বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম:
আমি ফিরব না রে, ফিরব না আর,
পাঠ ও পাঠভেদ:
আমি    ফিরব না রে, ফিরব না আর, ফিরব না রে—
এমন    হাওয়ার মুখে ভাসল তরী—
                কূলে ভিড়ব না আর, ভিড়ব না রে॥
ছড়িয়ে গেছে সুতো ছিড়ে, তাই খুঁটে আজ মরব কি রে—
এখন   ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি
         বেড়া ঘিরব না আর, ঘিরব না রে॥
ঘাটের রশি গেছে কেটে, কাঁদব কি তাই বক্ষ ফেটে—
এখন পালের রশি ধরব কষি,
         এ রশি ছিঁড়ব না আর, ছিঁড়ব না রে॥