স্বরবিতান-২৪
এই গ্রন্থের মাঘ ১৪১১ মুদ্রণের ৬৭ পৃষ্ঠায় মুদ্রিত প্রজ্ঞাপনটি নিচে উল্লেখ করা হলো।
স্বরবিতান চতুর্বিংশ খণ্ড প্রকাশিত হয় ভাদ্র ১৩৫৯ সালে। এই গ্রন্থের সম্পাদনা করেন ইন্দিরাদেবী চৌধুরানী। কয়েকটি গানের রাগ-তাল-নির্দেশে রমেশচন্দ্র বন্দোপাধ্যায়ের সহযোগিতা পাওয়া যায়।
এই গ্রন্থে পঁচিশটি গানের স্বরলিপি মুদ্রিত। তন্মধ্যে ‘আদি ব্রাহ্মসমাজের অন্যতম
গায়ক’ কাঙ্গালীচরণ সেন –প্রণীত ‘ব্রহ্মসঙ্গীত-স্বরলিপি’ (ছয় ভাগ : ১৩১১-১৩১৮)
গ্রন্থের চতুর্থ ভাগে উনিশটি এবং পঞ্চম ভাগে ছয়টি গানের স্বরলিপি পূর্বে প্রকাশিত
হইয়াছিল।
গানগুলির সুরভেদ, ছন্দোভেদ, পাঠভেদ ও রচনাকাল-প্রকাশকাল বিষয়ে এ যাবৎ সংগৃহীত তথ্য
বর্তমান সংস্করণে সন্নিবিষ্ট হইল। উল্লিখিত তথ্যাদি সংগ্রহ ও সংকলন করিয়াছেন
শ্রীপ্রফুল্লকুমার দাস।
আষাঢ় ১৩৭৮
এতে মোট ২৫টি গানের স্বরলিপি গৃহীত হয়েছে। নিচে
গানগুলির তালিকা দেওয়া হলো।
অন্তর মম বিকশিত করো অন্তরতর হে [পূজা-১১১]
[তথ্য]
[নমুনা]
অমল কমল সহজে জলের কোলে [পূজা-৩২৫]
[তথ্য]
[নমুনা]
আঁখিজল মুছাইলে জননী [পূজা-৪৯৯]
[তথ্য]
[নমুনা]
আজি মম জীবনে নামিছে ধীরে[পূজা-৫০৮]
[তথ্য]
[নমুনা]
আমি কেমন করিয়া জানাব [পূজা-৬৭]
[তথ্য]
[নমুনা]
আমি জেনে শুনে তবু ভুলে বসে আছি। [পূজা-৪০৪] [পূজা ও প্রার্থনা-৬৩]
[তথ্য]
[নমুনা]
আমি বহু বাসনায় প্রাণপণে চাই [পূজা-২২৫]
[তথ্য]
[নমুনা]
ওই পোহাইল তিমির রাতি [পূজা-৩০৭]
[তথ্য]
[নমুনা]
ওঠো ওঠো রে- বিফলে প্রভাত বহে যায় যে [পূজা-২৮৯]
[তথ্য]
[নমুনা]
কে যায় অমৃতধামযাত্রী [পূজা-২৫২]
[তথ্য]
[নমুনা]
জাগ্রত বিশ্বকোলাহল-মাঝে [পূজা-৩৭০]
[তথ্য]
[নমুনা]
ডাকিছ শুনি জাগিনু প্রভু [পূজা-১৭০]
[তথ্য]
[নমুনা]
নব আনন্দে জাগো আজি [পূজা-৩২৭]
[তথ্য]
[নমুনা]
নব নব পল্লবরাজি [প্রকৃতি-২৮০]
[তথ্য]
[নমুনা]
নিত্য সত্যে চিন্তন করো [পরিশিষ্ট-৩]
[তথ্য]
[নমুনা]
নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে [প্রকৃতি-২৭৯]
[তথ্য]
[নমুনা]
পিতার দুয়ারে দাঁড়াইয়া সবে ভুলে যাও [পূজা ও প্রার্থনা-৩২]
[তথ্য]
[নমুনা]
পেয়েছি সন্ধান তব অন্তর্যামী [পূজা-৪৬২]
[তথ্য]
[নমুনা]
প্রতিদিন আমি, হে জীবনস্বামী
[তথ্য]
[নমুনা]
বাণী তব ধায় অনন্ত গগনে লোকে লোকে [পূজা-৪৬৯]
[তথ্য]
[নমুনা]
ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে [পূজা-১২২]
[তথ্য]
[নমুনা]
মোরে বারে বারে ফিরালে [পূজা-৪৩০]
[তথ্য]
[নমুনা]
সবে আনন্দ করো [পূজা-২৮৪]
[তথ্য]
[নমুনা]
সবে মিলি গাও রে [পূজা ও প্রার্থনা-৪৬]
[তথ্য]
[নমুনা]
হে মন, তাঁরে দেখো [পূজা ও প্রার্থনা-৫২]
[তথ্য]
[নমুনা]