বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: 
 গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ   আমার মন ভুলায় রে।
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ:
		        গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ   আমার মন ভুলায় রে।
ওরে  
       কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে
      ॥
ও যে 
             আমার ঘরের বাহির করে,
        পায়ে-পায়ে পায়ে ধরে—
ও যে 
             কেড়ে আমায় নিয়ে যায় রে   যায় রে কোন্ চুলায় রে।
ও যে 
       কোন্ বাঁকে কী ধন দেখাবে, 
      কোন্খানে কী দায় ঠেকাবে—
           কোথায় গিয়ে শেষ মেলে যে   ভেবেই না কুলায় রে॥
		
 
 RBVBMS 358
  
	[নমুনা]
পাঠভেদ: 
তথ্যানুসন্ধান
	- 
	
	ক. রচনাকাল ও স্থান: 
- 
 
	খ. 
	প্রকাশ ও গ্রন্থভুক্তি: 
- 
		
		গ. সঙ্গীত বিষয়ক 
		তথ্যাবলী: 
		
			-  
			স্বরলিপিকার:  
			
-  
			সুর ও তাল:  
			
			- অঙ্গ: কীর্তন। 
			তাল: কাহারবা।
		
 [রবীন্দ্রসংগীত: 
			রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।] 
				
			পৃষ্ঠা: ৪৯
- 
			অঙ্গ: সারি
			 তাল: 
			কাহারবা।  [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১, পৃষ্ঠা:
			 
			৮৮। >]
 
- 
			
			
বাউলাঙ্গ
 ।