মাঘোৎসব সপ্তষষ্ঠি (৬৭)
শনিবার,
১১ মাঘ ১৩০৩ বঙ্গাব্দ, [২৩ জানুয়ারি
১৮৯৭ খ্রিষ্টাব্দ]
এই মাঘোৎসব উপলক্ষে রবীন্দ্রনাথের ১০টি ব্রহ্মসঙ্গীত পরিবেশিত হয়েছিল। এই গানগুলো হলো—
১. সুন্দর বহে আনন্দমন্দানিল [পূজা-৫৩৭] [তথ্য]
২. শীতল তব পদছায়া [পূজা-৪৭১] [তথ্য]
৩. আজি কোন্ ধন হতে বিশ্বে আমারে [পূজা-২৫১] [তথ্য]
৪. আর কত দূরে আছে সে আনন্দধাম [পূজা-৪১৬] [তথ্য]
৫. আজি মম মন চাহে জীবনবন্ধুরে [পূজা-১৭২] [তথ্য]
৬. হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে [পূজা-২৮২] [তথ্য]
৭. একি করুণা করুণাময় [পূজা-৪৬১] [তথ্য]
৮. আমার সত্য মিথ্যা সকলই ভুলায়ে দাও [পূজা-১২৩] [তথ্য]
৯. আজি রাজ-আসনে তোমারে বসাইব [পূজা ও প্রার্থনা-৫৪] [তথ্য]
১০. কে যায় অমৃতধামযাত্রী [পূজা-২৫২] [তথ্য]