কাব্যগ্রন্থ নবম খণ্ড
রবীন্দ্রনাথ ঠাকুর ও
মোহিতচন্দ্র সেন-এর সম্পাদনায় এই খণ্ডের প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল ২৫ অগ্রহায়ণ
১৩১০ বঙ্গাব্দ, ১২ ডিসেম্বর ১৯০৩ খ্রিষ্টাব্দ-এ। আর এর দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল
৮ ফাল্গুন ১৩১০ বঙ্গাব্দ, ২০ ফ্রেব্রুয়ারি ১৯০৪ খ্রিষ্টাব্দ-এ। পরে উভয় ভাগ মিলে
দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দে।
এই সংস্করণ প্রকাশিত হয়েছিল ইন্ডিয়ান প্রেস (এলাহাবাদ) থেকে এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল ১৯১৬
খ্রিষ্টাব্দে (১৩২৩ বঙ্গাব্দ)। থেকে। এই খণ্ডের বিষয় ছিল
রাজা ও অচলায়তন নাটক, গীতিমাল্য, গীতালি, ফাল্গুনী ও বলাকা। এর পৃষ্ঠা সংখ্যা ৭৬০। এই সংকলনে যে গ্রন্থগুলো প্রকাশিত হয়েছিল,
তা হলো —
- রাজা (পৃষ্ঠা: ১-১৪৩)
- অচলায়তন (পৃষ্ঠা: ১৪৫-২৬৯)
- গীতি-মাল্য (পৃষ্ঠা: ২৭১-৪১১)
- গীতালি (পৃষ্ঠা: ৪১৩-৫৩৯)
- ফাল্গুনী (পৃষ্ঠা: ৫৪১-৬৩৮)
- বলাকা (পৃষ্ঠা: ৬৩৯-৭৬০)
নিচে এই গ্রন্থে অন্তর্ভুক্ত গানের তালিকা বর্ণানুক্রমে দেওয়া হলো।
- অগ্নিবীণা বাজাও তুমি কেমন ক'রে [পূজা-১৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- অচেনাকে ভয় কী আমার ওরে [পূজা-৫৯০]
[তথ্য]
[নমুনা]
- অনেক কালের যাত্রা আমার
[নমুনা: ৩০১, ৩০২ ]
- অন্ধকারের উৎস হতে [পূজা-৩৫৪ ]
[তথ্য]
[নমুনা]
- অন্ধকারের মাঝে আমায় ধরেছ দুই হাতে [পূজা-৮৪ ]
[তথ্য]
[নমুনা]
- অসীম ধন তো আছে তোমার [ পূজা-৭৯]
[তথ্য]
[নমুনা]
- আকাশ আমায় ভরল আলোয় [প্রকৃতি ২০৫ ]
[তথ্য]
[নমুনা: ৫৭২, ৫৭৩]
- আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে [পূজা-৩৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণ [পূজা-২১২ ]
[তথ্য]
[নমুনা]
- আঘাত করে নিল জিনে [পূজা-২১ ৪ ]
[তথ্য]
[নমুনা]
- আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে [পূজা-১৪৬ ]
[তথ্য]
[নমুনা]
- আজ প্রথম ফুলের পাব প্রসাদখানি [প্রকৃতি-১৪৯]
[তথ্য]
[নমুনা: ২৭৫ ]
- আজ ফুল ফুটেচে মোর আসনের
[নমুনা: ৪০৯ ]
- আজ যেমন ক'রে গাইছে আকাশ [প্রেম-৩৭৪]
[তথ্য]
[নমুনা: ২০৭, ২০৮ ]
- আজি কমলমুকুলদল খুলিল [প্রকৃতি-২৭২ ]
[তথ্য]
[নমুনা]
- আজি বসন্ত জাগ্রত দ্বারে [প্রকৃতি-১৯০]
[তথ্য]
[নমুনা]
- আজি দখিন-দুয়ার খোলা [প্রকৃতি-২০২]
[তথ্য]
[নমুনা]
- আজিকে এই সকালবেলাতে [পূজা-৩৩৪ ]
[তথ্য]
[নমুনা]
- আপন হ'তে বাহির হয়ে বাইরে দাঁড়া [পূজা-৩৫৬ ]
[তথ্য]
[নমুনা]
- আপনাকে এই জানা আমার ফুরাবে না। [পূজা-৭৫ ]
[তথ্য]
[নমুনা]
- আপনারে তুমি সহজে ভুলিয়া থাক [নমুনা: ৬৪১ ]
- আবার যদি ইচ্ছা কর আবার আসি ফিরে [পূজা-৫৯১]
[তথ্য]
[নমুনা:৫১৫ ]
- আবার শ্রাবণ হয়ে এলে ফিরে [প্রকৃতি-১০১]
[তথ্য]
[নমুনা: ৪৩২ ]
- আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫]
[তথ্য ]
[নমুনা: ৫৯২, ৫৯৩ ]
- আমাদের পাকবে না চুল গো [বিচিত্র-১১৬ ]
[তথ্য]
[নমুনা: ৫৮২, ৫৮৩ ]
- আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫]
[তথ্য]
[নমুনা: ৫৮৭ ]
- আমরা খুঁজি খেলার সাথি [বিচিত্র-১২৬]
[তথ্য]
[নমুনা: ৫৮৮ ]
- আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০]
[তথ্য]
[নমুনা: ১৮৬, ১৮৭ ]
-
আমরা তারেই জানি তারেই জানি
[পূজা-৮২ ]
[তথ্য]
[নমুনা:
২৩১ ]
-
আমরা নূতন প্রাণের
চর, হা হা
[প্রকৃতি-১৮১] [তথ্য]
[নমুনা:
৫৮৯, ৫৯০ ]
-
আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে [স্বদেশ-১০]
[তথ্য]
[নমুনা]
- আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২]
[তথ্য]
[নমুনা]
- আমার আর হবে না দেরি [পূজা-৫৬৩]
[তথ্য ]
[নমুনা:
৪৮৫ ]
- আমার এই পথ-চাওয়াতেই আনন্দ[পূজা-৫৫৯]
[তথ্য ]
[নমুনা:
২৮৪, ২৮৫ ]
- আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫]
[তথ্য]
[নমুনা]
- আমার ঘুর লেগেছে— তাধিন্ তাধিন্ [বিচিত্র ৭]
[তথ্য]
[নমুনা]
- আমার প্রাণের মাঝে যেমন করে
[নমুনা: ৪১০ ]
-
আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা-৫৪৯] [তথ্য]
[নমুনা]
- আমার বাণী আমার প্রাণে লাগে [পূজা-৭৮]
[তথ্য]
[নমুনা]
- আমার ব্যথা যখন আনে আমায় তোমার দ্বারে [পূজা-১৬৪ ]
[তথ্য ]
[নমুনা]
-
আমার ভাঙা
পথের রাঙা ধুলায়
[পূজা-৫৭৩] [তথ্য
[নমুনা:
৩৫৯ ]
-
আমার মুখের
কথা তোমার [পূজা-১০৮ ]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- আমার সকল কাঁটা ধন্য করে [পূজা-২৯৩ ]
[তথ্য]
[নমুনা]
- আমার সকল রসের ধারা [পূজা-৬২ ]
[তথ্য]
[নমুনা]
-
আমার সকল নিয়ে বসে [প্রেম-৮৯ ] [তথ্য]
[নমুনা]
-
আমার সুরের সাধন রইল
[নমুনা: ৫০০ ]
- আমার যে আসে কাছে যে যায় চলে দূ রে [পূজা-২৪৬]
[তথ্য]
[নমুনা]
-
আমার
যে সব দিতে হবে [পূজা-৪৮২ ] [তথ্য]
[নমুনা:
৪০০ ]
-
আমার সুরের সাধন রইল পড়ে
[নমুনা: ৫০০ ]
- আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে। [পূজা-৫০ ]
[তথ্য]
[নমুনা]
- আমারে তুমি অশেষ করেছ, এমনি লীলা তব। [পূজা-৫৪ ]
[তথ্য]
[নমুনা]
- আমারে দিই তোমার হাতে [পূজা-৫২৪ ]
[তথ্য]
[নমুনা:
৩৭৪ ]
-
আমায় বাঁধবে
যদি কাজের ডোরে ।
[পূজা-৫২ ]
[তথ্য]
[নমুনা:
৩৮৮ ]
-
আমায় ভুলতে
দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২ ]
[তথ্য]
[নমুনা:
৩৬৮ ]
-
আমি আমায় করব বড়
[নমুনা: ৩০৩, ৩০৪ ]
-
আমি কারে
ডাকি গো [পূজা-১৭১ ]
[তথ্য ]
[নমুনা:
২০৫, ২০৬ ]
- আমি কেবল তোমার দাসী [প্রেম-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
- আমি তোমার প্রেমে হব [প্রেম-৯১ ]
[তথ্য]
[নমুনা]
- আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩ ]
[তথ্য ]
[নমুনা:
৬২১, ৬২২ ]
-
আমি যে আর
