বিষয়: রবীন্দ্রসঙ্গীত
 
 
 শিরোনাম:  আমাকে 
      যে বাঁধবে ধরে, এই 
      হবে যার সাধন 
পাঠ ও পাঠভেদ:
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক 
	১৪১২)-এর পাঠ:  'বিচিত্র'  
		পর্যায়ের ৬৪ সংখ্যক গান 
এবং প্রেম ও প্রকৃতি পর্যায়ের ৬০ সংখ্যক গান। 
	
      আমাকে 
      যে বাঁধবে ধরে,
      এই 
      হবে যার সাধন,
           
 সে কি 
      অমনি হবে। 
আপনাকে সে বাঁধা দিয়ে আমায় দেবে বাঁধন
        , 
        
	 সে কি 
      অমনি হবে॥ 
				আমাকে 
      যে দুঃখ দিয়ে আনবে আপন বশে
      , 
          সে কি 
      অমনি হবে। 
তার 
      আগে তার পাষাণ-হিয়া গলবে করুণ রসে
      ,
          সে কি 
      অমনি হবে। 
আমাকে 
      যে কাঁদাবে তার ভাগ্যে আছে কাঁদন
      , 
       সে কি 
      অমনি হবে॥
	
      
		RBVBMS 358]
 [নমুনা:
		
		প্রথমাংশ,
		
		শেষাংশ] 
		
		পাঠভেদ:
		তথ্যানুসন্ধান
		
			- ক. রচনাকাল ও স্থান:
			
- 
খ	প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ. 
			সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
				- 
				 সুর ও তাল: 
				স্বরবিতান নবম খণ্ডে গানটির রাগ ও তালের নাম উল্লেখ আছে- 'মিশ্র 
				শঙ্করা। কাশ্মীরী খেমটা'। কিন্তু স্বরবিতান
				 
				
				 স্বরবিতান 
					 দ্বিপঞ্চাশত্তম  (
					 ৫২) 
				খণ্ডের  গৃহীত 
				গানটির স্বরলিপিটি ৩/৩ ছন্দে নিবদ্ধ, কিন্তু রাগের উল্লেখ নেই। 
					- 
					 রাগ : খাম্বাজ। 
					  [রবীন্দ্রসঙ্গীতে 
রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার। রবীন্দ্রনাথের প্রেমের গান । 
সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। পৃষ্ঠা : ৮১] 
- 
				 সুরান্তর: রাগ: 
				শঙ্করা/খাম্বাজ। তাল : দাদরা।
				 [রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। 
				প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ২৮] 
- 
				 
					রাগ: খাম্বাজ। তাল: দাদরা।
					   
				[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। 
				পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৫৪।
				 ]