানি
[পূজা-৮২ ]
[তথ্য]
[নমুনা:
২৩১ ]
-
আমরা নূতন প্রাণের
চর, হা হা
[প্রকৃতি-১৮১] [তথ্য]
[নমুনা:
৫৮৯, ৫৯০ ]
-
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে [স্বদেশ-১০]
[তথ্য]
[নমুনা]
- আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২]
[তথ্য]
[নমুনা]
- আমার আর হবে না দেরি [পূজা-৫৬৩]
[তথ্য ]
[নমুনা:
৪৮৫ ]
- আমার এই পথ-চাওয়াতেই আনন্দ[পূজা-৫৫৯]
[তথ্য ]
[নমুনা:
২৮৪, ২৮৫ ]
- আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫]
[তথ্য]
[নমুনা]
- আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্ [বিচিত্র ৭]
[তথ্য]
[নমুনা]
- আমার প্রাণের মাঝে যেমন করে
[নমুনা: ৪১০ ]
-
আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা-৫৪৯] [তথ্য]
[নমুনা]
- আমার বাণী আমার প্রাণে লাগে [পূজা-৭৮]
[তথ্য]
[নমুনা]
- আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে [পূজা-১৬৪ ]
[তথ্য ]
[নমুনা]
-
আমার ভাঙা
পথের রাঙা ধুলায়
[পূজা-৫৭৩] [তথ্য
[নমুনা:
৩৫৯ ]
-
আমার মুখের
কথা তোমার [পূজা-১০৮ ]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩ ]
[তথ্য]
[নমুনা]
- আমার সকল রসের ধারা [পূজা-৬২ ]
[তথ্য]
[নমুনা]
-
আমার সকল নিয়ে বসে [প্রেম-৮৯ ] [তথ্য]
[নমুনা]
-
আমার সুরের সাধন রইল
[নমুনা: ৫০০ ]
- আমার যে আসে কাছে যে যায় চলে দূ রে [পূজা-২৪৬]
[তথ্য]
[নমুনা]
-
আমার
যে সব দিতে হবে [পূজা-৪৮২ ] [তথ্য]
[নমুনা:
৪০০ ]
-
আমার সুরের সাধন রইল পড়ে
[নমুনা: ৫০০ ]
- আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে। [পূজা-৫০ ]
[তথ্য]
[নমুনা]
- আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। [পূজা-৫৪ ]
[তথ্য]
[নমুনা]
- আমারে দিই তোমার হাতে [পূজা-৫২৪ ]
[তথ্য]
[নমুনা:
৩৭৪ ]
-
আমায় বাঁধবে
যদি কাজের ডোরে ।
[পূজা-৫২ ]
[তথ্য]
[নমুনা:
৩৮৮ ]
-
আমায় ভুলতে
দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২ ]
[তথ্য]
[নমুনা:
৩৬৮ ]
-
আমি আমায় করব বড়
[নমুনা: ৩০৩, ৩০৪ ]
-
আমি কারে
ডাকি গো [পূজা-১৭১ ]
[তথ্য ]
[নমুনা:
২০৫, ২০৬ ]
- আমি কেবল তোমার দাসী [প্রেম-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
- আমি তোমার প্রেমে হব [প্রেম-৯১ ]
[তথ্য]
[নমুনা]
- আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩ ]
[তথ্য ]
[নমুনা:
৬২১, ৬২২ ]
-
আমি যে আর
সইতে পারি নে
[প্রেম-৪৭] [তথ্য]
[নমুনা: ৪৩০ ]
-
আমি যে সব
নিতে চাই [বিচিত্র-৪৫] [তথ্য]
[নমুনা: ২৫৩ ]
