৪৫ বৎসর অতিক্রান্ত বয়স

২৫ বৈশাখ ১৩১৩ বঙ্গাব্দ থেকে ২৪ বৈশাখ ১৩১৪ বঙ্গাব্দ পর্যন্ত (৭ মে ১৯০৬- ৬ মে ১৯০৭ খ্রিষ্টাব্দ)

রচিত গানের সংখ্যা ৬টি


১৩১৩ বঙ্গাব্দের ১১ মাঘ [শুক্রবার,২৫ জানুয়ারি ১৯০৭ খ্রিষ্টাব্দ]-এ সপ্ত‌সপ্ততিতম (৭৭) সাংবৎসরিক মাঘোৎসব অনুষ্ঠিত হয়। এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের চারটি গান পরিবেশিত হয়েছিল। উল্লেখ্য রবীন্দ্রনাথ এই গানগুলি এই উৎসব উপলক্ষেই রচনা করেছিলেন। নিচে গানগুলি হলো-
          ১.
আমার মাথা নত করে দাও হে । পূজা-৪৯২
          ২.
নিবিড় ঘন আঁধারে জ্বলিছে ধ্রুবতারা [পূজা-১৭৬] [তথ্য]
          ৩.
নব নব পল্লবরাজি। প্রকৃতি-২৮০
          ৪.
মোরে বারে বারে ফিরালে। ূজা-৪৩০

১৩১৩ বঙ্গাব্দের ১৯শে চৈত্র রবীন্দ্রনাথ রচনা করেন একটি গান। তথ্যটি পাওয়া যায় রবীন্দ্রনাথের RBVBMS 358 পাণ্ডুলিপিতে গানটি হলো-

আরো আরো, প্রভু আরো আরো [পূজা-২২৮] [তথ্য]

'গীতাঞ্জলি'র প্রথম সংস্করণে (১৭১৭ বঙ্গাব্দে) ৩টি গানের নিচে, রচনাকাল লেখা ছিল '১৩১৩'। এই গান ৩টি হলো-

আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫] [তথ্য]
কত অজানারে জানাইলে তুমি [পূজা-৩৬৬] [তথ্য]
বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা [পূজা-২২৭] [তথ্য]