বিষয়: রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা : 
শিরোনাম: 
যা ছিল কালো-ধলো
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: প্রেম: ৮৭ 
যা ছিল কালো-ধলো    তোমার     
রঙে রঙে রাঙা হল।
যেমন    রাঙাবরন তোমার চরণ    
তার সনে আর ভেদ না র'ল॥
রাঙা হল বসন-ভূষণ,    রাঙা 
হল শয়ন-স্বপন-
মন    হল কেমন দেখ্ রে, 
যেমন    রাঙা কমল টলোমলো॥
	
	- 
	পাণ্ডুলিপির পাঠ:
- 	পাঠভেদ: 
	
- তথ্যানুসন্ধান:
		- 
		ক. রচনাকাল ও স্থান: 
১৩১৭ বঙ্গাব্দের কার্তিক মাসে রবীন্দ্রনাথ তাঁর 'রাজা' নাটক শেষ করেন। এই নাটকের 
জন্য তিনি এই গানটি রচনা করেছিলেন। এ সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৯ বৎসর ৬ মাস।
- 
		
		খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
 
পৃষ্ঠা ৬৭]  
				
	  [নমুনা]- অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।  
					প্রেম (প্রেম বৈচিত্র্য-৬০)
					 
					পর্যায়ের ৮৭ 
					সংখ্যক গান।
- রাজা
					
						- বিশ্বভারতী, পৌষ 
	১৩১৭ বঙ্গাব্দ, বাউলের গান।
- 
						বাউলের গান, রবীন্দ্ররচনাবলী দশম খণ্ড, 
বিশ্বভারতী, বৈশাখ ১৩৯৩।
 
- 
					গীতিচর্চা [পৌষ ১৩৩২ বঙ্গাব্দ]
- গান [১৯১৪ খ্রিষ্টাব্দ]
- অরূপরতন [১৩২৬ বঙ্গাব্দ, দ্বিতীয় সংস্করণ ১৩৪২ বঙ্গাব্দ]
- 
					
					স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩) ২০ সংখ্যক গান। পৃষ্ঠা : 
৬৫-৬৬।
রেকর্ডসূত্র: নাই।
	
	প্রকাশের 
	কালানুক্রম:
 
		
		গ.সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
	
		- স্বরলিপি: 
-  
		
		স্বরলিপিকার:
		
		অনাদিকুমার দস্তিদার
		
[পাণ্ডুলিপি 
		থেকে সংগৃহীত]। 
 [অনাদিকুমার 
		দস্তিদার-কৃত স্বরলিপির তালিকা]
-    
		সুর ও তাল: 
	
		- 
		
স্বরবিতান দ্বাচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডে (চৈত্র ১৪১৩) 
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই।
 উক্ত স্বরলিপিটি ৩।৩ 
মাত্রা ছন্দে 'দাদরা' 
 তালে 
নিবদ্ধ।
 [দাদরা 
				তালে নিবদ্ধ গানের তালিকা]
- রাগ : মিশ্র  শাওনী (বেহাগ)।   [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান 
।সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮০]
- রাগ : 
	বাউল।  
	তাল: 
	
	
	দাদরা। [রবীন্দ্রসংগীত: 
	রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা ৭৫।
- রাগ : 
	বাউল। 
	তাল: 
	
	
	দাদরা। [রাগরাগিণীর এলাকায় 
	রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, 
	জুলাই ২০০১], পৃষ্ঠা ১৩০।
 
- বিষয়াঙ্গ: 
			
- সুরাঙ্গ: 
		
বাউলাঙ্গ।
- গ্রহস্বর:
		গা।
- লয়: