মাঘোৎসব অষ্টসপ্ততিতম (৭৮)
শনিবার, ১১ মাঘ ১৩১৪ বঙ্গাব্দ [২৫ জানুয়ারি ১৯০৮ খ্রিষ্টাব্দ]

এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১৫টি গান পরিবেশিত হয়েছিল। নিচে গানগুলি হলো

১. আজ বুকের বসন ছিঁড়ে ফেলে [প্রকৃতি ও প্রেম-৬২] [তথ্য]
২. আমি কেমন করিয়া জানাব [পূজা-৬৭] [তথ্য]
৩. অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১] [তথ্য]
৪. বীণা বাজাও হে মম অন্তরে [পূজা-৪০৯] [তথ্য]
৫.
সংসারে কোনো ভয় নাহি নাহি [পূজা-৪৫৫] [তথ্য]
৬.
মম অঙ্গনে স্বামী নন্দে হাসে [পূজা-৫০৭] [তথ্য]
৭.
বিপদে মোরে রক্ষা করো  নহে মোর প্রার্থনা [পূজা-২২৭] [তথ্য]
৮. চরণধ্বনি শুনি তব
, নাথ [পূজা-৩৯৯] [তথ্য]
৯.
বিপুল তরঙ্গ রে
, বিপুল তরঙ্গ রে [পূজা-৩২২] [তথ্য]
১০.
আজি মম জীবনে নামিছে ধীরে [পূজা-৫০৮] [তথ্য]
১১.
প্রচণ্ড গর্জনে সিল একি দুর্দিন [পূজা-২২৬] [তথ্য]
১২. দুখের বেশে এসেছ ব'লে[পূজা-২৩০] [তথ্য]
১৩. আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫] [তথ্য]
১৪. যারা কাছে তারা কাছে থাক্ [পূজা-৩৬৯] [তথ্য
]
১৫.
অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫] [তথ্য]