বিষয়:  
রবীন্দ্রসঙ্গীত।
 
শিরোনাম: 
     আমি 
      ফিরব না রে,
      
      
     ফিরব 
      না আর,
      
      
       
পাঠ 
ও পাঠভেদ:  
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
বিচিত্র 
পর্যায়ের 
৩৩ সংখ্যক গান।
		
      
     আমি 
         ফিরব না রে,
      
      
     ফিরব 
      না আর,
      
      
     ফিরব 
      না রে— 
এমন 
         হাওয়ার মুখে ভাসল তরী— 
                কূলে ভিড়ব না আর,
      
      
     ভিড়ব 
      না রে॥ 
ছড়িয়ে 
      গেছে সুতো ছিড়ে,
      
      
     তাই 
      খুঁটে আজ মরব কি রে— 
এখন 
        ভাঙা ঘরের কুড়িয়ে খুঁটি 
         বেড়া ঘিরব না আর,
      
      
     ঘিরব 
      না রে॥ 
ঘাটের 
      রশি গেছে কেটে,
      
      
     কাঁদব 
      কি তাই বক্ষ ফেটে— 
এখন 
      পালের রশি ধরব কষি, 
         এ রশি ছিঁড়ব না আর,
      
      
     ছিঁড়ব 
      না রে॥ 
		
       MS. NO 
		009A 
		
		 
		পাঠভেদ:
		 
		
		
		 ভাবসন্ধান: যুক্ত হবে। 
		
		
		তথ্যানুসন্ধান
			- 
			
			 ক. রচনাকাল ও স্থান
- 
			
			খ. 
			প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			
-  
			সুর ও তাল:  
			স্বরবিতান নবম খণ্ডে গৃহীত স্বরলিপিতে রাগ ও তালের উল্লেখ আছে 
			'খাম্বাজ। 
			
			কাশ্মীরি খেমটা  
 
- রাগ : খাম্বাজ। অঙ্গ: বাউল। তাল: দাদরা। [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৩২] 
 
- রাগ: খাম্বাজ। 
			তাল: কাশ্মীরী খেমটা ৬ 
	মাত্রা 
	[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১।
	  পৃষ্ঠা: ৬১ ।]