- আমি রূপে তোমায় ভোলাব না [প্রেম-৯০]
[তথ্য]
[নমুনা]
- আমি পথিক, পথ আমারি সাথী
[নমুনা: ৫১২ ]
- আমি হাল ছাড়লে তবে [নমুনা: ২৮৩ ]
- আমি হৃদয়েতে পথ কেটেছি [পূজা-২১৮]
[তথ্য]
[নমুনা]
- আনন্দগান উঠুক তবে বা জি
[পূজা-৩০৯ ]
[তথ্য
]
[নমুনা:
৭০৩, ৭০৪ ]
-
আয় রে
তবে, মাত্ রে সবে
[প্রকৃতি-২১০] [তথ্য]
[নমুনা:
৬৩৭, ৬৩৮ ]
-
আলো আমার,
আলো ওগো
[বিচিত্র-৪৬] [তথ্য]
[নমুনা:
২৪৫, ২৪৬ ]
- আলো যে আজ গান করে মোর প্রাণে গো [পূজা-৫১৮]
[তথ্য]
[নমুনা]
- আলো যে যায় রে দেখা [পূজা-২৪২]
[তথ্য]
[নমুনা]
- আর নহে আর নয় [পূজা-৩৮৩]
[তথ্য]
[নমুনা]
-
আর নাই
যে দেরি
[প্রকৃতি-১৮২] [তথ্য]
[নমুনা: ৬০৫ ]
- আরো চাই যে , আরো চাই গো [পূজা-৩৮৪ ]
[তথ্য]
[নমুনা]
- আহা তোমার সঙ্গে প্রাণের খেলা [প্রেম-৮৮ ]
[তথ্য]
[নমুনা]
- উতল-ধারা বাদল ঝরে [প্রকৃতি-৬২]
[তথ্য]
[নমুনা:
২৩৭, ২৩৮, ২৩৯ ]
- এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে [পূজা-৯৩]
[তথ্য]
[নমুনা]
- এ যে মোর আবরণ [পূজা-১৬২ ]
[তথ্য]
[নমুনা]
-
এ পথ গেছে
কোন্খানে গো কোন্খানে [পূজা-৩৮৯ ]
[তথ্য ]
[নমুনা]
-
এ মণিহার
আমায় নাহি সাজে [ পূজা-৪৮৯]
[তথ্য ]
[নমুনা:
৩২৬ ]
-
এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হ বে [পূজা-১৮৮]
[তথ্য]
[নমুনা]
-
এই আমি এক মনে সঁপিলাম
তাঁরে [নমুনা:
৪১৫ ]
-
এই
আসা-যাওয়ার খেয়ার কূলে আমার
বাড়ি [পূজা-৫৬২]
[তথ্য ]
[নমুনা:
৩৭১ ]
- এই একলা মোদের হাজার মানুষ [নাট্যগীতি-৯৩]
[তথ্য]
[নমুনা:
১৯৬, ১৯৭ ]
- এই কথাটা ধরে রাখিস [পূজা-১৯০]
[তথ্য]
[নমুনা]
-
এই কথাটাই ছিলেম ভুলে
[প্রকৃতি-২৭৬] [তথ্য]
[নমুনা:
৬১৫, ৬১৬ ]
-
এই
মৌমাছিদের ঘরছাড়া কে করেছে [প্রকৃতি-২৭৪] [তথ্য]
[নমুনা: ২২৮ ]
-
এই তীর্থ-দেবতার ধরণীর
মন্দির প্রাঙ্গনে [নমুনা:
৫৩৯ ]
-
এই ত তোমার
আলোক-ধেনু
[পূজা-৫২০] [তথ্য ]
[নমুনা:
৪০৩ ]
-
এই দুয়ারটি খোলা
[নমুনা: ২৯৫, ২৯৬,
২৯৭ ]
-
এই লভিনু
সঙ্গ তব
[পূজা-৫১৬]
[তথ্য ]
[নমুনা:
৪০১, ৪০২ ]
-
এই যে এরা আঙিনাতে
[নমুনা: ২৯৮, ২৯৯,
৩০০ ]
- এই-যে কালো মাটির বা সা [পূজা-২১০ ]
[তথ্য]
[নমুনা]
-
এই নিমেষে গণনাহীন
[নমুনা: ৫৩৫ ]
-
এই
শরত-আলোর
কমলবনে [প্রকৃতি-১৫১] [তথ্য]
[নমুনা: ৪৩৪ ]
-
এক হাতে ওর
কৃপাণ আছে
[পূজা-২১১]
[তথ্য]
[নমুনা]
- এখানে ত বাঁধা পথের
[নমুনা]
- এখনো ঘোর ভাঙে না তোর যে [পূজা-২৬৮]
[তথ্য]
[নমুনা]
- এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২]
[তথ্য]
[নমুনা]
- এতদিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮]