সইতে পারি নে
[প্রেম-৪৭] [তথ্য]
[নমুনা: ৪৩০ ]
-
আমি যে সব
নিতে চাই [বিচিত্র-৪৫] [তথ্য]
[নমুনা: ২৫৩ ]
- আমি রূপে তোমায় ভোলাব না [প্রেম-৯০]
[তথ্য]
[নমুনা]
- আমি পথিক, পথ আমারি সাথী
[নমুনা: ৫১২ ]
- আমি হাল ছাড়লে তবে [নমুনা: ২৮৩ ]
- আমি হৃদয়েতে পথ কেটেছি [পূজা-২১৮]
[তথ্য]
[নমুনা]
- আনন্দগান উঠুক তবে বা জি
[পূজা-৩০৯ ]
[তথ্য
]
[নমুনা:
৭০৩, ৭০৪ ]
-
আয় রে
তবে, মাত্ রে সবে
[প্রকৃতি-২১০] [তথ্য]
[নমুনা:
৬৩৭, ৬৩৮ ]
-
আলো আমার,
আলো ওগো
[বিচিত্র-৪৬] [তথ্য]
[নমুনা:
২৪৫, ২৪৬ ]
- আলো যে আজ গান করে মোর প্রাণে গো [পূজা-৫১৮]
[তথ্য]
[নমুনা]
- আলো যে যায় রে দেখা [পূজা-২৪২]
[তথ্য]
[নমুনা]
- আর নহে আর নয় [পূজা-৩৮৩]
[তথ্য]
[নমুনা]
-
আর নাই
যে দেরি
[প্রকৃতি-১৮২] [তথ্য]
[নমুনা: ৬০৫ ]
- আরো চাই যে , আরো চাই গো [পূজা-৩৮৪ ]
[তথ্য]
[নমুনা]
- আহা তোমার সঙ্গে প্রাণের খেলা [প্রেম-৮৮ ]
[তথ্য]
[নমুনা]
- উতল-ধারা বাদল ঝরে [প্রকৃতি-৬২]
[তথ্য]
[নমুনা:
২৩৭, ২৩৮, ২৩৯ ]
- এ অন্ধকার ডুবাও তোমার অতল অন্ধকারে [পূজা-৯৩]
[তথ্য]
[নমুনা]
- এ যে মোর আবরণ [পূজা-১৬২ ]
[তথ্য]
[নমুনা]
-
এ পথ গেছে
কোন্খানে গো কোন্খানে [পূজা-৩৮৯ ]
[তথ্য ]
[নমুনা]
-
এ মণিহার
আমায় নাহি সাজে [ পূজা-৪৮৯]
[তথ্য ]
[নমুনা:
৩২৬ ]
-
এই আবরণ ক্ষয় হবে গো ক্ষয় হ বে [পূজা-১৮৮]
[তথ্য]
[নমুনা]
-
এই আমি এক মনে সঁপিলাম
তাঁরে [নমুনা:
৪১৫ ]
-
এই
আসা-যাওয়ার খেয়ার কূলে আমার
বাড়ি [পূজা-৫৬২]
[তথ্য ]
[নমুনা:
৩৭১ ]
- এই একলা মোদের হাজার মানুষ [নাট্যগীতি-৯৩]
[তথ্য]
[নমুনা:
১৯৬, ১৯৭ ]
- এই কথাটা ধরে রাখিস [পূজা-১৯০]
[তথ্য]
[নমুনা]
-
এই কথাটাই ছিলেম ভুলে
[প্রকৃতি-২৭৬] [তথ্য]
[নমুনা:
৬১৫, ৬১৬ ]
-
এই
মৌমাছিদের ঘরছাড়া কে করেছে [প্রকৃতি-২৭৪] [তথ্য]
[নমুনা: ২২৮ ]
-
এই তীর্থ-দেবতার ধরণীর
মন্দির প্রাঙ্গনে [নমুনা:
৫৩৯ ]
-
এই ত তোমার
আলোক-ধেনু
[পূজা-৫২০] [তথ্য ]
[নমুনা:
৪০৩ ]
-
এই দুয়ারটি খোলা
[নমুনা: ২৯৫, ২৯৬,
২৯৭ ]
-
এই লভিনু
সঙ্গ তব
[পূজা-৫১৬]
[তথ্য ]
[নমুনা:
৪০১, ৪০২ ]
-
এই যে এরা আঙিনাতে
[নমুনা: ২৯৮, ২৯৯,
৩০০ ]
- এই-যে কালো মাটির বা সা [পূজা-২১০ ]
[তথ্য]
[নমুনা]
-
এই নিমেষে গণনাহীন
[নমুনা: ৫৩৫ ]
-
এই
শরত-আলোর
কমলবনে [প্রকৃতি-১৫১] [তথ্য]
[নমুনা: ৪৩৪ ]
-
এক হাতে ওর
কৃপাণ আছে
[পূজা-২১১]
[তথ্য]
[নমুনা]
- এখানে ত বাঁধা পথের
[নমুনা]
- এখনো ঘোর ভাঙে না তোর যে [পূজা-২৬৮]
[তথ্য]
[নমুনা]
- এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২]
[তথ্য]
[নমুনা]
- এতদিন যে বসেছিলেম [প্রকৃতি ২০৮]
[তথ্য]
[নমুনা: ৬১৭ ]
-
এতটুকু আঁধার যদি
[নমুনা: ৪৬৪ ]
- এদিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০ ]
[তথ্য]
[নমুনা]
-
এদের পানে তাকাই আমি
[নমুনা: ৪৮৯ ]
-
এবার ভাসিয়ে
দিতে হবে [প্রকৃতি-২৫৩]
