রবীন্দ্রনাথের বাউলাঙ্গ গানের তালিকা
বাউলাঙ্গের
গানের প্রকৃতি
বাউল নামক লোকসঙ্গীতের
সুরের ঢং পাওয়া যায়, সাধারণভাবে সে সকল গানকেই বাউলাঙ্গের গান বলা হয়। কিন্রু ভাবের
বিচারে বাউল দর্শন পাওয়া যায় এমন গানকেও বাউল ভাবানুষঙ্গের গান বলা যেতে পারে। এই
বিচারে রবীন্দ্রনাথের বাউলাঙ্গের গানকে তিনটি ভাগে ভাগ করা যায়। যেমন-
-
সুর
ও ভাবাদর্শের বিচারে বাউলাঙ্গ: এই জাতীয় গানে বাউল দর্শন এবং সুরশৈলী বাউল
গানের অনুরূপ। যেমন-
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার [পূজা-৫৮] [[তথ্য]
-
সুরাঙ্গের বিচারে বাউলাঙ্গের গান: ভাবাদর্শের বিচারে বাউল দর্শন পাওয়া যায়
না বটে. কিন্তু সুর-শৈলীর বিচারে বাউল গানের মতো। যেমন-
মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের
ছেলে [স্বদেশ-২৯] [তথ্য]
-
বাউল ভাবানুষঙ্গের গান:
আপনারে
দিয়ে রচিলি রে কি এ [পূজা-১৮৪]
[তথ্য]
যেহেতু বাউল সুরের উৎপত্তি
ঘটেছিল ভাটিয়ালি ও কীর্তনের সুরের সংমিশ্রণ। তাই বাউলাঙ্গের বহু সুরের ভিতরে কীরতন
বা ভাটিয়ালি সুরের ছোঁওয়া পাওয়া যায়। অনেক বাউল গানেই কীর্তনের সুরশৈলী স্পষ্টই ধরা
পড়ে।
বাউল সুরাঙ্গের সুরের উৎসের বিচারে রবীন্দ্রনাথের গানকে প্রধান দুটি ভাগে করা হয়ে
থাকে।
১.
অন্য গানের সুরাবলম্বনে
রচিত গান: রবীন্দ্রনাথ এই জাতীয় গানের সুর
গ্রহণ করেছিলেন, পূর্বর্তী কোনো বাউল গানের সুর থেকে। এই জাতীয় গান-
- আকাশ জুড়ে শুনিনু ওই বাজে [পূজা-৩৫০]
তথ্য]
- আকাশভরা সূর্য-তারা [প্রকৃতি-৮]
[তথ্য]
- আকাশ হতে আকাশ-পথে [বিচিত্র-৩৬]
[তথ্য]
- আকাশ হতে খসল তারা [প্রকৃতি-১৫৬]
[তথ্য]
- আকাশে দুই হাতে প্রেম বিলায় ও কে [পূজা-৩৫৮]
তথ্য]
- আগুনে হল আগুনময় [পূজা-৬১০]
[তথ্য]
- আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায় [প্রকৃতি-১৪৩]
[তথ্য]
- আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি [স্বদেশ-২১]
[তথ্য
- আজি শরততপনে প্রভাতস্বপনে [প্রকৃতি-১৪১]
[তথ্য]
- আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া [পূজা-৩৫৬]
তথ্য]
- আপনাকে এই জানা আমার ফুরাবে না [পূজা-৭৫]
তথ্য]
- আপনি আমার কোন্খানে পূজা-৫৮২
তথ্য]
- আমরা চাষ করি আনন্দে [বিচিত্র-১৩০]
[তথ্য]
- আমরা তারেই জানি তারেই জানি [পূজা-৮২]
তথ্য]
- আমরা বসব তোমার সনে [নাট্যগীতি-৮৫]
[তথ্য]
- আমাদের খেপিয়ে বেড়ায় যে [পূজা-৫৭৫]
তথ্য
- আমাদের পাকবে না চুল গো বিচিত্র-১১৬]
[তথ্য
- আমাদের ভয় কাহারে [বিচিত্র-১১৫]
[তথ্য]
- আমায় দাও গো ব'লে [পূজা-১৯৭]
[তথ্য]
- আমায় বাঁধবে যদি কাজের ডোরে [পূজা-৫২]
তথ্য]
- আমায় ভুলতে দিতে নাইকো তোমার ভয় [পূজা-২৯২]
তথ্য]
- আমার কণ্ঠ তারে ডাকে [পূজা-১৫৫]
[তথ্য]
- আমার কণ্ঠ হতে গান কে নিল ভুলায়ে [প্রেম-১৩]
[তথ্য]