[তথ্য]
[নমুনা: ৬১৭ ]
-
এতটুকু আঁধার যদি
[নমুনা: ৪৬৪ ]
- এদিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০ ]
[তথ্য]
[নমুনা]
-
এদের পানে তাকাই আমি
[নমুনা: ৪৮৯ ]
-
এবার ভাসিয়ে
দিতে হবে [প্রকৃতি-২৫৩]
[তথ্য]
- এবার আমায় ডাকলে দূরে। [পূজা-৪৭]
[তথ্য]
[নমুনা]
- এবার তো
যৌবনের কাছে
[প্রকৃতি-২৭৭] [তথ্য]
[নমুনা:
৬১৬, ৬১৭ ]
-
এবার
তোরা আমার যাবার বেলাতে
[নমুনা: ৩১১ ]
- এমনি করে ঘুরিব দূরে বাহির [পূজা-৩৬০]
[তথ্য]
[নমুনা]
- এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিল [পূজা-৭৪]
[তথ্য]
[নমুনা]
- ঐ অমল হাতে রজনী প্রাতে [পূজা-৩১১ ]
[তথ্য]
[নমুনা]
- ঐ যে সন্ধ্যা খুলিয়া ফেলিল
[নমুনা:
৪৮৬, ৪৮৭ ]
-
ও অকূলের
কূল,
ও অগতির গতি। [ পূজা-৭০
]
[তথ ্য]
[নমুনা:
২৩০ ]
- ও আমার মন জাগলি না রে [নমুনা: ৪৪৯ ]
- ও নিঠুর, আরো কি বাণ
[তথ্য]
[নমুনা]
- ওগো আমার প্রাণের ঠাকুর
[তথ্য]
[নমুনা]
- ওগো আমার হৃদয়বাসী [নমুনা: ৪৯৮ ]
- ওগো পথিক, দিনের শেষে
[নমুনা:
২৯৩, ২৯৪ ]
-
ওগো নদী,
আপন বেগে পাগল-পারা [বিচিত্র-৮০] [তথ্য]
[নমুনা:
৫৭৩, ৫৭৪ ]
-
ওগো শেফালিবনের মনের কামনা [প্রকৃতি-১৫০]
[তথ্য]
[নমুনা:
২৭৬, ২৭৭ ]
- ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০]
[তথ্য]
[নমুনা]
- ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু। [পূজা-৫৩ ]
[তথ্য]
[নমুনা]
-
ওরে ওরে
ওরে,
আমার মন মেতেছ [বিচিত্র-৪৭] [তথ্য]
[নমুনা: ২১৯, ২২০ ]
-
ওরে ভাই,
ফাগুন লেগেছে বনে ব নে
[প্রকৃতি-২০৭] [তথ্য]
[নমুনা:
৫৭৫, ৫৭৬ ]
- ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার [পূজা-২৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- ওরে নবীন, ওরে আমার কাঁচা [নমুনা: ৬৪৩,
৬৪৪, ৬৪৫, ৬৪৬ ]
-
ওগো দখিন
হাওয়া [প্রকৃতি-২০৪] [তথ্য]
[নমুনা: ৫৭১, ৫৭২ ]
[নমুনা]
-
ওর ভাব দেখে
যে পায় হাসি [বিচিত্র ১২৫] [তথ্য ]
[নমুনা: ৬০৪ ]
-
কতদিন
যে তুমি আমায় [নমুনা:
৩৫০ ]
-
কঠিন লোহা
কঠিন ঘুমে [বিচিত্র-১২৯] [তথ্য]
[নমুনা: ১৮৯ ]
-
কাঁচা ধানের ক্ষেতে যেমন
[নমুনা: ৪৬৫ ]
- কার হাতে এই মালা তোমার পাঠালে। [পূজা-৪৩]
[তথ্য]
[নমুনা]
-
কাণ্ডারী গো, যদি এবার
[নমুনা: ৪৯২ ]
-
কে গো
অন্তরতর সে
[পূজা-৫২৫]
[তথ্য ]
[নমুনা:
৩১২ ]
-
কে নিবিগো কিনে আমায়
[নমুনা: ৩২২, ৩২৩ ]
-
কেগো তুমি বিদেশী
[নমুনা: ২৯০, ২৯১, ২৯২ ]
-
কেবল থাকিস সরে' সরে'
[নমুনা: ৩৪০ ]
-
কেমনে করে' তড়িৎ আলোয়
[নমুনা: ৫৩৩, ৫৩৪ ]
- কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। [পূজা-৫১ ]
[তথ্য ]
[নমুনা]
- কেন তোমরা আমায় ডাক [পূজা-১৮ ]
[তথ্য]
[নমুনা]
- কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে [পূজা-১৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কোথা বাইরে দূরে যায় রে উড়ে [প্রেম-৩২৭ ]
[তথ্য]
[নমুনা]
- কোন বারতা পাঠালে মোর প্রাণে [নমুনা: ৪৫৭ ]
- কোলাহল তো বারণ হল [পূজা-৩৬১]
[তথ্য]
[নমুনা]
- ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু [পূজা-১৫৭]
[তথ্য]
[নমুনা]
-
খুসি হ তুই আপন মনে
[নমুনা: ৪৭৫ ]
- খোলো খোলো দ্বার [প্রেম-১১৪ ]
[তথ্য ]
[নমুনা]
-
গতি আমার এসে
[নমুনা: ৫২৯ ]
- গাব তোমার সুরে [পূজা-৯৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান গেয়ে কে জানায়
[নমুনা: ৪০৫ ]
-
ঘরের থেকে এনেছিলেম
[নমুনা: ৫০৩ ]
-
ঘরেতে ভ্রমর এলো
গুন্গুনিয়ে।
[গীতবিতান প্রেম -৩২৬]
[তাসের
দেশ]
[তথ্য ]
[নমুনা:
১৯৫ ]
-
ঘুম কেন নেই তোরি চোখে
[পূজা-২১৩]
[তথ্য]
[নমুনা]
- চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪]
[তথ্য]
[নমুনা]
- চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬]
[তথ্য]
-
চোখে দেখিস প্রাণে কানা
[নমুনা: ৪৭৯ ]
-
চোখের
আ
লোয়
দেখেছিলেম চোখের বাহি রে
[পূজা-২৫৩ ]
[তথ্য
]
[নমুনা:
৬২৯ ]
-
ছাড়্ গো
তোরা ছাড়্ গো
[প্রকৃতি-১৮০] [তথ্য]
[নমুনা:
৫৮৯ ]
-
ছাড় গো আমায় ছাড় গো
[নমুনা: ৫৯০ ]
-
জানি গো ,
দিন যাবে এ দিন যাবে
[পূজা-৫৯৪] [তথ্য]
[নমুনা:
৩৩২, ৩৩৩ ]
- জানি নাই গো সাধন তোমার বলে কা রে [পূজা-২৯১ ]
[তথ্য]
[নমুনা]
- জীবন আমার চলচে যেমন
[নমুনা: ৩৭২ ]
-
জীবন আমার যে অমৃত
[নমুনা: ৫২৫ ]
- জীবন যখন ছিল ফুলের মতো [পূজা ২৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- জীবন-স্রোতে ঢেউয়ের পরে [নমুনা: ৩৪৯ ]
-
ঝড়ে যায় উড়ে যায় গো [প্রেম-৩২৩] [তথ্য]
[নমুনা:
৩০৯ ]
-
তব রবিকর আসে কর বাড়াইয়া
[নমুনা: ৩২০ ]
- তার অন্ত নাই গো যে আনন্দে গড়া [পূজা-৩১২ ]
[তথ্য]
[নমুনা]
- তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭]
[তথ্য]
[নমুনা]
-
তুমি আমার আঙিনাতে
[নমুনা: ৩৯৯ ]
-
তুমি আড়াল পেলে কেমনে
[নমুনা: ৪১৯ ]
-
তুমি একটু
কেবল বসতে দিয়ো কাছে [প্রেম-৯৫ ] [তথ্য ]
[নমুনা:
৩১০ ]
-
তুমি কি
কেবলই ছবি [বিচিত্র-৭৬] [তথ্য]
[নমুনা:
৬৫৯, ৬৬০, ৬৬১, ৬৬২, ৬৬৩, ৬৬৪ ]
- তুমি জানো ওগো অন্তর্যামী [পূজা-২৪৪]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে এসেছ মোর ভবনে [পূজা-৭৬]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে [পূজা-৭৭]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬]
[তথ্য]
[নমুনা]
- তুমি ডাক দিয়েছ কোন্ সকালে [পূজা-১৬১]
[তথ্য]
[নমুনা:
১৪৭, ১৫১ ]
-
তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪]
[তথ্য]
[নমুনা]
- তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪]
[তথ্য]
[নমুনা]
- তোমায় ছেড়ে দূরে চলার
[নমুনা: ৫৩১ ]
-
তোমায় নতুন
করে পাব ব'লে। [পূজা-৪৫ ]
[তথ্য]
[নমুনা:
৬৩৪, ৬৩৫ ]
-
তোমায় সৃষ্টি করব আমি
[নমুনা: ৫০৬ ]
- তোমার আনন্দ ওই এল দ্বারে [পূজা-৩১৩ ,আনুষ্ঠানিক ২১ ]
[তথ্য]
[নমুনা]
- তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩ ]
[তথ্য]
[নমুনা]
-
তোমার কাছে এ বর মাগি
[গীতালি-৬৯] [পূজা-১৭]। [তথ্য]
[নমুনা]
-
তোমার কাছে চাইনে আমি
[নমুনা: ৫২০ ]
- তোমার কাছে শান্তি চাব না [পূজা-২১৯ ]
[তথ্য]
[নমুনা]
- তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে [পূজা-৫৫৩]
[তথ্য]
[নমুনা: ৪৪৫ ]
- তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি [পূজা-১৩২]
[তথ্য]
[নমুনা]
- তোমার ভুবন মর্ম্মে আমার লাগে [নমুনা: ৪৯৪ ]
- তোমার মাঝে আমারে পথ [নমুনা: ৩৯৫]
- তোমার মোহন রূপে [প্রকৃতি-১৫২]
[তথ্য]
[নমুনা:
৪৩৫ ]
-
তোমার দুয়ার খোলার ধ্বনি
ওই গো বাজে [ পূজা-২৪৫ ]
[তথ্য ]
[নমুনা:
৪৮২ ]
-
তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫ ]
[তথ্য]
[নমুনা]
- দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯]
[তথ্য]
[নমুনা]
- দূরে কোথায় দূরে দূরে [পূজা-৪৪০]
[তথ্য]
- দুঃখ এ নয়, সুখ নহে গো [পূজা ও প্রার্থনা-৭৩ ]
[তথ্য]
[নমুনা: ৪৮৮ ]
- দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে [পূজা-২০৪ ]
[তথ্য ]
[নমুনা]
- দুঃখের বরষায় চক্ষের জ্বল যেই নামল। [পূজা-৪৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ধীরে বন্ধু, ধীরে ধীরে। [পূজা-৪৬ ]
[তথ্য ]
[নমুনা:
৬১২, ৬১৩ ]
-
নয় এ মধুর খেলা
[পূজা-২৩৫ ]
[তথ্য ]
[নমুনা:
৩৩৪ ]
-
না গো,
এই যে ধুলা [বিচিত্র-৪২] [তথ্য]
[নমুনা: ৪৬৯ ]
-
না বাঁচাবে আমায় যদি
মারবে কেন তবে [পূজা-২০৬ ]
[ তথ্য][নমুনা]
- না রে তোদের ফিরতে দেব না রে [নমুনা: ৪৬১, ৪৬২ ]
- না রে নারে ,হবে না তোর স্বর্গসাধন [পূজা-৫৮১]
[তথ্য]
[নমুনা: ৪৬৭ ]
- নাই কি রে তীর, নাই কি রে তোর তরী [নমুনা: ৪৫২]