[তথ্য]
- এবার আমায় ডাকলে দূরে। [পূজা-৪৭]
[তথ্য]
[নমুনা]
- এবার তো
যৌবনের কাছে
[প্রকৃতি-২৭৭] [তথ্য]
[নমুনা:
৬১৬, ৬১৭ ]
-
এবার
তোরা আমার যাবার বেলাতে
[নমুনা: ৩১১ ]
- এমনি করে ঘুরিব দূরে বাহির [পূজা-৩৬০]
[তথ্য]
[নমুনা]
- এরে ভিখারি সাজায়ে কী রঙ্গ তুমি করিল [পূজা-৭৪]
[তথ্য]
[নমুনা]
- ঐ অমল হাতে রজনী প্রাতে [পূজা-৩১১ ]
[তথ্য]
[নমুনা]
- ঐ যে সন্ধ্যা খুলিয়া ফেলিল
[নমুনা:
৪৮৬, ৪৮৭ ]
-
ও অকূলের
কূল,
ও অগতির গতি। [ পূজা-৭০
]
[তথ ্য]
[নমুনা:
২৩০ ]
- ও আমার মন জাগলি না রে [নমুনা: ৪৪৯ ]
- ও নিঠুর, আরো কি বাণ
[তথ্য]
[নমুনা]
- ওগো আমার প্রাণের ঠাকুর
[তথ্য]
[নমুনা]
- ওগো আমার হৃদয়বাসী [নমুনা: ৪৯৮ ]
- ওগো পথিক, দিনের শেষে
[নমুনা:
২৯৩, ২৯৪ ]
-
ওগো নদী,
আপন বেগে পাগল-পারা [বিচিত্র-৮০] [তথ্য]
[নমুনা:
৫৭৩, ৫৭৪ ]
-
ওগো শেফালিবনের মনের কামনা [প্রকৃতি-১৫০]
[তথ্য]
[নমুনা:
২৭৬, ২৭৭ ]
- ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০]
[তথ্য]
[নমুনা]
- ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু। [পূজা-৫৩ ]
[তথ্য]
[নমুনা]
-
ওরে ওরে
ওরে,
আমার মন মেতেছ [বিচিত্র-৪৭] [তথ্য]
[নমুনা: ২১৯, ২২০ ]
-
ওরে ভাই,
ফাগুন লেগেছে বনে ব নে
[প্রকৃতি-২০৭] [তথ্য]
[নমুনা:
৫৭৫, ৫৭৬ ]
- ওরে ভীরু, তোমার হাতে নাই ভুবনের ভার [পূজা-২৪১]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
দ্বিতীয়াংশ]
- ওরে নবীন, ওরে আমার কাঁচা [নমুনা: ৬৪৩,
৬৪৪, ৬৪৫, ৬৪৬ ]
-
ওগো দখিন
হাওয়া [প্রকৃতি-২০৪] [তথ্য]
[নমুনা: ৫৭১, ৫৭২ ]
[নমুনা]
-
ওর ভাব দেখে
যে পায় হাসি [বিচিত্র ১২৫] [তথ্য ]
[নমুনা: ৬০৪ ]
-
কতদিন
যে তুমি আমায় [নমুনা:
৩৫০ ]
-
কঠিন লোহা
কঠিন ঘুমে [বিচিত্র-১২৯] [তথ্য]
[নমুনা: ১৮৯ ]
-
কাঁচা ধানের ক্ষেতে যেমন
[নমুনা: ৪৬৫ ]
- কার হাতে এই মালা তোমার পাঠালে। [পূজা-৪৩]
[তথ্য]
[নমুনা]
-
কাণ্ডারী গো, যদি এবার
[নমুনা: ৪৯২ ]
-
কে গো
অন্তরতর সে
[পূজা-৫২৫]
[তথ্য ]
[নমুনা:
৩১২ ]
-
কে নিবিগো কিনে আমায়
[নমুনা: ৩২২, ৩২৩ ]
-
কেগো তুমি বিদেশী
[নমুনা: ২৯০, ২৯১, ২৯২ ]
-
কেবল থাকিস সরে' সরে'
[নমুনা: ৩৪০ ]
-
কেমনে করে' তড়িৎ আলোয়
[নমুনা: ৫৩৩, ৫৩৪ ]
- কেন চোখের জলে ভিজিয়ে দিলেম না। [পূজা-৫১ ]
[তথ্য ]
[নমুনা]
- কেন তোমরা আমায় ডাক [পূজা-১৮ ]
[তথ্য]
[নমুনা]
- কূল থেকে মোর গানের তরী দিলেম খুলে [পূজা-১৬]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- কোথা বাইরে দূরে যায় রে উড়ে [প্রেম-৩২৭ ]
[তথ্য]
[নমুনা]
- কোন বারতা পাঠালে মোর প্রাণে [নমুনা: ৪৫৭ ]
- কোলাহল তো বারণ হল [পূজা-৩৬১]
[তথ্য]
[নমুনা]
- ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু [পূজা-১৫৭]
[তথ্য]
[নমুনা]
-
খুসি হ তুই আপন মনে
[নমুনা: ৪৭৫ ]
- খোলো খোলো দ্বার [প্রেম-১১৪ ]