- আমার নয়ন-ভুলানো এলে [প্রকৃতি-১৪৬]
[তথ্য]
- আমার নাইবা হলো পারে যাওয়া [বিচিত্র-১২]
[তথ্য]
- আমারপথে পথে পাথর ছড়ানো [পূজা-৫৭০]
[তথ্য]
- আমার প্রাণের মানুষ আছে প্রাণে [পূজা-৫৪৯]
তথ্য]
- আমার বেলা যে যায়[পূজা-১২]
তথ্য]
- আমার মন বলে, চাই, চাই গো [প্রেম-৩৪৩, তাসের দেশ]
[তথ্য]
- আমার মন যখন জাগলি না রে [পূজা-৫৫০]
[তথ্য]
- আমার শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম গান [পূজা-৩১]
[তথ্য]
- আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি [স্বদেশ-১]
[তথ্য]
- আমারে কে নিবি ভাই [পূজা-৫৫৮
[তথ্য]
- আমারে ডাক দিল কে [বিচিত্র-১৯]
[তথ্য]
- আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় [পূজা-৫৫৫]
[তথ্য]
- আমি কান পেতে রই [পূজা-৫৪৬]
তথ্য]]
- আমি তারেই খুঁজে বেড়াই [পূজা-৫৪৭]
তথ্য]
- আমি তারেই জানি তারেই জানি [পূজা-৫৫১]
তথ্য]
- আমি ফিরব না রে [বিচিত্র-৩৩]
[তথ্য]
- আমি ভয় করব না ভয় করব না [স্বদেশ-৭]
তথ্য]
- আমিমারের সাগর পাড়ি দেব [পূজা-১৯৯]
তথ্য]
- আমি যখন ছিলেম অন্ধ [পূজা-৫৫৪]
[তথ্য]
- আমি যাব না গো অমনি চলে [প্রেম-১১৩]
[তথ্য]
- আরো আরো, প্রভু, আরো আরো [পূজা-২২৮]
তথ্য]
- এ দিন আজি কোন্ ঘরে গো খুলে দিল দ্বার [পূজা-৩১০]
তথ্য]
- এ পথ গেছে কোন্খানে গো কোন্খানে [পূজা-৩৮৯]
তথ্য]
- এ বেলা ডাক পড়েছে কোন্খানে [প্রকৃতি-২২৮]
[তথ্য]
- এই একলা মোদের হাজার মানুষ [নাট্যগীতি-৯৩]
[তথ্য]
- এই কথাটা ধরে রাখিস [পূজা-১৯০]
তথ্য
- এই তো ভালো লেগেছিল [বিচিত্র-১৫]
[তথ্য]
- এই-যে তোমার প্রেম, ওগো হৃদয়হরণ [পূজা-৫২৬]
তথ্য]
- এক হাতে ওর কৃপাণ আছে [পূজা-২১১]
তথ্য]
- এত আলো জ্বালিয়েছ এই গগনে [পূজা-৪২]
[তথ্য]
- এবার চলিনু তবে [নাট্যগীতি-৫৯]
[তথ্য]
- এবার দুঃখ আমার অসীম পাথার [পূজা-১৯৫]
[তথ্য]
- এলেম নতুন দেশে [প্রেম-৩২২][তাসের দেশ]
[তথ্য]
- ও আমার চাঁদের আলো [প্রকৃতি-২২২]
[তথ্য]
- ও আমার দেশের মাটি, তোমার 'পরে ঠেকাই মাথা [স্বদেশ-২]
তথ্য]
- ও জলের রানী [প্রেম ও প্রকৃতি ৮২]
[তথ্য]
- ও তো আর ফিরবে না [নাট্যগীতি-১০১]
[তথ্য]
- ও দেখা দিয়ে যে চলে গেল [প্রেম-২৯৫]
[তথ্য]
- ও নিঠুর, আরো কি বাণ তোমার তূণে আছে [পূজা-২১৭]
তথ্য
- ও ভাই কানাই, কারে জানাই [বিচিত্র-১১৮]
[তথ্য]
- ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব [পূজা-৪৯১]
তথ্য]
- ওই-যে ঝড়ের মেঘের কোলে [প্রকৃতি-৬৩]
[তথ্য]
- ওদের কথায় ধাঁদা লাগে [পূজা-২৯০]
তথ্য]
- ওদের সাথে মেলাও যারা চরায় তোমার ধেনু। [পূজা-৫৩]
তথ্য]
- ওর ভাব দেখে যে পায় হাসি [বিচিত্র ১২৫]
[তথ্য]
- ওর মানের এ বাঁধ টুটবে না [নাট্যগীতি-৮৯]
[তথ্য]
- ওরে, আগুন আমার ভাই [পূজা-৬১১]
তথ্য]
- ওরে আয় রে তবে, মাত্ রে সবে [প্রকৃতি-২১০]
[তথ্য]
