কাশ্মীরি খেমটা 
এটি একটি উত্তর ভারতীয় তাল বিশেষ।
এটি ৬ মাত্রা 
বিশিষ্ট  সমপদী তাল। ছন্দোবিভাজন ৩।৩, একটি তালি, একটি ফাঁক আছে।
 
  
  
    
      | + |  |  |  | ০ |  |  | 
    
      | ধি | গ্ | না | । | ধা | তি | না | 
    
      | ১ | ২ | ৩ |  | ৪ | ৫ | ৬ | 
    
  
 
বাংলাগানে এই তালের প্রয়োগ ব্যাপক নয়। রবীন্দ্রসঙ্গীতে এই তালে মাত্র ৪টি গান পাওয়া যায়। গান তিনটি হলো-
১. আমাকে যে বাঁধবে ধরে [বিচিত্র-৬৪, প্রেম ও প্রকৃতি-৬০] 
	[তথ্য]
২. আমি ফিরব না রে [বিচিত্র-৩৩] 
	[তথ্য]
৩. মম চিত্তে নিতি নৃত্যে [বিচিত্র-৬] 
	[তথ্য]
৪. হাসিরে কি লুকাবি লাজে [প্রেম-৩৮৬] 
	[তথ্য]