বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম:
হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে
পাঠ ও পাঠভেদ:

                   

হরষে জাগো আজি, জাগো রে তাঁহার সাথে,

   প্রীতিযোগে তাঁর সাথে একাকী

গগনে গগনে হেরো দিব্য নয়নে

   কোন্ মহাপুরুষ জাগে মহাযোগাসনে-

      নিখিল কালে জড়ে জীবে জগতে

              দেহে প্রাণে হৃদয়ে