বিষয়: রবীন্দ্রসঙ্গীত
শিরোনাম: ওই আসনতলের মাটির 'পরে লুটিয়ে রব।
- পাঠ
ও পাঠভেদ: গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: পূজা (উপ-বিভাগ : বিবিধ-১১৬) পর্যায়ের ৪৯১ সংখ্যক গান।
ওই আসনতলের
মাটির 'পরে
লুটিয়ে রব,
তোমার
চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
॥
কেন আমায় মান
দিয়ে আর দূরে রাখ
?
চিরজনম এমন ক'রে
ভুলিয়ো নাকো।
অসম্মানে আনো
টেনে পায়ে তব।
তোমার
চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
॥
আমি তোমার
যাত্রীদলের রব পিছে,
স্থান দিয়ো হে
আমায় তুমি সবার নীচে।
প্রসাদ লাগি কতই
লোকে আসে ধেয়ে,
আমি কিছু চাইব
না তো,
রইব চেয়ে-
সবার শেষে যা
বাকি রয় তাহাই লব।
তোমার
চরণ-ধুলায় ধুলায় ধূসর হব
॥
RBVBMS 478
[নমুনা]
পাঠভেদ:
-
প্রসাদ লাগি কতই
লোকে আসে ধেয়ে [গীতলিপি ১,
[মাঘ ১৩১৬
বঙ্গাব্দ]
প্রসাদ লাগি কত
লোকে আসে ধেয়ে [গান ১৯০৯ বঙ্গাব্দে, ১৩১৬ বঙ্গাব্দ]
ভাবসন্ধান:
তথ্যানুসন্ধান
-
ক. রচনাকাল ও স্থান:
১৩১৬ বঙ্গাব্দের
১০ থেকে ১৭ই পৌষ পর্যন্ত রবীন্দ্র শান্তিনিকেতনে
কাটান। এই সময় তিনি এই গানটি-সহ মোট ৪টি গান রচনা করেছিলেন। এর ভিতরে তিনি
এই গানটি রচনা করেছিলেন ১০ পৌষ ১৩১৬ [শনিবার, ২৫ ডিসেম্বর ১৯০৯] তারিখে। এই
সময় রবীন্দ্রনাথের
বয়স ছিল ৪৮ বৎসর
৮ মাস।
[রবীন্দ্রনাথের ৪৮ বৎসর বয়সে রচিত গানের তালিকা]
-
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
-
গ্রন্থ
-
কাব্যগ্রন্থ
-
অষ্টম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ, গীতাঞ্জলি,
গান সংখ্যা ৪০। পৃষ্ঠা ৩২৬]
[নমুনা]
-
গান
-
গীতবিতান
- গীতলিপি ১ম ভাগ
[মাঘ ১৩১৬ বঙ্গাব্দ, ১৬
জানুয়ারি ১৯১০
খ্রিষ্টাব্দ] সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
-
গীতাঞ্জলি
-
প্রথম সংস্করণ
[ইন্ডিয়ান
পাবলিশিং হাউস,
২০ ভাদ্র ১৩১৭
বঙ্গাব্দ ,
৪৭ সংখ্যক গান ,
পৃষ্ঠা: ৫৫]
[নমুনা]
-
রবীন্দ্ররচনাবলী
একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৩৮। গীতাঞ্জলি। ৪৬ সংখ্যক গান।
-
গীতিচর্চ্চা [বিশ্বভারতী,
পৌষ
১৩৩২ বঙ্গাব্দ।
গান সংখ্যা ৫২।
পৃষ্ঠা:
৩৭-৩৮]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ
]
-
ধর্ম্মসঙ্গীত
[ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৯১৪ খ্রিষ্টাব্দ, ১৩২১ বঙ্গাব্দ।
পৃষ্ঠা ৩৮-৩৯] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
-
সঙ্গীত-গীতাঞ্জলি[ ১৯২৭ খ্রিষ্টাব্দ।
১৩৩৪ বঙ্গাব্দ] ভীমরাও শাস্ত্রী-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
-
স্বরবিতান সপ্তত্রিংশ (৩৭)
খণ্ডের ১৩ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৭-৪০।
[নমুনা]
-
পত্রিকা:
-
বঙ্গদর্শন [অগ্রহায়ণ ১৩১৬ বঙ্গাব্দ। শিরোনাম-'কামনা'। পৃষ্ঠা ৩৭৮]
[নমুনা]
- তত্ত্ববোধিনী [ফাল্গুন ১৮৩১ শকাব্দ ১৩১৬ বঙ্গাব্দ। কীর্তনের সুর-ঠুংরী।
পৃষ্ঠা ১৭৭] [নমুনা]
-
সঙ্গীত প্রকাশিকা (চৈত্র ১৩১৬
বঙ্গাব্দ)। সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
- রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র
পাওয়া যায় নি।
-
প্রকাশের
কালানুক্রম: গানটির প্রকাশকাল ও রচনাকালের তথ্যাদি অনুসারে মনে হয়,
গানটি রচনার আগেই প্রকাশিত হয়েছিল। কিন্তু তথ্যানুসন্ধানে দেখা যায়,
গানটি ১০ পৌষ ১৩১৬ বঙ্গাব্দ তারিখে রচিত হওয়ার পর,
বঙ্গদর্শনে তা প্রকাশের জন্য পাঠানো হয়েছিল। কিন্তু বঙ্গদর্শন-অগ্রহায়ণ'
সংখ্যা তখনো প্রকাশিত হয়নি। ফলে
পৌষে রচিত গানটি বিলম্বে প্রকাশিত 'অগ্রহায়ণ
সংখ্যা'-য়
স্থান দেওয়া হয় এবং তা 'অগ্রহায়ণ সংখ্যা' হিসেবেই প্রকাশিত হয়েছিল। এই
কারণে, পত্রিকার প্রকাশকাল
অনুসারে গানটির প্রথম প্রকাশকাল দাঁড়ায় ১৩১৬ বঙ্গাব্দের
অগ্রহায়ণ।
১৩১৬ বঙ্গাব্দের ১১ই মাঘ,
৮০তম সাংবৎসরিক মাঘোৎসব
অনুষ্ঠিত হয়। উক্ত উৎসনের সায়ংকালীন অধিবেশনে গানটি প্রথম গীত হয়েছিল।
এই সূত্রে তত্ত্ববোধিনী পত্রিকার 'ফাল্গুন ১৩১৬ বঙ্গাব্দ' সংখ্যায়
গানটি প্রকাশিত হয়েছিল। এরপর
সঙ্গীত প্রকাশিকা 'চৈত্র ১৩১৬
বঙ্গাব্দ' পত্রিকায় গানটি সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়-কৃত
স্বরলিপি-সহ মুদ্রিত
হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬ বঙ্গাব্দ),গীতলিপি ১ম ভাগ
(১৩১৬ বঙ্গাব্দ),
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
(১৩১৭
বঙ্গাব্দ ),
ধর্ম্মসঙ্গীত
( ১৩২১
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
গীতিচর্চ্চা
(১৩৩২ বঙ্গাব্দ
ও
সঙ্গীত-গীতাঞ্জলি ( ১৩৩৪ বঙ্গাব্দ)।
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-
১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত গীতাঞ্জলি'র প্রথম সংস্করণ থেকে গৃহীত
হয়েছিল।
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে।
এই সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিবিধ
উপবিভাগের ১১৯
হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন
মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের ৪৯১ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ
মাসে।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
-
স্বরলিপিকার:
- সুর ও তাল:
-
কীর্তনের সুর।
তাল- কাওয়ালি ।
[স্বরবিতান-৩৭]
- কীর্তন-কাওয়ালি
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত।
প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমী, জুলাই
২০০১। পৃষ্ঠা: ৭৪]
-
অঙ্গ: কীর্তনাঙ্গ।
-
গ্রহস্বর। রা।
-
লয়: দ্রুত।