পরিত্রাণ
১৩৩৬ বঙ্গাব্দে রবীন্দ্রনাথ তাঁর প্রায়শ্চিত্ত নাটকটিকে পরিবর্তন করে, 'পরিত্রাণ' নামক নাটক রচনা করেন। এই বছরের জ্যৈষ্ঠ মাসে নাটকটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। গ্রন্থটির প্রকাশিষয়ক আখ্যানপত্রে লেখা আছে- বিশ্বভারতী গ্রন্থালয়/২১০ নং কর্ণওয়ালিস, কলিকাতা/প্রকাশক 'রায় সাহেব শ্রীজগদানন্দ রায়'। গ্রন্থটির মুদ্রণ সংখ্যা ছিল ১১০০ এবং মূল্য ছিল বার আনা।
এই নাটকে ব্যবহৃত গানের তালিকা