বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত।  
শিরোনাম: 
 হাসিরে কি লুকাবি লাজে
  
পাঠ ও পাঠভেদ: 
 
	- গীতবিতান 
	(বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	প্রেম
	: 
	৩৮৬
	
হাসিরে কি লুকাবি লাজে।
চপলা সে বাঁধা পড়ে না যে॥ 
রুধিয়া অধরদ্বারে ঝাঁপিয়া রাখিলি যারে
কখন সে ছুটে এল নয়নমাঝে।
	
	- 
	
	পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
-  পাঠভেদ: 
	 
-  
	তথ্যানুসন্ধান
		- 
		
		ক. রচনাকাল ও স্থান:  ১৯ 
		ভাদ্র ১৩২১ বঙ্গাব্দ (৫ সেপ্টেম্বর ১৯১৪) সুরুল।
- 
		
		খ . 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			গ্রন্থ: 
			
				-  
				
				কাব্যগ্রন্থ
				- 
				
				দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ 
				বঙ্গাব্দ], বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১৩৫।
 [নমুনা]
 
- 
				
				গান 
				
					- দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ 
						বঙ্গাব্দ)। পৃষ্ঠা:  ১৮৪। 
					ভৈরবী-কাওয়ালি।[নমুনা]
 
- 
				
				গীতবিতান
					- 
					
					প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৮)।
					 
					পৃষ্ঠা: ৩১১ [নমুনা] 
 
- অখণ্ড, 
					
					তৃতীয় 
					সংস্করণ 
					(বিশ্বভারতী,
					
					কার্তিক ১৪১২), 
					পর্যায়:
					
					
					প্রেম ৩৮৬ ,
					উপবিভাগ:
					
					 প্রেম 
					বৈচিত্র্য-৩৫৬,
				 
					পৃষ্ঠা: । [নমুনা]
 
- প্রায়শ্চিত্ত 
				
					- বসন্ত 
				রায়ের গান (বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)।
- রবীন্দ্ররচনাবলী 
				নবম খণ্ড । 
			পৃষ্ঠা ১০২-১৭৭।
 
-  
				
				স্বরবিতান নবম খণ্ড  (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা : ২৯-৩০।
				 [নমুনা] 
 
-  পত্রিকা:
			
			
			
- 
			
			রেকর্ডসূত্র:
-  প্রকাশের 
			কালানুক্রম: 
 
 
- 
		
		গ. 
		
		সঙ্গীতবিষয়ক তথ্যাবলি: 
		
		
			- 
			
			স্বরলিপি: 
			 
			[স্বরলিপি]
- 
			
			
			স্বরলিপিকার:
			 
			
- 
			
			সুর  
			ও  তাল:
				-  
				
				স্বরবিতান নবম খণ্ড   খণ্ডে
				(বিশ্বভারতী,
				চৈত্র ১৪১৩) 
				গৃহীত গানটির সাথে রাগ ও তালের উল্লেখ আছে 'খাম্বাজ। কাশ্মীরী 
				খেমটা'।
-  
				রাগ : 
				খাম্বাজ। [রবীন্দ্রসঙ্গীতে রাগ-নির্ণয়। ভি.ভি. ওয়াঝলওয়ার।
				রবীন্দ্রনাথের প্রেমের গান। সংগীত-শিক্ষায়তন। বৈশাখ ১৩৯০। 
				পৃষ্ঠা : ৭১]
- 
				
				রাগ : 
				খাম্বাজ। তাল : খেমটা। [রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬],  
				পৃষ্ঠা: ৮৪।
-  
				রাগ: 
				খাম্বাজ।
				 
				তাল: 
				কাশ্মীরী খেমটা।
				 
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: ১৪৫।
 
- 
			
			বিষয়াঙ্গ:
- 
			
			সুরাঙ্গ:
			
- 
			
			
			গ্রহস্বর: 
			
- 
			
			
			লয়: