বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
রইল বলে
রাখলে কারে,
হুকুম তোমার ফলবে কবে
?
পাঠ
ও পাঠভেদ:
রইল বলে রাখলে কারে, হুকুম তোমার ফলবে কবে ?
তোমার টানাটানি টিঁকবে না ভাই, রবার যেটা সেটাই রবে॥
যা-খুশি তাই করতে পারো গায়ের জোরে রাখো মারো―
যাঁর গায়ে সব ব্যথা বাজে তিনি যা সন সেটাই সবে॥
অনেক তোমার টাকা কড়ি, অনেক দড়া অনেক দড়ি,
অনেক অশ্ব অনেক করী― অনেক তোমার আছে ভবে।
ভাবছ হবে তুমিই যা চাও, জগত্টাকে তুমিই নাচাও―
দেখবে হঠাৎ নয়ন খুলে হয় না যেটা সেটাও হবে॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]।
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের RBVBMS 358 -এর পাণ্ডুলিপিতে গানটির সাথে তারিখ উল্লেখ আছে- '১৩ চৈ:'। খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ, দশম খণ্ড, (ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ), বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা:
১০১-১০২। [নমুনা:
১০১,
১০২]
[নমুনা]
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ), পর্যায়: স্বদেশ-৩৬, পৃষ্ঠা: ১৬। [নমুনা]
প্রায়শ্চিত্ত
(৩১ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। তৃতীয় অঙ্ক প্রথম দৃশ্য, ধনঞ্জয়ের গান।
রবীন্দ্ররচনাবলী নবম খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৩৮।
মুক্তধারা
(বৈশাখ ১৩২৯ বঙ্গাব্দ)। ধনঞ্জয়ের গান, দ্বিতীয় অংক, প্রথম দৃশয।
রবীন্দ্ররচনাবলী চতুর্দশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ২১৬।
পরিত্রাণ
(জ্যৈষ্ঠ ১৩১৬ বঙ্গাব্দ)। ধনঞ্জয়ের গান, দ্বিতীয় দৃশ্য, প্রথম দৃশ্য।
রবীন্দ্ররচনাবলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৬১।
গান (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ) বিবিধ-১২৭।
স্বরবিতান নবম
(৯,
প্রায়চিত্ত)
খণ্ডের (চৈত্র ১৪১৩)
১৭
সংখ্যক গান,
পৃষ্ঠা
৩৯-৪১।
রেকর্ডসূত্র:
প্রকাশের
কালানুক্রম: গানটি রবীন্দ্রনাথের ৪৮
বৎসর ১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি:
স্বরলিপিকার: স্বরবিতান ৯ম খণ্ডে স্বরলিপিকারের নাম পাওয়া যায় না।
সুর ও তাল:
স্বরবিতান নবম
(৯,
প্রায়চিত্ত)
খণ্ডে (চৈত্র ১৪১৩)
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ
নেই।
উক্ত
স্বরলিপিতে ছন্দোবিভাজন
দেখানো
হয়েছে,
৩।৩
মাত্রা ছন্দে
দাদরা
তালে নিবদ্ধ।
[দাদরা
তালে নিবদ্ধ রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
রাগ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], পৃষ্ঠা: ৭৬।
রাগ: বাউল। তাল: দাদরা। [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], পৃষ্ঠা: ১৩৩।
বিষয়াঙ্গ:
সুরাঙ্গ: বাউলাঙ্গ।
গ্রহস্বর: রা।
লয়: