শ্রবণ নমুনা

কামোদ
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে কল্যাণ ঠাটের অন্তর্গত রাগ বিশেষ। এর প্রকৃতি বক্র ও চঞ্চল। এই রাগে দুই মধ্যম ব্যবহৃত হয়, তবে শুদ্ধ মধ্যম বেশি ব্যবহার করা হয়। তীব্রমধ্যম আরোহণে প্রবল। কিন্তু শুদ্ধ মধ্যম আরোহণ ও অবরোহণের বিচারে উভয় ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই রাগে গান্ধার ও নিষাদ বেশ দুর্বল এবং আরোহণে বক্রভাবে ব্যবহৃত হয়।

    আরোহণ:  সর প, হ্মপধপ  নধর্স

    অবরোহণ : র্সণ ধপ, হ্মপ গমপ, গম রস

    ঠাট : কল্যাণ

    জাতি : সম্পূর্ণ-সম্পূর্ণ।

    বাদীস্বর : পঞ্চম

    সমবাদী স্বর : ঋষভ

    অঙ্গ :  পূর্বাঙ্গ।

    সময় : রাত প্রথম প্রহর।
    পকড় : স রপ, হ্মমধপ, গমপ, গমরস।


তথ্যসূত্র:
উচ্চাঙ্গ ক্রিয়াত্মক সঙ্গীত। শক্তিপদ ভট্টাচার্য। নাথ ব্রাদার্স।  ২২ সেপ্টেম্বর ১৯৮৭।