বিষয়: 
রবীন্দ্রসঙ্গীত। 
গান সংখ্যা:  
 শিরোনাম: 
আমার পথে পথে 
পাথর ছড়ানো।
পাঠ 
ও পাঠভেদ: 
	- গীতবিতান (বিশ্বভারতী, 
	কার্তিক ১৪১২)-এর 
	পাঠ: 
	পূজা (উপ-বিভাগ 
:  
পথ-১২) পর্যায়ের ৫৭০ সংখ্যক গান। 
	
     
আমার 
     পথে পথে পাথর ছড়ানো।
     তাই তো 
তোমার বাণী বাজে ঝর্না-ঝরানো 
॥
আমার বাঁশি 
তোমার হাতে    ফুটোর পরে ফুটো তাতে-
      তাই শুনি 
সুর এমন মধুর পরান-ভরানো 
॥
তোমার হাওয়া 
যখন জাগে   আমার পালে বাধা লাগে-
      এমন করে 
গায়ে প'ড়ে 
সাগর-তরানো।
ছাড়া পেলে 
একেবারে        রথ কি তোমার চলতে পারে-
      তোমার 
হাতে আমার ঘোড়া লাগাম-পরানো 
॥   
	
Ms. 024
		
		
		 Ms. 028
		
		
		 Ms. 0288
	
	
	
	
	পাঠভেদ:
	
	
	তথ্যানুসন্ধান
		-  ক. রচনাকাল ও স্থান: 
 রবীন্দ্রনাথের ৬২ বৎসর বয়সের রচনা হিসাবে উল্লেখ 
করেছেন।
- 
		
		খ. 
		প্রকাশ ও গ্রন্থভুক্তি:
			- 
			
			 গ্রন্থ:
				- 
				
				গান 
			- 
			
			
			প্রথম সংস্করণ  
		  	[ইন্ডিয়ান 
			প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ) বাউল। 
			পথের গান। রামকেলী-একতালা। পৃষ্ঠা: ২০৪। 
			 [নমুনা]
 
- 
				
				
				গীতবিতান
					- 
					প্রথম খণ্ড, প্রথম সংস্করণ 
					 [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮, কাব্য-গ্রন্থাবলী (১৩০৩ বঙ্গাব্দ)-র 
					বাউল অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ৩২০
		 [নমুনা]
- প্রথম 
					খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৪৮)
- অখণ্ড সংস্করণ, তৃতীয়  
					সংস্করণ 
					(বিশ্বভারতী,
					পৌষ ১৩৮০ 
					বঙ্গাব্দ)। 
					
					পূজা (উপ-বিভাগ 
:  
পথ-১২) পর্যায়ের ৫৭০ সংখ্যক গান। 
 
-  পরিত্রাণ 
			- 
			
			প্রথম সংস্করণ (বিশ্বভারতী গ্রন্থালয়। জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। 
			প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা ৮।
			[নমুনা]
 
- 
				
				
				পরিত্রাণ (জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ)। প্রথম অংক, প্রথম দৃশ্য, 
				ধনঞ্জয়ের গান। রবীন্দ্ররচনাবলী বিংশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা 
				১৩২।
- 
				 স্বরবিতান পঞ্চম 
					(৫) 
খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)
				
				 ১২ 
সংখ্যক গান। পৃষ্ঠা: ২৬-২৭।[নমুনা]
 
-  পত্রিকা:
				- 
				
				বার্ষিক 
				শারদীয়া বসুমতী (১৩৩৪ বঙ্গাব্দ)। পরিত্রাণ' নাটকের সাথে গানটি 
				মুদ্রিত হয়েছিল। 
 
 
- গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলি:  
			-  
স্বরলিপি: 
			[নমুনা]
- 
			 স্বরলিপিকার 
			
			
			দিনেন্দ্রনাথ ঠাকুর।
 [দিনেন্দ্রনাথ 
			ঠাকুর-কৃত রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
 
- 
			 সুর ও তাল:
			
			- 
				 স্বরবিতান পঞ্চম 
					(৫)
			খণ্ডের (ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)
গৃহীত গানটির স্বরলিপিতে রাগ-তালের উল্লেখ নেই। উক্ত স্বরলিপিটি ৩।৩ মাত্রা ছন্দে দাদরা 
তালে নিবদ্ধ। 
- বাউল। 
			তাল: 
			 
			দাদরা 
			
			[রবীন্দ্রসংগীত 
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ ।
			
			(প্যাপিরাস,
			জানুয়ারি ১৯১৩)। পৃষ্ঠা: ৩০]
- 			বাউল। 
			তাল: দাদরা।  [রাগরাগিণীর 
			এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১] পৃষ্ঠা:
			৫৬।] 
			
 
-  সুরাঙ্গ:
			বাউলাঙ্গ
- 
		 
			গ্রহস্বর: মা।
			
- 
	 
			লয়: অতি দ্রুত।