বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :

শিরোনাম: কে যায় অমৃতধামযাত্রী

পাঠ ও পাঠভেদ:

কে যায় অমৃতধামযাত্রী

আজি এ গহন তিমিররাত্রি,

কাঁপে নভ জয়গানে

আনন্দরব শ্রবণে লাগে,       সুপ্ত হৃদয় চমকি জাগে,

চাহি দেখে পথপানে

      ওগো রহো রহো, মোরে ডাকি লহো, কহো আশ্বাসবাণী

যাব অহরহ সাথে সাথে

    সুখে দুখে শোকে দিবসে রাতে

            অপরাজিত প্রাণে