আমি বহু বাসনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মোরে।
এ কৃপা কঠোর সঞ্চিত মোর জীবন ভ’রে ॥
না চাহিতে মোরে যা করেছ দান - আকাশ আলোক তনু মন প্রাণ,
দিনে দিনে তুমি নিতেছ আমায় সে মহা দানেরই যোগ্য ক’রে
অতি-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে ॥
আমি কখনো বা ভুলি কখনো বা চলি তোমার পথের লক্ষ্য ধ’রে ;
তুমি নিষ্ঠুর সম্মুখ হতে যাও যে সরে।
এ যে তব দয়া, জানি জানি হায়, নিতে চাও ব’লে ফিরাও আমায়-
পূর্ণ করিয়া লবে এ জীবন তব মিলনেরই যোগ্য ক’রে
আধা-ইচ্ছার সঙ্কট হতে বাঁচায়ে মোরে
॥
পাঠভেদ:
তথ্যানুসন্ধান
ক. রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৭১৭
বঙ্গাব্দে প্রকাশিত
'গীতাঞ্জলি'র
প্রথম সংস্করণে গানটির নিচে, রচনাকাল লেখা ছিল '১৩১৩'। এই সময় রবীন্দ্রনাথের ৪৫ বৎসর।
খ.
প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
[ইন্ডিয়ান প্রেস ১৩২৩ বঙ্গাব্দ,
গীতাঞ্জলি,
গান সংখ্যা ২,
পৃষ্ঠা ২৭৫-২৭৬]
[নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
অখণ্ড সংস্করণ,তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)।
পূজা
২২৫, উপ-বিভাগ:
দুঃখ-৩৪।
দ্বিতীয় গান।
রবীন্দ্ররচনাবলী একাদশ খণ্ড (বিশ্বভারতী)। পৃষ্ঠা ৬।
গীতি-চর্চ্চা [বিশ্বভারতী, পৌষ ১৩৩২, গান সংখ্যা ৪৭, পৃষ্ঠা:
৩৩।
[নমুনা]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ।
গান।
পৃষ্ঠা: ৫৬-৫৭] [নমুনা:
প্রথমাংশ,
শেষাংশ]
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)।
মিশ্র কামোদ-একতালা।
কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ
মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান
চতুর্বিংশ (২৪) খণ্ডের সপ্তম গান। পৃষ্ঠা ২৪-২৬।
[নমুনা]
GITANJALI (Song offerings)
।
নোবেল
পুরস্কারপ্রাপ্ত গীতাঞ্জলি (১৯১২
খ্রিষ্টাব্দ)। ১৪ সংখ্যক গান।
ইংরেজী
গীতাঞ্জলি'তে
রবীন্দ্রনাথ-কৃত অনুবাদ :
My desires are
many and my cry is pitiful, but ever
didst thou save me by
hard refusals; and this strong
mercy has been wrought into my life through and through.
Day by day
thou art making me worthy of the simple,
great gifts that thou gavest to me unasked- this sky and
the light,
this body and the life and the mind- saving me from perils of overmuch desire.
There are
times when I languidly linger and times when I awaken and hurry in search of my
goal; but cruelly thou hidest thyself from before me.
Day by day
thou art making me worthy of thy full acceptance by refusing me and anon, saving
me from perils
of weak, uncertain desire.
পত্রিকা: রেকর্ডসূত্র: রেকর্ড সূত্র পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
১৩১৪
বঙ্গাব্দে
গানটি প্রথম
প্রকাশিত হয়েছিল
'বঙ্গদর্শন' পত্রিকায়। শিরোনাম ছিল 'দয়া'। এরপর গানটি
সঙ্গীত প্রকাশিকা পত্রিকার 'অগ্রহায়ণ ১৩১৪ বঙ্গাব্দ' সংখ্যায় প্রকাশিত
হয়েছিল। এই বছরের
১১ মাঘ -এ
অষ্টসপ্ততিতম (৭৮)
সাংবৎসরিক মাঘোৎসব [১১ মাঘ
১৩১৪ বঙ্গাব্দ, ২৫ জানুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দ] অনুষ্ঠিত হয়।
এই
মাঘোৎসবে এই গানটি-সহ মোট ১৫টি
রবীন্দ্রনাথের গান পরিবেশিত হয়েছিল।
এই সূত্রে তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ'
সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল। এরপর গানটি যে সকল গ্রন্থাদিতে অন্তর্ভুক্ত
হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গান
প্রথম সংস্করণ
(১৩১৫
বঙ্গাব্দ
গ. সঙ্গীত বিষয়ক তথ্যাবলী:
স্বরলিপিকার:
কাঙ্গালীচরণ সেন।
[ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-৫,
স্বরবিতান-২৪]
ভীমরাও
শাস্ত্রী
[সঙ্গীত-গীতাঞ্জলি]
সুর ও তাল:
রাগ-মিশ্র
কামোদ। তাল-একতাল। [স্বরবিতান-২]
রাগ-সরফর্দা।
তাল-একতাল। [সঙ্গীত-প্রকাশিকা। উল্লেখ্য,
বর্তমানে গানটির রাগ মিশ্র কামোদ হিসাবেই মানা হয়] রাগ :
ছায়ানট। তাল:
একতাল।
[রবীন্দ্রসংগীত:
রাগ-সুর নির্দেশিকা। সুধীর চন্দ। প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬।
পৃষ্ঠা: ৩৩।]
রাগ: কামোদ।
তাল: একতাল।
[রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত, প্রফুল্লকুমার চক্রবর্তী, জুলাই ২০০১। পৃষ্ঠা:
৬২।]
বিষয়াঙ্গ:
ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ:
খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: সা।
লয়: মধ্য।
[৪৫
বৎসর অতিক্রান্ত বয়সে রবীন্দ্রসঙ্গীতের তালিকা]
),
গান
দ্বিতীয় সংস্করণ (১৩১৬
বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত
স্বরলিপি পঞ্চম ভাগ
(১৩১৬
বঙ্গাব্দ),
গীতাঞ্জলি
প্রথম সংস্করণ
(১৩১৭ বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থ অষ্টম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ),
গীতি-চর্চ্চা (১৩৩২ বঙ্গাব্দ) ও
সঙ্গীত-গীতাঞ্জলি (১৩৩৪
বঙ্গাব্দ)
এরপর ১৩৩৮ বঙ্গাব্দে
গানটি
গীতবিতান -এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এরপর
১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে প্রকাশিত
গীতবিতান -এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল পূজা পর্যায়ের
উপবিভাগ
দুঃখ -এর ৩৪
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২২৫
সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের
তৃতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।