- নাই বা ডাকো রইব তোমার দ্বারে [পূজা-১৪২] [তথ্য]
[নমুনা]
- নামহারা এই নদীর পারে [নমুনা: ২৮৮, ২৮৯]
- নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে [পূজা-৩৫৯]
[তথ্য]
[নমুনা]
- পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [পূজা-১৫৯ ]
[তথ্য ]
[নমুনা]
- পথ দিয়ে কে যায় গো চলে [পূজা-৫৬১]
[তথ্য ]
[নমুনা:
৪৪২ ]
-
পথে পথেই বাসা বাঁধি
[নমুনা: ৫২৩ ]
-
পথের সাথী নমি বারম্বার
[নমুনা: ৫২৭ ]
-
পান্থ তুমি,
পান্থজনের সখা হে
[পূজা-৫৬৪] [তথ্য]
[নমুনা: ৫২৪ ]
- পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে [প্রকৃতি-২৭৩]
[তথ্য]
[নমুনা]
-
পুষ্প দিয়ে মারো যারে
[পূজা-৫৯২] [তথ্য]
[নমুনা:
৪৯৯ ]
-
পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই [পূজা-৫৯৮] [তথ্য]
[নমুনা: ৩১৭]
প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫]
[তথ্য]
[নমুনা:
৩৪৬,
৩৪৭]
- প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯ ]
[তথ্য]
[নমুনা]
- প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪ ]
[তথ্য]
[নমুনা]
- প্রেমের প্রাণে সইবে কেমন করে [নমুনা:
৪৮৩ ]
-
প্রাণে গান নাই,মিছে তাই ফিরিনু যে [পূজা-২৩৮]
[তথ্য]
[নমুনা]
-
ফুল তো আমার ফুরিয়ে গেচে
[নমুনা:
৪৯৩ ]
- বল তো এইবারের মতো [পূজা-৪৪]
[তথ্য]
[নমুনা]
-
বসন্তে আজ
ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪] [তথ্য]
[নমুনা:
৩৫১ ]
- বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে [প্রকৃতি-২০৩
তথ্য]
[নমুনা]
-
বসন্তে ফুল গাঁথল
[প্রকৃতি-২০৯] [তথ্য]
[নমুনা: ৬২৫ ]
- বাজাও আমারে বাজাও [পূজা-৯৯ ]
[তথ্য]
[নমুনা]
- বাজিয়েছিলে বীণা তোমার[নমুনা: ৫১৪ ]
- বাধা দিলে বাধবে লড়াই,মরতে হবে [পূজা-২৫৯ ]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বিদায় নিয়ে গিয়েছিলেম [প্রকৃতি-২৭৫]
[তথ্য]
[নমুনা:
৬১৪, ৬১৫ ]
- বিরহ মধুর হল আজি [প্রেম-২৬২]
তথ্য]
[নমুনা]
- বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দিই ফাঁকি [পূজা-১৮৭]
[তথ্য]
[নমুনা]
- বুঝি এল, বুঝি এল [প্রেম ও প্রকৃতি ৬১]
[তথ্য]
[নমুনা:
২০৭ ]
- বেসুর বাজে রে [পূজা-১৫৪]
[তথ্য]
[নমুনা]
- বৃন্ত হ'তে ছিন্ন করি শুভ্র কমলগুলি [নমুনা:
৫১৩ ]
-
ব্যথার বেশে এল আমার দ্বারে
[নমুনা:
৫১১ ]
- ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ [পূজা-২২১]
[তথ্য]
[নমুনা]
- ভাগ্যে আমি পথ হারালেম [নমুনা:
২৮০, ২৮১, ২৮২ ]
-
ভালো মানুষ
নই রে মোরা [বিচিত্র-১১৪] [তথ্য]
[নমুনা:
৬০১, ৬০২ ]
- ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় [পূজা-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
-
ভেলার মত বুকে টানি
[নমুনা:
৩৩০ ]
-
ভোর হল
বিভাবরী,
পথ হল অবসান
[পূজা-২৭০] [তথ্য]
[নমুনা]
- ভোরের বেলায় কখন এসে [পূজা-২৬৭]
[তথ্য]
[নমুনা]
-
মনকে হোথায় বসিয়ে রাখিসনে
[নমুনা:
৪৬৩ ]
-
মম চিত্তে
নিতি নৃত্যে [বিচিত্র-৬] [তথ্য]
[নমুনা]
-
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল[পূজা-৪১]
[তথ্য]
[নমুনা]
- মুদিত আলোর কমল
[নমুনা:
৫৩৭, ৫৩৮ ]
-
মিথ্যা আমি কি সন্ধানে
[নমুনা:
৩৫৮ ]
-
মেঘ বলেছে যাব' যাব',
রাত বলেছে যাই [পূজা-৫৯৩]
[তথ্য ]
[নমুনা:
৪৯১ ]
-
মোদের কিছু নাই রে [বিচিত্র ১২১]
[তথ্য]
[নমুনা]
-
মোদের যেমন
খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] [তথ্য]
[নমুনা:
৫৭৯, ৫৮০, ৫৮১ ]
-
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি । [পূজা-৪০ ]
[তথ্য]
[নমুনা:
৩৯৪ ]
- মোর মরণে তোমার হবে জয় [পূজা-২০৭ ]
[তথ্য]
[নমুনা]
-
মোর সন্ধ্যায় তুমি
সুন্দরবেশে এসেছ [পূজা-৫১৯]
[তথ্য ]
[নমুনা:]
- মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [পূজা-৩৯]
[তথ্য]
[নমুনা]
-
মোরা
চলব না [নাট্যগীতি-৯৫] [তথ্য]
[নমুনা:
৬০৯, ৬১০ ]
- যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা [পূজা-২০৯]
[তথ্য]
[নমুনা]
- যখন তোমায় আঘাত করি তখন চিনি। [পূজা-২০৩ ]
[তথ্য]
[নমুনা: ৫৩২ ]
- যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০]
[তথ্য]
[নমুনা]
- যদি জানতেম আমার কিসের ব্যথা [প্রেম- ৪৬]
[তথ্য ]
[নমুনা:৩৫৩ ]
-
যদি প্রেম দিলে না প্রাণে
[পূজা-৫২১]
[ তথ্য]
[নমুনা:
৩৩৫ ]
- যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭]
[তথ্য]
[নমুনা]
-
যা দেবে তা দেবে তুমি আপন হাতে
[নমুনা:
৫২২ ]
-
যা হবার তা হবে। [পূজা-৮৩ ]
[তথ্য ]
[নমুনা:
২০১ ]
-
যাসনে কোথাও ধেয়ে
[নমুনা:
৫৩৬ ]
-
যিনি সকল কাজের কাজী।[পূজা-৮১ ]
[ তথ্য]
[নমুনা:
২৪৯ ]
- যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭]
[তথ্য]
[নমুনা]
-
যে দিন ফুটল কমল কিছুই
জানি নাই [ পূজা-১৩৭ ]
[তথ্য ]
[নমুনা:
৩০৬ ]
-
যে দিল ঝাঁপ ভবসাগর-মাঝখানে
[নমুনা:
৫১৭ ]
- যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে [পূজা-২২০]
[তথ্য]
[নমুনা]
-
যেখানে রূপের প্রভা [নাট্যগীতি-৯২] [তথ্য]
[নমুনা]
- যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি [পূজা-২০৫ ]