- ওরে গৃহবাসী খোল্, দ্বার খোল [প্রকৃতি-১৯৭]
[তথ্য]
- ওরে ঝড় নেমে আয় [প্রকৃতি-৫৯]
[তথ্য]
- ওরে, তোরা নেই বা কথা বললি [স্বদেশ-২৭]
তথ্য]
- ওরে পথিক, ওরে প্রেমিক [পূজা-৫৭৮]
[তথ্য]
- ওরে শিকল,তোমায় কোলে ক’রে [বিচিত্র-৬৩]
[তথ্য]
- কঠিন লোহা কঠিন ঘুমে [বিচিত্র-১২৯]
[তথ্য]
- কণ্ঠে নিলেম গান,আমার শেষ পারানির কড়ি। [পূজা-৩১]
তথ্য]
- কান্নাহাসির-দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা[পূজা-১]
[তথ্য]
- কেন রে এই দুয়ারটুকু পার হতে সংশয় [পূজা-৬০৮]
তথ্য]
- কোন্ আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে [পূজা-৫৫৭]
তথ্য]
- কোন্ খেলা যে খেলব কখন্ [পূজা-৫৮৯]
তথ্য]
- কোন্ ভীরুকে ভয় দেখাবি [পূজা ও প্রার্থনা-৮০]
[তথ্য]
- খ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে [স্বদেশ-৪৫]
[তথ্য]
- গান আমার যায় ভেসে যায় [প্রেম-১৬]
[তথ্য]
- গানের ঝরনাতলায় তুমি সাঁঝের বেলায় এলে[পূজা-৩০]
[তথ্য
- গানের ভেলায় বেলা অবেলায় [প্রেম-২০]
[তথ্য]
- গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ [বিচিত্র-১৪]
[তথ্য]
- ঘরে মুখ মলিন দেখে গলিস নে— ওরে ভাই [স্বদেশ-৩১
[তথ্য]
- চলি গো, চলি গো, যাই গো চলে [পূজা-৫৭৬]
[তথ্য]
- চোখ যে ওদের ছুটে চলে গো [বিচিত্র ৭৪]
[তথ্য]
- ছি ছি, চোখের জলে ভেজাস নে আর মাটি
স্বদেশ-৩০] তথ্য]
- জানি জানি কোন্ আদি কাল হতে [পূজা-২৯৭]
তথ্য
- জানি জানি তোমার প্রেমে [পূজা-৫৫২]
[তথ্য]
- জানি নাই গো সাধন তোমার বলে কারে [পূজা-২৯১]
তথ্য]
- ডাকব না, ডাকব না প্রেম-১৮৩]
তথ্য]
- তারঅন্ত নাই গো যে আনন্দে গড়া [পূজা-৩১২]
তথ্য]
- তুই কেবল থাকিস সরে সরে [পূজা-২৬০]
তথ্য]
- তুই ফেলে এসেছিস কারে [প্রেম-৩০৭]
[তথ্য]
- তুমি এবার আমায় লহো হে নাথ [পূজা-১২০]
[তথ্য]
- তুমি খুশি থাকো আমার পানে চেয়ে চেয়ে। [পূজা-৬১]
[তথ্য]
- তুমি বাহির থেকে দিলে বিষম তাড়া [পূজা-১৫০]
[তথ্য]
- তুমি যত ভার দিয়েছ সে ভার [পূজা-১০০]
তথ্য]
- তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে [পূজা-৬]
[তথ্য]
- তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে আসা ধন [পূজা-৫৭১]
[তথ্য]
- তোমায় নতুন করে পাব ব'লে। [পূজা-৪৫]
[তথ্য]
- তোমার মোহন রূপে [প্রকৃতি-১৫২]
[তথ্য]
- তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। [পূজা-৩]
[তথ্য]
- তোমারি নাম বলব নানা ছলে [পূজা-১০৫]
[তথ্য]
- তোর আপন জনে ছাড়বে তোরে স্বদেশ-৪]
[তথ]
- তোর শিকল আমায় বিকল করবে না [পূজা-১৯৮]
তথ্য]
- তোরা যে যা বলিস ভাই [প্রেম-১৮৪]
[তথ্য]
- দিনের পরে দিন যে গেল [প্রেম-২৬০]
[তথ্য]
- দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে [পূজা-২০৪]
তথ্য]
- নয় এ মধুর খেলা [পূজা-২৩৫]
তথ্য]
- নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল-মাঝে [পূজা-৩৮৫]
তথ্য]
- নয়ন মেলে দেখি আমায় [প্রেম-৩৮৫]
[তথ্য]
- না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন [পূজা-৫৮১]
[তথ্য]
- নিশিদিন ভরসা রাখিস[স্বদেশ-৬]
তথ্য
- পথ এখনো শেষ হলো না [পূজা-৫৮৩]
তথ্য
- পথিক পরান্ চল্ চল্ [প্রেম-৩০৬]
[তথ্য]
- পথিক মেঘের দল জোটে ওই [প্রকৃতি-৫৭]
[তথ্য]
- পাগলা হাওয়ার বাদল-দিনে [প্রকৃতি-১৩৭]
[তথ্য]
- পায়ে পড়ি শোনো ভাই গাইয়ে [বিচিত্র-১১৭]
[তথ্য]
- পৌষ তোদের ডাক দিয়েছে [প্রকৃতি-১৭৯]
[তথ্য]
- ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান [প্রকৃতি-২৪১]
[তথ্য]
- ফিরে চল, ফিরে চল, ফিরে চল মাটির টানে [আনুষ্ঠানিক-১৫]
[তথ্য]
- বজ্রমাণিক দিয়ে গাঁথা [প্রকৃতি-৫৮]
[তথ্য]
- বজ্রে তোমার বাজে বাঁশি, সেকি সহজ গান [পূজা-২২২]
তথ্য]
- বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মেলা রে [প্রকৃতি-২০৩
[তথ্য
- বসন্তে ফুল গাঁথল [প্রকৃতি-২০৯]
[তথ্য]
- বাদল-বাউল বাজায় রে একতারা [প্রকৃতি-৭২]
[তথ্য]
- বুক বেঁধে তুই দাঁড়া দেখি [স্বদেশ-৩৩]
তথ্য]
- বিশ্বসাথে যোগে যেথায় বিহারো [পূজা-৩৬৩]
তথ্য]
- ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে [স্বদেশ-৪২]
তথ্য]
- ভালো মানুষ নই রে মোরা [বিচিত্র-১১৪]
[তথ্য]
- ভুলে যাই থেকে থেকে [পূজা-৭২]
[তথ্য]
- ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার [পূজা-৫৮]
[[তথ্য
- মন রে ওরে মন [পূজা-৫৫৬]
[[তথ্য]
- মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে [স্বদেশ-২৯]
তথ্য]
- মেঘের কোলে কোলে যায় রে চলে [প্রকৃতি-৬১]
[তথ্য]
- মোদের যেমন খেলা তেমনি যে কাজ [বিচিত্র-১২৭]
[তথ্য]
- যখন পড়বে না মোর পায়ের চিহ্ন [বিচিত্র-১৩]
[তথ্য]
- যদি তোর ডাক শুনে কেউ না আসে [স্বদেশ-৩]
[তথ্য]
- যদি তোর ভাবনা থাকে ফিরে যা-না [স্বদেশ-২৮]
[তথ্য]
- যা ছিল কালো-ধলো [প্রেম-৮৭]
[তথ্য]
- যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী [পূজা-৮১]
[তথ্য]
- যে তোমায় ছাড়ে ছাড়ুক আমি তোমায় ছাড়ব না মা [স্বদেশ-২৫]
[তথ্য]
- যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু [স্বদেশ-২৬]
[তথ্য]
- যেথায় তোমার লুট হতেছে ভুবন [পূজা-৩৬২]
[তথ
- রইল বলে রাখলে কারে [স্বদেশ-৩৬]
[তথ্য]
- রাঙিয়ে দিয়ে যাও গো এবার [বিচিত্র-১৬][শাপমোচন]
[তথ্য]
- শরতে আজ কোন্ অতিথি [প্রকৃতি-১৪৭]
[তথ্য]
- শীতের হাওয়ায় লাগলো নাচন [প্রকৃতি-১৭৬]
[তথ্য]
- শ্রাবণ, তুমি বাতাসে কার আভাস পেলে [প্রকৃতি-৯২]
[তথ্য]
- সব কাজে হাত লাগাই মোরা [বিচিত্র-১২৮]
[তথ্য]
- সব দিবি কে, সব দিবি পায় [প্রকৃতি-২১৩]
[তথ্য]
- সেদিনে আপদ আমার যাবে কেটে। [পূজা-৪৯]
[তথ্য]
- স্বপন-পারের ডাক শুনেছি [বিচিত্র-২২]
[তথ্য]