বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
আজি মম জীবনে
নামিছে ধীরে
পাঠ ও পাঠভেদ:
আজি মম জীবনে
নামিছে ধীরে
ঘন রজনী নীরবে
নিবিড়গম্ভীরে
॥
জাগো আজি জাগো,
জাগো রে তাঁরে লয়ে
প্রেমঘন
হৃদয়মন্দিরে
॥
গ্রন্থ:
কাব্যগ্রন্থ দশম খণ্ড (ইন্ডিয়ান প্রেস ১৩২৩)
সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত।
ইন্ডিয়ান প্রেস (১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ)। ব্রহ্মসঙ্গীত। রাগিণী বাহার-তাল চৌতাল। পৃষ্ঠা: ৩৮৫। [নমুনা: ৩৮৫]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮)
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী, ১৩৪৮)
অখণ্ড সংস্করণ, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী ১৩৮০)। পূজা ৫০৮। বিবিধ-১৩২।
ধর্ম্মসঙ্গীত (ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১)। গান।
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি পঞ্চম ভাগ (৯ বৈশাখ ১৩১৬ বঙ্গাব্দ)। আড়ান-ঢিমা তেতালা। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের ৪র্থ গান। পৃষ্ঠা ১৩।
পত্রিকা:
সঙ্গীত-প্রকাশিকা (পৌষ ১৩১৪ বঙ্গাব্দ)। আড়ানা-কাওয়ালি। পৃষ্ঠা ৭২।
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩১৪ বঙ্গাব্দ)। আড়ানা-ঢিমা তেতালা। পৃষ্ঠা ১৮১। [নমুনা]
পরিবেশনা: ১৩০৩ বঙ্গাব্দে
অনুষ্ঠিত
৬৭তম মাঘোৎসবে গানটি
প্রথম গীত হয়েছিল।
রবীন্দ্রসঙ্গীত-গবেষণা-গ্রন্থমালা ৩য় খণ্ড/প্রফুল্লকুমার দাস। পৃষ্ঠা ৬৮।
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন।
সুর ও তাল:
রাগ-আড়ানা। তাল-ঢিমা ত্রিতাল। [স্বরবিতান-২৪]
রাগ: আড়ানা। তাল: একতাল [রবীন্দ্রসংগীত : রাগ-সুর নির্দেশিকা । সুধীর চন্দ। (প্যাপিরাস, ডিসেম্বর ২০০৬)। পৃষ্ঠা: ২৬]।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর: মা।
লয়: ঢিমা।