বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
নাই
ভয়,
নাই
ভয়,
নাই
রে।
পাঠ ও পাঠভেদ:
- গীতবিতান (বিশ্বভারতী, কার্তিক ১৪১২)-এর পাঠ
নাই
ভয়,
নাই
ভয়,
নাই
রে।
থাক্ পড়ে থাক্ ভয় বাইরে॥
জাগো,
মৃত্যুঞ্জয়,
চিত্তে থৈ থৈ নর্তননৃত্যে।
ওরে
মন,
বন্ধনছিন্ন
দাও
তালি তাই তাই তাই রে॥
- পাণ্ডুলিপির পাঠ:
-
পাঠভেদ:
-
তথ্যানুসন্ধান:
- ক. রচনাকাল ও স্থান:
-
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
- গ্রন্থ
-
তৃতীয় খণ্ড, প্রথম সংস্করণ
(বিশ্বভারতী ১৩৩৯ বঙ্গাব্দ)। পৃষ্ঠা: ৭৫৩
[নমুনা]
-
গীতবিতানের বিচিত্র
পর্যায়ের তৃতীয়
গান।
-
পরিত্রাণ
-
প্রথম সংস্করণ [বিশ্বভারতী গ্রন্থালয়। জ্যৈষ্ঠ ১৩৩৬ বঙ্গাব্দ।
প্রথম অঙ্ক, প্রথম দৃশ্য। ধনঞ্জয়ের গান। পৃষ্ঠা ৫]
[নমুনা]
-
পরিত্রাণ। রবীন্দ্ররচনাবলী,
বিংশ খণ্ড, পৃষ্ঠা- ১৩০ (আষাঢ় ১৩৯৪ বঙ্গাব্দ)]
-
স্বরবিতান
পঞ্চম
(৫)
খণ্ডের (ভাদ্র
১৪১৪ বঙ্গাব্দ)
১১ সংখ্যক
গান।
পৃষ্ঠা ২৫।
- পত্রিকা:
-
বসুমতী [ষষ্ঠ
বর্ষ বৈশাখ ১৩৩৪ বঙ্গাব্দ।
গীতাষ্টকের সপ্তম গান।
পৃষ্ঠা ৪]
[নমুনা]
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
- স্বরলিপি:
- স্বরলিপিকার:
-
সুর ও তাল:
-
স্বরবিতান
পঞ্চম
(ভাদ্র ১৪১৪ বঙ্গাব্দ)-এ
গৃহীত স্বরলিপিতে রাগ-তালের কোন উল্লেখ নেই।
উক্ত
স্বরলিপিটি ৩।৩ মাত্রা
ছন্দে
দাদরা তালে নিবদ্ধ।
-
রাগ:
ইমন।
তাল: কাহারবা।
[রবীন্দ্রসংগীত: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ।
প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬। পৃষ্ঠা: ৬২]
- রাগ: ইমন। তাল: কাহারবা
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী।
পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ১০৮]
-
গ্রহস্বর :
র্সর্গা।
-
লয় : মধ্য।