বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
মম
চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
পাঠ ও পাঠভেদ:
মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ তাতা থৈথৈ।
তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ তাতা থৈথৈ॥
হাসি কান্না হীরাপান্না দোলে ভালে,
কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে।
নাচে জন্ম, নাচে মৃত্যু পাছে পাছে
তাতা থৈথৈ, তাতা থৈথৈ তাতা থৈথৈ।
কী আনন্দ, কী আনন্দ, কী আনন্দ,
দিবারাত্রি নাচে মুক্তি, নাচে বন্ধ—
সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে
পাণ্ডুলিপির পাঠ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
স্বরবিতান দ্বিচত্বারিংশ (৪২, অরূপরতন) খণ্ডের (চৈত্র ১৪১৩) রাগের নাম নাই। কিন্তু এই স্বরবিতানের ৪৭ পৃষ্ঠায় মুদ্রিত পাদটীকায় তালের নামোল্লেখ আছে কাশ্মীরী খেমটা।
রাগ: কাফি। তাল: খেমটা/ষষ্ঠী। [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর, ২০০৬)] । পৃষ্ঠা: ৭২।