বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমি তারেই জানি তারেই জানি
পাঠ ও পাঠভেদ:
আমি তারেই জানি তারেই জানি আমায় যে জন আপন জানে-
তারি দানের দাবি আমার যার অধিকার আমার দানে ॥
যে আমারে চিনতে পারে সেই চিনাতেই চিনি তারে গো-
একই আলো চেনার পথে তার প্রাণে আর আমার প্রাণে ॥
আপন মনের অন্ধকারে ঢাকল যারা
আমি তাদের মধ্যে আপন হারা।
ছুঁয়ে দিল সোনার কাঠি, ঘুমের ঢাকা গেল কাটি গো-
নয়ন আমার ছুটছে তার আলো করা মুখের পানে ॥
পাণ্ডুলিপি: RBVBMS 017
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: গানটি রবীন্দ্রনাথের ৭২ বৎসর বয়সের রচনা।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি
গ্রন্থ:
চণ্ডালিকা
চণ্ডালিকা নাটক (ভাদ্র ১৩৪০ বঙ্গাব্দ)। দ্বিতীয় দৃশ্য, প্রকৃতির গান। রবীন্দ্ররচনাবলী ত্রয়োবিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৪২।
স্বরবিতান ষট্পঞ্চাশত্তম (৫৬) খণ্ডের ১১ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৩-৩৫।
রাগ: পিলু। অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২]