বিষয়: রবীন্দ্রসঙ্গীত।
গান সংখ্যা :
শিরোনাম:
কে যায়
অমৃতধামযাত্রী।
পাঠ ও পাঠভেদ:
কে যায় অমৃতধামযাত্রী।
আজি এ গহন তিমিররাত্রি,
কাঁপে নভ জয়গানে ॥
আনন্দরব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকি জাগে,
চাহি দেখে পথপানে ॥
ওগো রহো রহো, মোরে ডাকি লহো, কহো আশ্বাসবাণী।
যাব অহরহ সাথে সাথে
সুখে দুখে শোকে দিবসে রাতে
অপরাজিত প্রাণে ॥
তথ্যানুসন্ধান
ক.
রচনাকাল ও স্থান:
RBVBMS 426 (i)
পাণ্ডুলিপিতে গানটির নিচে গানটি রচনার সময় উল্লেখ আছে- '২৯
ভাদ্র/১৩০৩'।
উল্লেখ্য,
গানটি রাজা
রামমোহন রায়ের ৬৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রচিত।
এই সময়
রবীন্দ্রনাথের বয়স ছিল
৩৫ বৎসর
৪ মাস বয়সের রচনা।
[৩৫ বৎসর অতিক্রান্ত বয়সে রচিত গানের তালিকা]
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। বেহাগ। পৃষ্ঠা: ৪৬৯-৪৭০] [নমুনা: প্রথমাংশ, দ্বিতীয়াংশ]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। বেহাগ। পৃষ্ঠা: ৩৭২] [নমুনা]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ (বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৮৩-১৮৪]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ [বিশ্বভারতী, মাঘ ১৩৪৮, পূজা। আশ্বাস ১২। পৃষ্ঠা ১০৬] [নমুনা]
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান প্রেস্ লিমিটেড, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৫৯] [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। বেহাগ-চৌতাল। কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের ১০ম গান। বেহাগ। চৌতাল। পৃষ্ঠা ৩১-৩২। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধিনী (ফাল্গুন ১৩০৩ বঙ্গাব্দ)। পৃষ্ঠা ১৭৪।
সঙ্গীত প্রকাশিকা (বৈশাখ ১৩১৪ বঙ্গাব্দ)।
রেকর্ডসূত্র: রেকর্ডসূত্র পাওয়া যায় নি
প্রকাশের কালানুক্রম: গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল ১৩০৩ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
কাব্যগ্রন্থাবলী
'তে ব্রহ্মসঙ্গীত বিভাগে। ১৩০৩
বঙ্গাব্দের ১১ই মাঘ অনুষ্ঠিত
৬৭তম মাঘোৎসবে গানটি পরিবেশিত হয়েছিল। এই সূত্রে
তত্ত্ববোধিনী
পত্রিকার 'ফাল্গুন ১৩০৩ বঙ্গাব্দ' সংখ্যায় গানটি প্রকাশিত হয়েছিল।
এরপর যে সকল গ্রন্থে গানটি অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল, সে গুলো হলো-
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি (১৩১৫
বঙ্গাব্দ),
গান
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) ও
কাব্যগ্রন্থ
দশম খণ্ড (১৩২৩ বঙ্গাব্দ)।
এ
সকল গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ -এ, ১৩০৩
বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'-
ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল।
এরপর
এর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের
আশ্বাস
উপবিভাগের ১২ সংখ্যক গান হিসেবে।
১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ২৫২ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে
অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
রাগ: বেহাগ। তাল: চৌতাল [রাগরাগিণীর এলাকায় রবীন্দ্রসংগীত। প্রফুল্লকুমার চক্রবর্তী। পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমি, জুলাই ২০০১। পৃষ্ঠা: ৮৩।]