[তথ্য ]
[নমুনা]
-
গতি আমার এসে
[নমুনা: ৫২৯ ]
- গাব তোমার সুরে [পূজা-৯৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
গান গেয়ে কে জানায়
[নমুনা: ৪০৫ ]
-
ঘরের থেকে এনেছিলেম
[নমুনা: ৫০৩ ]
-
ঘরেতে ভ্রমর এলো
গুন্গুনিয়ে।
[গীতবিতান প্রেম -৩২৬]
[তাসের
দেশ]
[তথ্য ]
[নমুনা:
১৯৫ ]
-
ঘুম কেন নেই তোরি চোখে
[পূজা-২১৩]
[তথ্য]
[নমুনা]
- চরণ ধরিতে দিয়ো গো আমার [পূজা-১০৪]
[তথ্য]
[নমুনা]
- চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬]
[তথ্য]
-
চোখে দেখিস প্রাণে কানা
[নমুনা: ৪৭৯ ]
-
চোখের
আ
লোয়
দেখেছিলেম চোখের বাহি রে
[পূজা-২৫৩ ]
[তথ্য
]
[নমুনা:
৬২৯ ]
-
ছাড়্ গো
তোরা ছাড়্ গো
[প্রকৃতি-১৮০] [তথ্য]
[নমুনা:
৫৮৯ ]
-
ছাড় গো আমায় ছাড় গো
[নমুনা: ৫৯০ ]
-
জানি গো ,
দিন যাবে এ দিন যাবে
[পূজা-৫৯৪] [তথ্য]
[নমুনা:
৩৩২, ৩৩৩ ]
- জানি নাই গো সাধন তোমার বলে কা রে [পূজা-২৯১ ]
[তথ্য]
[নমুনা]
- জীবন আমার চলচে যেমন
[নমুনা: ৩৭২ ]
-
জীবন আমার যে অমৃত
[নমুনা: ৫২৫ ]
- জীবন যখন ছিল ফুলের মতো [পূজা ২৫৮ ]
[তথ্য]
[নমুনা]
- জীবন-স্রোতে ঢেউয়ের পরে [নমুনা: ৩৪৯ ]
-
ঝড়ে যায় উড়ে যায় গো [প্রেম-৩২৩] [তথ্য]
[নমুনা:
৩০৯ ]
-
তব রবিকর আসে কর বাড়াইয়া
[নমুনা: ৩২০ ]
- তার অন্ত নাই গো যে আনন্দে গড়া [পূজা-৩১২ ]
[তথ্য]
[নমুনা]
- তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭]
[তথ্য]
[নমুনা]
-
তুমি আমার আঙিনাতে
[নমুনা: ৩৯৯ ]
-
তুমি আড়াল পেলে কেমনে
[নমুনা: ৪১৯ ]
-
তুমি একটু
কেবল বসতে দিয়ো কাছে [প্রেম-৯৫ ] [তথ্য ]
[নমুনা:
৩১০ ]
-
তুমি কি
কেবলই ছবি [বিচিত্র-৭৬] [তথ্য]
[নমুনা:
৬৫৯, ৬৬০, ৬৬১, ৬৬২, ৬৬৩, ৬৬৪ ]
- তুমি জানো ওগো অন্তর্যামী [পূজা-২৪৪]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে এসেছ মোর ভবনে [পূজা-৭৬]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে চেয়ে আছ আকাশ ভ'রে [পূজা-৭৭]
[তথ্য]
[নমুনা]
- তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬]
[তথ্য]
[নমুনা]
- তুমি ডাক দিয়েছ কোন্ সকালে [পূজা-১৬১]
[তথ্য]
[নমুনা:
১৪৭, ১৫১ ]
-
তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪]
[তথ্য]
[নমুনা]
- তোমায় আমায় মিলন হবে ব'লে [পূজা-৩৪]
[তথ্য]
[নমুনা]
- তোমায় ছেড়ে দূরে চলার
[নমুনা: ৫৩১ ]
-
তোমায় নতুন
করে পাব ব'লে। [পূজা-৪৫ ]
[তথ্য]
[নমুনা:
৬৩৪, ৬৩৫ ]
-
তোমায় সৃষ্টি করব আমি
[নমুনা: ৫০৬ ]
- তোমার আনন্দ ওই এল দ্বারে [পূজা-৩১৩ ,আনুষ্ঠানিক ২১ ]
[তথ্য]
[নমুনা]
- তোমার এই মাধুরী ছাপিয়ে আকাশ ঝরবে। [পূজা-৭৩ ]
[তথ্য]
[নমুনা]
-
তোমার কাছে এ বর মাগি
[গীতালি-৬৯] [পূজা-১৭]। [তথ্য]
[নমুনা]
-
তোমার কাছে চাইনে আমি
[নমুনা: ৫২০ ]
- তোমার কাছে শান্তি চাব না [পূজা-২১৯ ]
[তথ্য]
[নমুনা]
- তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে [পূজা-৫৫৩]
[তথ্য]
[নমুনা: ৪৪৫ ]
- তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি [পূজা-১৩২]
[তথ্য]
[নমুনা]
- তোমার ভুবন মর্ম্মে আমার লাগে [নমুনা: ৪৯৪ ]
- তোমার মাঝে আমারে পথ [নমুনা: ৩৯৫]
- তোমার মোহন রূপে [প্রকৃতি-১৫২]
[তথ্য]
[নমুনা:
৪৩৫ ]
-
তোমার দুয়ার খোলার ধ্বনি
ওই গো বাজে [ পূজা-২৪৫ ]
[তথ্য ]
[নমুনা:
৪৮২ ]
- তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫ ]
[তথ্য]
[নমুনা]
- দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে [পূজা-১৯]
[তথ্য]
[নমুনা]
- দূরে কোথায় দূরে দূরে [পূজা-৪৪০]
[তথ্য]
- দুঃখ এ নয়, সুখ নহে গো [পূজা ও প্রার্থনা-৭৩ ]
[তথ্য]
[নমুনা: ৪৮৮ ]
- দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে [পূজা-২০৪ ]
[তথ্য ]
[নমুনা]
- দুঃখের বরষায় চক্ষের জ্বল যেই নামল। [পূজা-৪৮]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
ধীরে বন্ধু, ধীরে ধীরে। [পূজা-৪৬ ]
[তথ্য ]
[নমুনা:
৬১২, ৬১৩ ]
-
নয় এ মধুর খেলা
[পূজা-২৩৫ ]
[তথ্য ]
[নমুনা:
৩৩৪ ]
-
না গো,
এই যে ধুলা [বিচিত্র-৪২] [তথ্য]
[নমুনা: ৪৬৯ ]
-
না বাঁচাবে আমায় যদি
মারবে কেন তবে [পূজা-২০৬ ]
[ তথ্য
][নমুনা]
- না রে তোদের ফিরতে দেব না রে [নমুনা: ৪৬১, ৪৬২ ]
- না রে নারে ,হবে না তোর স্বর্গসাধন [পূজা-৫৮১]
[তথ্য]
[নমুনা: ৪৬৭ ]
- নাই কি রে তীর, নাই কি রে তোর তরী [নমুনা: ৪৫২]
- নাই বা ডাকো রইব তোমার দ্বারে [পূজা-১৪২] [তথ্য]
[নমুনা]
- নামহারা এই নদীর পারে [নমুনা: ২৮৮, ২৮৯]
- নিত্য তোমার যে ফুল ফোটে ফুলবনে [পূজা-৩৫৯]
[তথ্য]
[নমুনা]
- পথ চেয়ে যে কেটে গেল কত দিনে রাত [পূজা-১৫৯ ]
[তথ্য ]
[নমুনা]
- পথ দিয়ে কে যায় গো চলে [পূজা-৫৬১]
[তথ্য ]
[নমুনা:
৪৪২ ]
-
পথে পথেই বাসা বাঁধি
[নমুনা: ৫২৩ ]
-
পথের সাথী নমি বারম্বার
[নমুনা: ৫২৭ ]
-
পান্থ তুমি,
পান্থজনের সখা হে
[পূজা-৫৬৪] [তথ্য]
[নমুনা: ৫২৪ ]
- পুষ্প ফুটে কোন্ কুঞ্জবনে [প্রকৃতি-২৭৩]
[তথ্য]
[নমুনা]
-
পুষ্প দিয়ে মারো যারে
[পূজা-৫৯২] [তথ্য]
[নমুনা:
৪৯৯ ]
-
পেয়েছি ছুটি, বিদায় দেহো ভাই [পূজা-৫৯৮] [তথ্য]
[নমুনা: ৩১৭]
প্রভু, তোমার বীণা যেমনি বাজে। [পূজা-৩৫]
[তথ্য]
[নমুনা:
৩৪৬,
৩৪৭]
- প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে [পূজা-১০৯ ]
[তথ্য]
[নমুনা]
- প্রাণে খুশির তুফান উঠেছে [পূজা-৩১৪ ]
[তথ্য]
[নমুনা]
- প্রেমের প্রাণে সইবে কেমন করে [নমুনা:
৪৮৩ ]
-
প্রাণে গান নাই,মিছে তাই ফিরিনু যে [পূজা-২৩৮]
[তথ্য]
[নমুনা]
-
ফুল তো আমার ফুরিয়ে গেচে
[নমুনা:
৪৯৩ ]
- বল তো এইবারের মতো [পূজা-৪৪]
[তথ্য]
[নমুনা]
-
বসন্তে আজ
ধরার চিত্ত [প্রকৃতি-২৫৪] [তথ্য]
[নমুনা:
৩৫১ ]
- বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে [প্রকৃতি-২০৩
