দাদরা
উত্তর ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত তাল বিশেষ।

মাত্রা সংখ্যা:
ছন্দপ্রকৃতি: সমপদী (৩।৩।)
তালি: ১টি
খালি: ১টি
 

প্রথম নমুনা

 

+

 

   

     

+

I

ধা

ধি 

না

ধা

তি

না I

ধা

 

 

 

 


দ্বিতীয় নমুনা
 

 

+

 

   

     

+

I

ধা

ধি 

না

না

তি

না

I

ধা

 

 

   

 

বাংলা গানে এই তালটি বহুল প্রচলিত। বাংলা গান ছাড়াও ভারতবর্ষের প্রায় সকল ভাষার বিচিত্র ধরনের গানে এই তালের ব্যাপক প্রয়োগ লক্ষ করা যায়। ভারতীয় রাগ-সঙ্গীতে এই তালটির ব্যবহার ব্যাপক নয়। লঘু তাল হিসাবে ঠুমরী-গানে এ তালের ব্যবহার করা হয়।

এই তালের অপর একটি বিচিত্র রূপ রয়েছে। এই রূপটি দ্রুত দাদরা নামে পরিচিত। মধ্যলয়ের দাদরাকে তিনগুণ করলে এই রূপটি পাওয়া যায়। চঞ্চল প্রকৃতির গানে নৃত্যময় ছন্দে দ্রুত দাদরার প্রয়োগ হয়ে থাকে। নিচে দ্রুত দাদরার একটি ঠেকা দেওয়া হলো।
 

প্রথম প্রকরণ

 

 

+

 

   

      +
I

ধা

তে 

টে

না

ধি

না

I

ধা

 

 

 

 


দ্বিতীয় প্রকরণ

 

 

+

 

   

      +
I

ধিন

ধিন 

না

তেটে

ধিন

না

I

ধা

 

 

 

 


সূত্র :