না রে, না রে, হবে না তোর স্বর্গসাধন-
সেখানে যে মধুর বেশে ফাঁদ পেতে রয় সুখের বাঁধন ॥
ভেবেছিলি দিনের শেষে তপ্ত পথের প্রান্তে এসে
সোনার মেঘে মিলিয়ে যাবে সারা দিনের সকল কাঁদন ॥
না রে, না রে, হবে না তোর, হবে না তা-
সন্ধ্যাতারার হাসির নীচে হবে না তোর শয়ন পাতা।
পথিক বঁধু পাগল ক’রে পথে বাহির করবে তোরে-
হৃদয় যে তোর ফেটে গিয়ে ফুটবে তবে তাঁর আরাধন ॥
নাই বা ডাকো রইব তোমার দ্বারে (তথ্য)
পাঠভেদ: [RBVBMS 229] [নমুনা]
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের
পাণ্ডুলিপি
RBVBMS 229-তে
লিখিত এই গানের শেষে সময় ও স্থান লেখা আছে- ' শান্তিনিকেন/ ১ আশ্বিন'।
উল্লেখ্য, ১৩২১ বঙ্গাব্দের
ভাদ্র মাসে রবীন্দ্রনাথের বড় ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর সুরুলের কুঠি বাড়িতে কৃষি-গবেষণার
জন্য বসবাস শুরু করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথ প্রতিদিনই গরুর গাড়িতে সকাল
বেলায় শান্তিনিকেতন থেকে সুরুল যেতেন এবং বিকেলে ফিরে আসতেন। রবীন্দ্রনাথের
এই যাতায়াত শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
রবীন্দ্রনাথের এই যাতায়াত
শুরু হয়েছিল ৮ই ভাদ্র থেকে এবং শেষ হয়েছিল
২২শে
আশ্বিন তারিখে রবীন্দ্রনাথ বুদ্ধগয়া যাওয়ার আগের দিন পর্যন্ত।
তাঁর এই আসা-যাওয়ার ভিতরে ২০শে আশ্বিন
পর্যন্ত ৫৭টি গান রচনা করেছিলেন। এর ভিতরে এই গানটি তিনি ১ আশ্বিন
[শুক্রবার, ১৮ সেপ্টেম্বর] শান্তিনিকেতন-এ রচনা করেছিলেন। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৫৩
বৎসর ৫ মাস।
[৫৩ বৎসর
অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
গীতবিতানের পূজা (উপবিভাগ : পথ-২৪) পর্যায়ের ৫৮১ সংখ্যক গান। পৃষ্ঠা ২২৮।
গীতালি
প্রথম সংস্করণ [ইন্ডিয়ান প্রেস, ১৩২১ বঙ্গাব্দ। ৪৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ৫০। [নমুনা]
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। গীতালি। ৪৪ সংখ্যক গান। পৃষ্ঠা ২৪৮।
স্বরবিতান চতুশ্চত্বারিংশ (৪৪) খণ্ডের (চৈত্র ১৪১৩) ১৭ সংখ্যক গান। পৃষ্ঠা ৪২-৪৪।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: সুধীরচন্দ্র কর। স্বরলিপিটি পাণ্ডুলিপি থেকে স্বরবিতান-৪৪-এ গৃহীত হয়েছে।
সুর ও তাল:
স্বরবিতান-৪৪-তে গৃহীত গানটি স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিতে ছন্দোবিভাজন দেখানো হয়েছে, ৪।৪ ছন্দ ; অর্থাৎ তালটি কাহারবা হিসাবে গণ্য করা যেতে পারে।
অঙ্গ: বাউল। তাল- কাহারবা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
গ্রহস্বর-সা। লয়-দ্রুত।
ঙ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী :