বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আমার পথে পথে
পাথর ছড়ানো।
পাঠ ও পাঠভেদ:
আমার পথে পথে পাথর ছড়ানো।
তাই তো তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো ॥
আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো তাতে-
তাই শুনি সুর এমন মধুর পরান-ভরানো ॥
তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে-
এমন করে গায়ে প'ড়ে সাগর-তরানো।
ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে-
তোমার হাতে আমার ঘোড়া লাগাম-পরানো ॥
পাণ্ডুলিপির পাঠ:
Ms. 024
Ms. 028
Ms. 0288
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান: রবীন্দ্রনাথের ৬২ বৎসর বয়সের রচনা হিসাবে উল্লেখ করেছেন।
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী ১৩৩৯)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা (উপ-বিভাগ : পথ-১২) পর্যায়ের ৫৭০ সংখ্যক গান।
পরিত্রাণ (জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। প্রথম অংক, প্রথম দৃশ্য, ধনঞ্জয়ের গান। রবীন্দ্ররচনাবলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ১৩২।
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) ১২ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৬-২৭।
পত্রিকা:
বার্ষিক শারদীয়া বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)। পরিত্রাণ' নাটকের সাথে গানটি মুদ্রিত হয়েছিল।
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার:
দিনেন্দ্রনাথ ঠাকুর।
[দিনেন্দ্রনাথ
ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
সুর ও তাল:
স্বরবিতান পঞ্চম (৫) খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ) গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা তালে নিবদ্ধ।
সুরাঙ্গ: বাউলাঙ্গ
গ্রহস্বর: মা।
লয়: অতি দ্রুত।