বিষয়:
রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা:
শিরোনাম:
আরো আরো,
প্রভু, আরো আরো
পাঠ ও পাঠভেদ:
আরো আরো, প্রভু, আরো আরো
এমনি ক'রে আমায় মারো ॥
লুকিয়ে থাকি, আমি পালিয়ে বেড়াই-
ধরা পড়ে গেছি, আর কি এড়াই!
যা-কিছু আছে সব কাড়ো কাড়ো ॥
এবার যা করবার তা সারো সারো,
আমি হারি কিম্বা তুমিই হারো।
হাটে ঘাঠে বাটে করি মেলা।
কেবল হেসে খেলে গেছে বেলা-
দেখি কেমনে কাঁদাতে পারো ॥
পাণ্ডুলিপির পাঠ: [RBVBMS 358] [নমুনা]।
পাঠভেদ:
পাঠান্তর আছে।
স্বরবিতান-৯এর ৬৫ পৃষ্ঠায় মুদ্রিত পাঠভেদ অনুসারে নিচের পাঠভেদ দেখানো হলো।
এমনি করে আমায়
মারো : নাট্যাংশ, প্রায়শ্চিত্ত (১৩১৬)
যেমনি খুশি আমায় মারো : স্বরলিপি, প্রায়শ্চিত্ত (১৩১৬)
ভাবসন্ধান: যুক্ত হবে।
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
রবীন্দ্রনাথের RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির তারিখ উল্লেখ আছে
'১৯ চৈত্র'। উল্লেখ্য, ১৩১৩ বঙ্গাব্দের
১৯শে
চৈত্র রচিত হয়েছিল। এই সময় রবীন্দ্রনাথের বয়স ছিল ৪৫ বৎসর ১১ মাস।
[৪৫
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ
কাব্যগ্রন্থ দশম খণ্ড [ইন্ডিয়ান প্রেস, ১৩২৩ বঙ্গাব্দ, ১৯১৬ খ্রিষ্টাব্দ), ধর্ম্মসঙ্গীত, পৃষ্ঠা: ২১৭] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, আশ্বিন ১৩১৬ বঙ্গাব্দ)। গান। পৃষ্ঠা: ১২৯] [নমুনা]
গীতবিতান
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, আশ্বিন ১৩৩৮,
গান (১৩১৫
বঙ্গাব্দ) থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ২৮০-২৮১]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ২২৮, উপ-বিভাগ: দুঃখ-৩৭।
মুক্তধারা
পত্রিকা:
রেকর্ডসূত্র: রেকর্ড সূত্র পাওয়া যায় নি।
গ.
সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। [সঙ্গীত প্রকাশিকা]
দিনেন্দ্রনাথ ঠাকুর [প্রবাসী]
সুর ও তাল:
রবীন্দ্রনাথের
RBVBMS 358
পাণ্ডুলিপিতে গানটির উপরে রাগের
উল্লেখ আছে 'সুরট'।
রাগ-মিশ্র
মল্লার।তাল-খেমটা। [স্বরবিতান-৯]
রাগ: দেশ। অঙ্গ: বাউল।
তাল:
খেমটা।
[রবীন্দ্রসংগীত
: রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)।
পৃষ্ঠা: ৩৪।]
রাগ: গৌড়মল্লার। অঙ্গ
বাউল। তাল: খেমটা (১২)
[রাগরাগিণীর
এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, পশ্চিমবঙ্গ রাজ্য
সংগীত আকাদেমী, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৬৪।]
গ্রহস্বর-মা।
লয়-দ্রুত।