[ তথ্য]
[নমুনা]
- যেতে যেতে চায় না যেতে [পূজা-১৫৩ ]
[তথ্য]
[নমুনা]
-
রাজপুরীতে
বাজায় বাঁশি বেলাশেষের তান
[ পূজা-২০]
[তথ্য ]
[নমুনা:
৩৫৭ ]
-
রাত্রি এসে
যেথায় মেশে দিনের পারাবারে। [পূজা-৬৩ ]
[তথ্য ]
[নমুনা: ২৭৩, ২৭৪ ]
- লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২]
[তথ্য]
[নমুনা]
- লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০]
[তথ্য]
[নমুনা]
-
শরৎ, তোমার
অরুণ আলোর অঞ্জলি [প্রকৃতি-১৫৩] [তথ্য]
- শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয় [পূজা-৩৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- শেষ নাহি যে, শেষ কথা কে বলবে[পূজা-৬০৬]
[তথ্য]
[নমুনা: ৪৬০]
- শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে [পূজা-৯৮]
[তথ্য]
[নমুনা]
- সকল জনম ভ'রে ও মোর দরদিয়া [পূজা-১৬৩ ]
[তথ্য]
[নমুনা]
-
সকল দাবী ছাড়বি যখন
[নমুনা:
৩৫৬ ]
- সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে [পূজা-১৪৩]
[তথ্য]
[নমুনা]
-
সন্ধ্যা হল
একলা আছি বলে
[নমুনা:
৫০৪ ]
- সন্ধ্যা হল গো- ও মা, সন্ধ্যা হল [পূজা-১৬০]
[তথ্য]
[নমুনা]
-
সন্ধ্যাতারা যে ফুল দিল
[নমুনা:
৫১৮ ]
- সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮]
[তথ্য]
[নমুনা: ১৯২, ১৯৩]
-
সবাই যারে সব দিতেছে
[পূজা-৪৮১]
[তথ্য]
[নমুনা:
৬২৩, ৬২৪ ]
- সভায় তোমার থাকি সবার শাসন [পূজা-৮৮]
[তথ্য]
[নমুনা]
- সরিয়ে দিয়ে আমার ঘুমের [নমুনা:৫০৯, ৫১০ ]
- সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি [পূজা-১৮৯ ]
[তথ্য]
[নমুনা]
- সারা জীবন দিল আলো
সূর্য গ্রহ চাঁদ [পূজা-৩৫৫ ]
[তথ্য ]
[নমুনা]
- সেদিনে আপদ আমার যাবে কেটে। [পূজা-৪৯]
[তথ্য]
[নমুনা]
- সে ই তো আমি চাই [পূজা-১৯১ ]
[তথ্য] [নমুনা:
৪৫৯ ]
- সুখে আমায় রাখবে কেন [পূজা-২১৬ ]
[তথ্য]
[নমুনা]
-
সুখের মাঝে
তোমায় দেখেছি
[পূজা ও প্রার্থনা-৭৪] [তথ্য]
[নমুনা:
৫২৬ ]
-
সুন্দর বটে তব অঙ্গদখানি
[পূজা-৫১৭]
[তথ্য ]
[নমুনা:
৩২১ ]
-
স্থির নয়নে তাকিয়ে আছি
[নমুনা:
২৭৮, ২৭৯ ]
-
হবে জয়,
হবে জয়,
হবে জয় রে
[পূজা-৩৭৪ ]
[তথ্য ]
[নমুনা:
৬৩১ ]
-
হাওয়া লাগে গানের পা লে
[পূজা-৫৬০] [তথ্য ]
[নমুনা:
৩৭৩ ]
-
হারে রে রে
রে রে [বিচিত্র-৪৮] [তথ্য]
[নমুনা: ২১০ ]
- হে অন্তরের ধন [পূজা-১৩১]
[তথ্য]
[নমুনা]
- হিসাব আমার মিলবে না [নমুনা: ৪৯০ ]
- হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশ [পূজা-২০৮ ]
[তথ্য]
[নমুনা]