বিষয়: 
		রবীন্দ্রসঙ্গীত।
শিরোনাম: সারা বরষ দেখি নে, মা, মা, তুই
		পাঠ ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ: বিচিত্র : ১৩৬
			
      
		সারা বরষ দেখি নে, মা,মা, তুই আমার কেমন ধারা।
		নয়নতারা হারিয়ে আমার অন্ধ হল নয়নতারা॥
		এলি কি পাষাণী ওরে। দেখব তোরে আঁখি ভ’রে—
		কিছুতেই থামে না যে,মা, পোড়া এ নয়নের ধারা॥
	- 
		পাণ্ডুলিপির পাঠ: 
	পাওয়া যায়নি।
- 
	
	পাঠভেদ: 
	 
- 
		
	তথ্যানুসন্ধান
 
		- 
				ক. রচনাকাল ও স্থান:  
- 
				খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- গ্রন্থ: 
			
				- 
								
				
				
				কাব্যগ্রন্থ 
			
				- 
				
				দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ)], বিবিধ সঙ্গীত। পৃষ্ঠা: ১২৮। [
				নমুনা]
 
- 
			
	কাব্যগ্রন্থাবলী 
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩।  গান। বিভাস-একতালা। পৃষ্ঠা  ৪৩৭]
				[নমুনা]
- 
		গান 
				
				
- 
				গানের বহি ও বাল্মীকি প্রতিভা
				[আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩	গান সংখ্যা ১১৮।  বিভাস-একতালা। পৃষ্ঠ:১২৬। 
				[নমুনা
- 
				
				গীতবিতান
					- 
					প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
					[বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮। কাব্যগ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ) 
					'গান' অংশ থেকে গৃহীত হয়েছে । পৃষ্ঠা: ১১৯] 
					[নমুনা] 
					
- অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, কার্তিক ১৪১২), পর্যায়: প্রকৃতি ১৫৩, উপবিভাগ:  শরৎ-১২, পৃষ্ঠা: । [নমুনা]
					
 
- প্রায়শ্চিত্ত 
				
				
					-  (বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ), 
				দ্বিতীয় অঙ্ক, তৃতীয় দৃশ্য।
- 
										
					রবীন্দ্ররচনাবলী 
				নবম খণ্ড (বিশ্বভারতী), দ্বিতীয় 
				অঙ্ক, তৃতীয় দৃশ্য, পৃষ্ঠা 
				১২৪।
 
- বউ-ঠাকরুনের হাট
	
					- পৌষ ১২৮৯ 
				বঙ্গাব্দ।
- 
										
					রবীন্দ্ররচনাবলী 
				প্রথম খণ্ড (বিশ্বভারতী), নবম 
					
					পরিচ্ছেদ, রামমোহন মালের গান, পৃষ্ঠা 
				৪১৩।
 
- 
				
				স্বরবিতান নবম (৯, প্রায়শ্চিত্ত) খণ্ডের ১১ সংখ্যক গান। 
				পৃষ্ঠা : ২৬-২৮। [নমুনা]
 
- পত্রিকা:
			
			
				- 
								
				ভারতী (পৌষ ১২৮৮ বঙ্গাব্দ), ৪৩৪, বউ-হাট, 
				দশম পরিচ্ছেদ।
- 
				সঙ্গীত-প্রকাশিকা (আষাঢ় ১৩১৬ বঙ্গাব্দ)।
				সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় -কৃত 
				স্বরলিপিসহ মুদ্রিত। 
			    
			
 
- প্রকাশের 
			কালানুক্রম:গানটি 
			রবীন্দ্রনাথের ৫৩ বৎসর ১১ মাস বয়সে প্রথম প্রকাশিত হয়েছিল।
 
 
- 
				গ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
		
		
			- 
স্বরলিপিকার:
			
		
			- সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 
			[সঙ্গীত-প্রকাশিকা (আষাঢ় ১৩১৬ বঙ্গাব্দ)]
- ইন্দিরাদেবী চৌধুরানী। 
			[সুরান্তর: 
				
				
				
				স্বরবিতান নবম  (৯, প্রায়শ্চিত্ত)]
 
- 
						সুর 
			ও 
			তাল:
				- 
								
				
				
				স্বরবিতান নবম (৯, প্রায়শ্চিত্ত)
				
				খণ্ডে , গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি 
				৩।৩।৩।৩ মাত্রা ছন্দে 'একতাল' তালে নিবদ্ধ। 
- রাগ : 
				কালাংড়া। তাল : একতাল।[রবীন্দ্রসংগীত: 
				রাগ-সুর নির্দেশিকা, সুধীর চন্দ, প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬], 
				
				
				পৃষ্ঠা: ৮১।
- 
								
				রাগ: যোগিয়া, কীর্তন
				
				তাল: একতাল ।
				[রাগরাগিণীর 
				এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ 
				রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১], 
				পৃষ্ঠা: 
				১৪১।
 
- 
				বিষয়াঙ্গ:
- 
				সুরাঙ্গ:
			
- 
						
			গ্রহস্বর: 
			সা।
- 
						
			লয়: