স্বরবিতান
নবম খণ্ড
এই গ্রন্থের মাঘ ১৪১১ মুদ্রণের ৫৯ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
প্রায়শ্চিত্ত নাটক ১৩১৬ সালে প্রকাশিত হয়। নাটকে ব্যবহৃত গানগুলির
স্বরলিপিও পুস্তকের শেষে মুদ্রিত হইয়াছিল। এই স্বরলিপিগুলি শ্রীসুরেন্দ্রনাথ
বন্দোপাধ্যায় -কৃত-
ইহার অধিকাংশ প্রায়শ্চিত্ত নাটক প্রকাশের সমসাময়িক সঙ্গীত-প্রকাশিকায় মুদ্রিত
হইয়াছিল। বর্তমানে প্রায়শ্চিত্ত নাটকটি স্বতন্ত্র মুদ্রিত হয়।
প্রায়শ্চিত্ত নাটক-ভুক্ত গানের স্বরলিপি-সম্বলিত স্বরবিতান নবম খণ্ড প্রকাশিত হয় অগ্রহায়ণ ১৩৫৬ সালে। এই খণ্ডের সম্পাদনার মূখ্য দায়িত্ব বহন করেন শ্রীঅনাদিকুমার দস্তিদার। ইহাতে ৩ ও ১১ -সংখ্যক গান দুইটির পূর্বতন স্বরলিপির সহিত, ইন্দিরাদেবী চৌধুরানী -কৃত সুরান্তর-স্বরলিপিও মুদ্রিত হইয়াছে।
গানগুলির পাঠ প্রায়শ্চিত্ত নাটকে ও বর্তমান খণ্ডে কোনো-কোনো ক্ষেত্রে একরূপ নয়। নাটকগ্রন্থে পূর্বপাঠ অক্ষুণ্ণ রাখিয়া গীতরূপে যে-সকল পাঠ স্বীকৃত, স্বরলিপি-গ্রন্থে তাহাই রক্ষা করা হইয়াছে।
এই গ্রন্থের অন্তর্ভুক্ত গানের সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন শ্রীপ্রফুল্লকুমার দাস।
পৌষ ১৩৭৮।
আজ তোমারে দেখতে এলেম [প্রেম-৩৬৫]
[তথ্য]
[নমুনা]
আমরা বসব তোমার সনে [নাট্যগীতি-৮৫]
[তথ্য]
[নমুনা]
আমাকে যে বাঁধবে ধরে [বিচিত্র-৬৪, প্রেম ও প্রকৃতি-৬০]
[তথ্য]
[নমুনা]
আমারে পাড়ায় পাড়ায় খেপিয়ে বেড়ায় [পূজা-৫৫৫]
[তথ্য]
[নমুনা]
আমি ফিরব না রে [বিচিত্র-৩৩]
[তথ্য]
[নমুনা]
আরো আরো প্রভু, আরো আরো [পূজা-২২৮]
[তথ্য]
[নমুনা]
ও যে মানে না মানা [প্রেম-১১৯]
[তথ্য]
[নমুনা:
মূল স্বরলিপি,
সুরান্তর]
ওকে ধরিলে তো ধরা দেবে না [প্রেম-২৪০]
[তথ্য]
[নমুনা]
ওর মানের এ বাঁধ টুটবে না [নাট্যগীতি-৮৯]
[তথ্য]
[নমুনা]
আগুন আমার ভাই [পূজা-৬১১]
[তথ্য]
[নমুনা]
ওরে শিকল,তোমায় কোলে ক’রে [বিচিত্র-৬৩]
[তথ্য]
[নমুনা]
কে বলেছে তোমায়, বঁধু [প্রেম-১১৬]
[তথ্য]
[নমুনা]
গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ [বিচিত্র-১৪]
[তথ্য]
[মূল স্বরলিপি,
সুরান্তর-১,
সুরান্তর-২,
সুরান্তর-৩]
নয়ন মেলে দেখি আমায় [প্রেম-৩৮৫]
[তথ্য]
[নমুনা]
না বলে যেয়ো না চলে [প্রেম-৮৩]
[তথ্য]
[নমুনা]
বঁধুয়া,অসময়ে কেন হে প্রকাশ [নাট্যগীতি-৮৬]
[তথ্য]
[নমুনা]
বাঁচান বাঁচি,মারেন মরি [পূজা-৪৫৪]
[তথ্য]
[নমুনা]
মলিন মুখে ফুটুক হাসি [নাট্যগীতি-৮৮]
[তথ্য]
[নমুনা]
মান অভিমান ভাসিয়ে দিয়ে [প্রেম-১২০]
[তথ্য]
[নমুনা]
রইল বলে রাখলে কারে [স্বদেশ-৩৬]
[তথ্য]
[নমুনা]
সকল ভয়ের ভয় যে তারে কোন্ বিপদে কাড়বে [পূজা-৪৮৬]
[তথ্য]
[নমুনা]
সারা বরষ দেখি নে মা [বিচিত্র-১৩৬]
[তথ্য]
[নমুনা]
হাসিরে কি লুকাবি লাজে [প্রেম-৩৮৬]
[তথ্য]
[নমুনা]