বিষয়: রবীন্দ্রসঙ্গীত
গান সংখ্যা :
শিরোনাম:
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে।
পাঠ ও পাঠভেদ:
ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে।
আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে
॥
খুলিল দ্বার, তিমিরভার দূর হইল ত্রাসে।
হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে
॥
বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে-
নিখিল তায় অভয় পায়, সকল জগত হাসে
॥
কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে-
মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে
॥
উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে।
দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে
॥
খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
গ্রন্থ:
কাব্যগ্রন্থাবলী [আদি ব্রাহ্মসমাজ প্রেস, ১৩০৩। ব্রহ্মসঙ্গীত। মিশ্র ললিত-তাল একতালা। পৃষ্ঠা: ৪৫৯। [নমুনা]
প্রথম সংস্করণ [সিটি বুক সোসাইটি, ১৩১৫ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। মিশ্র ললিত-তাল একতালা। পৃষ্ঠা: ২৬০] [নমুনা]
দ্বিতীয় সংস্করণ [ইন্ডিয়ান প্রেস ১৯০৯ খ্রিষ্টাব্দ, ১৩১৬ বঙ্গাব্দ। ব্রহ্মসঙ্গীত। মিশ্র ললিত, তাল একতালা। পৃষ্ঠা: ২৫২। [নমুনা]
গানের বহি ও বাল্মীকি প্রতিভা [আদি ব্রাহ্মসমাজ প্রতিভা, ১৩০০। ব্রহ্মসঙ্গীত। মিশ্র ললিত- তাল একতালা। পৃষ্ঠা: ৩৫৫] [নমুনা: প্রথমাংশ, শেষাংশ]
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ [বিশ্বভারতী, ১৩৩৮ বঙ্গাব্দ। ১৩০৩ বঙ্গাব্দে প্রকাশিত 'কাব্যগ্রন্থাবলী'- ব্রহ্মসঙ্গীত অংশ থেকে গৃহীত হয়েছিল। পৃষ্ঠা: ১৫২] [নমুনা]
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ (বিশ্বভারতী,১৩৪৮ বঙ্গাব্দ। পূজা (উপবিভাগ: বিরহ ৪৩) পৃষ্ঠা। ৭৪ [নমুনা]
অখণ্ড, তৃতীয় সংস্করণ (বিশ্বভারতী, পৌষ ১৩৮০ বঙ্গাব্দ)। পূজা পর্যায় ১৭০। উপবিভাগ: বিরহ ৪৩।
ধর্ম্মসঙ্গীত [ইন্ডিয়ান পাবলিশিং হাউস, ১৩২১ বঙ্গাব্দ। পৃষ্ঠা: ১৩৬] [নমুনা]
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি ৪র্থ ভাগ (বৈশাখ ১৩১৫ বঙ্গাব্দ)। মিশ্র-ললিত-একতালা । কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপি-সহ মুদ্রিত হয়েছিল।
স্বরবিতান চতুর্বিংশ (২৪) খণ্ডের ১২ সংখ্যক গান। পৃষ্ঠা ৩৫-৩৭। [নমুনা]
পত্রিকা:
তত্ত্ববোধনী (ফাল্গুন ১৮০৭ শকাব্দ, ১২৯২ বঙ্গাব্দ)। মিশ্র ললিত-একতালা। পৃষ্ঠা: ২২০। [নমুনা]
রেকর্ড সূত্র: পাওয়া যায় নি।
প্রকাশের
কালানুক্রম:
১১ মাঘ ১২৯২ বঙ্গাব্দ (শনিবার ২৩
জানুয়ারি ১৮৮৬
খ্রিষ্টাব্দ) তারিখে
ষড়্পঞ্চাশ সাংবৎসরিক মাঘোৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রাতঃকালীন উপাসনায় গানটি পরিবেশিত
হয়েছিল। এরপর গানটি প্রথম প্রকাশিত হয়েছিল তত্ত্ববোধনী পত্রিকার 'ফাল্গুন ১২৯২
বঙ্গাব্দ' সংখ্যায়।
এরপর যে সকল গ্রন্থাদিতে গানটি
অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল, সেগুলো হলো-
গানের বহি ও বাল্মীকি প্রতিভা (১৩০০
বঙ্গাব্দ),
কাব্যগ্রন্থাবলী
(১৩০৩ বঙ্গাব্দ),
ব্রহ্মসঙ্গীত স্বরলিপি
৪র্থ ভাগ
(১৩১৫ বঙ্গাব্দ),
গান
(প্রথম সংস্করণ
১৩১৫
বঙ্গাব্দ) ও
দ্বিতীয় সংস্করণ
(১৩১৬
বঙ্গাব্দ),
ধর্ম্মসঙ্গীত
(১৩২১ বঙ্গাব্দ) এবং কাব্যগ্রন্থ
দশম খণ্ড
(১৩২৩ বঙ্গাব্দ)।
এ সকল
গ্রন্থাদির পরে,
১৩৩৮ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত
গীতবিতান
-এর
প্রথম খণ্ড, প্রথম সংস্করণ
-এ
গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এরপর
প্রথম খণ্ড, দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪৮ বঙ্গাব্দের মাঘ মাসে। এই
সংস্করণে গানটি অন্তর্ভুক্ত হয়েছিল
পূজা,
পর্যায়ের বিরহ উপবিভাগের ৪৩
সংখ্যক গান হিসেবে। ১৩৭১ বঙ্গাব্দের আশ্বিন মাসে প্রকাশিত অখণ্ড গীতবিতানের
পূজা
পর্যায়ের ১৭০ সংখ্যক গান হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি একইভাবে অখণ্ড গীতাবিতানের তৃতীয় সংস্করণ প্রকাশিত
হয়েছিল পৌষ ১৩৮০ বঙ্গাব্দের পৌষ মাসে।
ঘ. সঙ্গীতবিষয়ক তথ্যাবলী:
স্বরলিপি: [নমুনা]
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন-কৃত স্বরলিপিটি 'ব্রহ্মসঙ্গীত স্বরলিপি-চতুর্থ ভাগ' থেকে স্বরবিতান -২৪'এর ৭৩ পৃষ্ঠায় আংশিক সুরভেদ হিসাবে গৃহীত হয়েছে। মূল স্বরলিপিটি কার তা স্পষ্ট নয়।
রাগ ও তাল:
রাগ-মিশ্র ললিত। তাল-একতাল। স্বরবিতান-২৪।
বিষয়াঙ্গ: ব্রহ্মসঙ্গীত।
সুরাঙ্গ: খেয়ালাঙ্গ।
গ্রহস্বর-সা।
লয়-মধ্য