বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আজ তোমারে দেখতে এলেম
পাঠ ও পাঠভেদ:
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে ।
ভয় কোরো না, সুখে থাকো, বেশিক্ষণ থাকব নাকো প্রেম
এসেছি দণ্ড-দুয়ের তরে॥
দেখব শুধু মুখখানি, শুনাও যদি শুনব বাণী,
নাহয় যাব আড়াল থেকে হাসি দেখে দেশান্তরে॥
পাঠভেদ:
আজ তোমারে দেখতে
এলেম
শোনাও যদি শুনব বাণী
:
প্রায়শ্চিত্ত
(১৩১৬)
শুনাও যদি শুনব বাণী
: গান (১৯০৯)
আজ তোমারে দেখতে এলেম অনেক দিনের পরে!
ভয় নাইক, সুখে থাক,
অধিক ক্ষণ থাকব নাক,
আসিয়াছি দুদণ্ডের তরে!
দেখব শুধু মুখ খানি
শুনব দুটি মধুর বাণী,
আড়াল থেকে হাসি দেখে চলে যাব দেশান্তরে।
:
রবিচ্ছায়া (১২৯২)
গানের বহি (১৩০০)
- ক. রচনাকাল ও স্থান: প্রেম ( ১২৮৮ বঙ্গাব্দে এই গানটি রচিত বলে অনুমিত হয়। এই বিচারে গানটি রবীন্দ্রনাথের ২০ বৎসর বয়সের রচনা।