তথ্য]
[নমুনা]
-
বসন্তে ফুল গাঁথল
[প্রকৃতি-২০৯] [তথ্য]
[নমুনা: ৬২৫ ]
- বাজাও আমারে বাজাও [পূজা-৯৯ ]
[তথ্য]
[নমুনা]
- বাজিয়েছিলে বীণা তোমার[নমুনা: ৫১৪ ]
- বাধা দিলে বাধবে লড়াই,মরতে হবে [পূজা-২৫৯ ]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- বিদায় নিয়ে গিয়েছিলেম [প্রকৃতি-২৭৫]
[তথ্য]
[নমুনা:
৬১৪, ৬১৫ ]
- বিরহ মধুর হল আজি [প্রেম-২৬২]
তথ্য]
[নমুনা]
- বিশ্বজোড়া ফাঁদ পেতেছে, কেমনে দিই ফাঁকি [পূজা-১৮৭]
[তথ্য]
[নমুনা]
- বুঝি এল, বুঝি এল [প্রেম ও প্রকৃতি ৬১]
[তথ্য]
[নমুনা:
২০৭ ]
- বেসুর বাজে রে [পূজা-১৫৪]
[তথ্য]
[নমুনা]
- বৃন্ত হ'তে ছিন্ন করি শুভ্র কমলগুলি [নমুনা:
৫১৩ ]
-
ব্যথার বেশে এল আমার দ্বারে
[নমুনা:
৫১১ ]
- ভয়েরে মোর আঘাত করো ভীষণ, হে ভীষণ [পূজা-২২১]
[তথ্য]
[নমুনা]
- ভাগ্যে আমি পথ হারালেম [নমুনা:
২৮০, ২৮১, ২৮২ ]
-
ভালো মানুষ
নই রে মোরা [বিচিত্র-১১৪] [তথ্য]
[নমুনা:
৬০১, ৬০২ ]
- ভেঙেছ দুয়ার, এসেছ জ্যোতির্ময় [পূজা-৩৭৩]
[তথ্য]
[নমুনা]
-
ভেলার মত বুকে টানি
[নমুনা:
৩৩০ ]
-
ভোর হল
বিভাবরী,
পথ হল অবসান
[পূজা-২৭০] [তথ্য]
[নমুনা]
- ভোরের বেলায় কখন এসে [পূজা-২৬৭]
[তথ্য]
[নমুনা]
-
মনকে হোথায় বসিয়ে রাখিসনে
[নমুনা:
৪৬৩ ]
-
মম চিত্তে
নিতি নৃত্যে [বিচিত্র-৬] [তথ্য]
[নমুনা]
-
মালা হতে খসে-পড়া ফুলের একটি দল[পূজা-৪১]
[তথ্য]
[নমুনা]
- মুদিত আলোর কমল
[নমুনা:
৫৩৭, ৫৩৮ ]
-
মিথ্যা আমি কি সন্ধানে
[নমুনা:
৩৫৮ ]
-
মেঘ বলেছে যাব' যাব',
রাত বলেছে যাই [পূজা-৫৯৩]
[তথ্য ]
[নমুনা:
৪৯১ ]
-
মোদের কিছু নাই রে [বিচিত্র ১২১]
[তথ্য]
[নমুনা]
-
মোদের যেমন
খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭] [তথ্য]
[নমুনা:
৫৭৯, ৫৮০, ৫৮১ ]
-
মোর প্রভাতের এই প্রথম খনের কুসুমখানি । [পূজা-৪০ ]
[তথ্য]
[নমুনা:
৩৯৪ ]
- মোর মরণে তোমার হবে জয় [পূজা-২০৭ ]
[তথ্য]
[নমুনা]
-
মোর সন্ধ্যায় তুমি
সুন্দরবেশে এসেছ [পূজা-৫১৯]
[তথ্য ]
[নমুনা:]
- মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। [পূজা-৩৯]
[তথ্য]
[নমুনা]
-
মোরা
চলব না [নাট্যগীতি-৯৫] [তথ্য]
[নমুনা:
৬০৯, ৬১০ ]
- যখন তুমি বাঁধছিলে তার সে যে বিষম ব্যথা [পূজা-২০৯]
[তথ্য]
[নমুনা]
- যখন তোমায় আঘাত করি তখন চিনি। [পূজা-২০৩ ]
[তথ্য]
[নমুনা: ৫৩২ ]
- যদি আমায় তুমি বাঁচাও [পূজা-৮০]
[তথ্য]
[নমুনা]
- যদি জানতেম আমার কিসের ব্যথা [প্রেম- ৪৬]
[তথ্য ]
[নমুনা:৩৫৩ ]
-
যদি প্রেম দিলে না প্রাণে
[পূজা-৫২১]
[ তথ্য]
[নমুনা:
৩৩৫ ]
- যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭]
[তথ্য]
[নমুনা]
-
যা দেবে তা দেবে তুমি আপন হাতে
[নমুনা:
৫২২ ]
-
যা হবার তা হবে। [পূজা-৮৩ ]
[তথ্য ]
[নমুনা:
২০১ ]
-
যাসনে কোথাও ধেয়ে
[নমুনা:
৫৩৬ ]
-
যিনি সকল কাজের কাজী।[পূজা-৮১ ]
[ তথ্য]
[নমুনা:
২৪৯ ]
- যে থাকে থাক-না দ্বারে [পূজা-৩৫৭]
[তথ্য]
[নমুনা]
-
যে দিন ফুটল কমল কিছুই
জানি নাই [ পূজা-১৩৭ ]
[তথ্য ]
[নমুনা:
৩০৬ ]
-
যে দিল ঝাঁপ ভবসাগর-মাঝখানে
[নমুনা:
৫১৭ ]
- যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে [পূজা-২২০]
[তথ্য]
[নমুনা]
-
যেখানে রূপের প্রভা [নাট্যগীতি-৯২] [তথ্য]
[নমুনা]
- যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি [পূজা-২০৫ ]
[ তথ্য]
[নমুনা]
- যেতে যেতে চায় না যেতে [পূজা-১৫৩ ]
[তথ্য]
[নমুনা]
-
রাজপুরীতে
বাজায় বাঁশি বেলাশেষের তান
[ পূজা-২০]
[তথ্য ]
[নমুনা:
৩৫৭ ]
-
রাত্রি এসে
যেথায় মেশে দিনের পারাবারে। [পূজা-৬৩ ]
[তথ্য ]
[নমুনা: ২৭৩, ২৭৪ ]
- লক্ষ্মী যখন আসবে তখন [পূজা-১৫২]
[তথ্য]
[নমুনা]
- লুকিয়ে আস আঁধার রাতে [পূজা-৯০]
[তথ্য]
[নমুনা]
-
শরৎ, তোমার
অরুণ আলোর অঞ্জলি [প্রকৃতি-১৫৩] [তথ্য]
- শুধু তোমার বাণী নয় গো, হে বন্ধু, হে প্রিয় [পূজা-৩৭]
[তথ্য]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
- শেষ নাহি যে, শেষ কথা কে বলবে[পূজা-৬০৬]
[তথ্য]
[নমুনা: ৪৬০]
- শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে [পূজা-৯৮]
[তথ্য]
[নমুনা]
- সকল জনম ভ'রে ও মোর দরদিয়া [পূজা-১৬৩ ]
[তথ্য]
[নমুনা:
২৩৪, ২৩৫ ]
-
সকল দাবী ছাড়বি যখন
[নমুনা:
৩৫৬ ]
- সকাল-সাঁজে ধায় যে ওরা নানা কাজে [পূজা-১৪৩]
[তথ্য]
[নমুনা]
-
সন্ধ্যা হল
একলা আছি বলে
[নমুনা:
৫০৪ ]
- সন্ধ্যা হল গো- ও মা, সন্ধ্যা হল [পূজা-১৬০]
[তথ্য]
[নমুনা]
-
সন্ধ্যাতারা যে ফুল দিল
[নমুনা:
৫১৮ ]
- সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮]
[তথ্য]
[নমুনা: ১৯২, ১৯৩]
-
সবাই যারে সব দিতেছে
[পূজা-৪৮১]
[তথ্য]
[নমুনা:
৬২৩, ৬২৪ ]
- সভায় তোমার থাকি সবার শাসন [পূজা-৮৮]
[তথ্য]
[নমুনা]
- সরিয়ে দিয়ে আমার ঘুমের [নমুনা:৫০৯, ৫১০ ]
- সহজ হবি, সহজ হবি, ওরে মন সহজ হবি [পূজা-১৮৯ ]
[তথ্য]
[নমুনা]
- সারা জীবন দিল আলো
সূর্য গ্রহ চাঁদ [পূজা-৩৫৫ ]
[তথ্য ]
[নমুনা]
- সেদিনে আপদ আমার যাবে কেটে। [পূজা-৪৯]
[তথ্য]
[নমুনা]
- সে ই তো আমি চাই [পূজা-১৯১ ]
[তথ্য] [নমুনা:
৪৫৯ ]
- সুখে আমায় রাখবে কেন [পূজা-২১৬ ]
[তথ্য]
[নমুনা]
-
সুখের মাঝে
তোমায় দেখেছি
[পূজা ও প্রার্থনা-৭৪] [তথ্য]
[নমুনা:
৫২৬ ]
-
সুন্দর বটে তব অঙ্গদখানি
[পূজা-৫১৭]
[তথ্য ]
[নমুনা:
৩২১ ]
-
স্থির নয়নে তাকিয়ে আছি
[নমুনা:
২৭৮, ২৭৯ ]
-
হবে জয়,
হবে জয়,
হবে জয় রে
[পূজা-৩৭৪ ]
[তথ্য ]
[নমুনা:
৬৩১ ]
-
হাওয়া লাগে গানের পা লে
[পূজা-৫৬০] [তথ্য ]
[নমুনা:
৩৭৩ ]
-
হারে রে রে
রে রে [বিচিত্র-৪৮] [তথ্য]
[নমুনা: ২১০ ]
- হে অন্তরের ধন [পূজা-১৩১]
[তথ্য]
[নমুনা]
- হিসাব আমার মিলবে না [নমুনা: ৪৯০ ]
- হৃদয় আমার প্রকাশ হল অনন্ত আকাশ [পূজা-২০৮ ]
[তথ্য]
[নমুনা]